ফ্যাক্টচেক ডেস্ক
ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সঙ্গে লড়ছেন বাংলাদেশ ক্রিকেটের পেস বোলিংয়ের অন্যতম ভরসা তাসকিন আহমেদ। বারবার মাঠ থেকে ছিটকে গেছেন। সর্বশেষ ওয়ান ডে বিশ্বকাপেও খেলেছেন চোট নিয়ে। ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বিশ্রামে ছিলেন তিনি। খেলেননি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে ও দেশটিতে অনুষ্ঠিত সিরিজেও। তবে চলমান বিপিএল দিয়ে তাসকিন ফিরেছেন মাঠে।
এর মধ্যেই গত ৪ ফেব্রুয়ারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসকিনের টেস্ট থেকে অবসরের ঘোষণার একটি তথ্য ভাইরাল হয়েছে। ওই দিন সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ক্রিকেট এক্সডি নামের একটি ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, ‘টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন তাসকিন’। কমেন্টবক্সে পেজটি থেকে আরও বলা হয়, ‘ইনজুরির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’
আরও বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজের পোস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের বরাত দিয়ে বলা হচ্ছে, তিনি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন, টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন তাসকিন আহমেদ।
আসলেই কি তাসকিন আহমেদ টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন?
দাবিটির সত্যতা যাচাইয়ে ফেসবুক পোস্টগুলোর সূত্রে ক্রিকেট বিষয়ক সংবাদ–ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে গত ৩ ফেব্রুয়ারি ‘টেস্ট ক্রিকেটে বিবেচনা না করার জন্য অনুরোধ তাসকিনের’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসকে উদ্ধৃত করে বলা হয়, তিনি গত শনিবার (৩ ফেব্রুয়ারি) ক্রিকবাজকে জানিয়েছেন, তাসকিন টেস্ট ক্রিকেট খেলতে চান না উল্লেখ করে বিসিবিকে চিঠি দিয়েছেন। চলমান বিপিএল শেষে বিসিবি তাঁর সঙ্গে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
গত ৩ ফেব্রুয়ারি তাসকিনের বিষয়ে জালাল ইউনুসের সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারের একটি অডিও আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের হাতে এসেছে। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে তাসকিন আহমেদের না খেলা প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, ‘তাসকিনের কাঁধের একটা ইনজুরি তো আছেই। কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে তাঁকে যত দূর খেলানো যায়, সেভাবেই খেলছে। এ জন্য তাঁকে আগেও বিশ্রাম দেওয়া হয়েছে।’
তাসকিনের চিঠির বিষয়ে তিনি বলেন, ‘তাসকিন আমাদের একটি চিঠি দিয়েছে। যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আছে (টি–টোয়েন্টি), সাদা বলের অন্যান্য ফরম্যাটের খেলা আছে। তাই তাসকিন চাচ্ছে, এই সিরিজে তাঁকে বিবেচনা না করলে ভালো হয়, যেহেতু সে ওয়ার্ল্ড কাপে ভালোভাবে খেলতে চায়। তাই প্রস্তুতি নেওয়ার জন্য এই সিরিজে সে লংগার ভার্সন খেলতে চাচ্ছে না।’
অর্থাৎ তাসকিন শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজে টেস্ট ম্যাচ খেলতে চাচ্ছে না। তাসকিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে জালাল ইউনুস ওই দিন কোনো মন্তব্য করেননি।
এ ছাড়া তাসকিন আহমেদের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে টেস্ট থেকে তাঁর অবসর ঘোষণা নিয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তাঁর ফেসবুক অ্যাকাউন্টে সবশেষ গত ২ ফেব্রুয়ারি পোস্ট করা হয়। পোস্টটি চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে।
সুতরাং, টেস্ট থেকে তাসকিন আহমেদের অবসর ঘোষণার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি সঠিক নয়।
ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সঙ্গে লড়ছেন বাংলাদেশ ক্রিকেটের পেস বোলিংয়ের অন্যতম ভরসা তাসকিন আহমেদ। বারবার মাঠ থেকে ছিটকে গেছেন। সর্বশেষ ওয়ান ডে বিশ্বকাপেও খেলেছেন চোট নিয়ে। ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বিশ্রামে ছিলেন তিনি। খেলেননি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে ও দেশটিতে অনুষ্ঠিত সিরিজেও। তবে চলমান বিপিএল দিয়ে তাসকিন ফিরেছেন মাঠে।
এর মধ্যেই গত ৪ ফেব্রুয়ারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসকিনের টেস্ট থেকে অবসরের ঘোষণার একটি তথ্য ভাইরাল হয়েছে। ওই দিন সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ক্রিকেট এক্সডি নামের একটি ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, ‘টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন তাসকিন’। কমেন্টবক্সে পেজটি থেকে আরও বলা হয়, ‘ইনজুরির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’
আরও বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজের পোস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের বরাত দিয়ে বলা হচ্ছে, তিনি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন, টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন তাসকিন আহমেদ।
আসলেই কি তাসকিন আহমেদ টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন?
দাবিটির সত্যতা যাচাইয়ে ফেসবুক পোস্টগুলোর সূত্রে ক্রিকেট বিষয়ক সংবাদ–ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে গত ৩ ফেব্রুয়ারি ‘টেস্ট ক্রিকেটে বিবেচনা না করার জন্য অনুরোধ তাসকিনের’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসকে উদ্ধৃত করে বলা হয়, তিনি গত শনিবার (৩ ফেব্রুয়ারি) ক্রিকবাজকে জানিয়েছেন, তাসকিন টেস্ট ক্রিকেট খেলতে চান না উল্লেখ করে বিসিবিকে চিঠি দিয়েছেন। চলমান বিপিএল শেষে বিসিবি তাঁর সঙ্গে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
গত ৩ ফেব্রুয়ারি তাসকিনের বিষয়ে জালাল ইউনুসের সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারের একটি অডিও আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের হাতে এসেছে। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে তাসকিন আহমেদের না খেলা প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, ‘তাসকিনের কাঁধের একটা ইনজুরি তো আছেই। কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে তাঁকে যত দূর খেলানো যায়, সেভাবেই খেলছে। এ জন্য তাঁকে আগেও বিশ্রাম দেওয়া হয়েছে।’
তাসকিনের চিঠির বিষয়ে তিনি বলেন, ‘তাসকিন আমাদের একটি চিঠি দিয়েছে। যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আছে (টি–টোয়েন্টি), সাদা বলের অন্যান্য ফরম্যাটের খেলা আছে। তাই তাসকিন চাচ্ছে, এই সিরিজে তাঁকে বিবেচনা না করলে ভালো হয়, যেহেতু সে ওয়ার্ল্ড কাপে ভালোভাবে খেলতে চায়। তাই প্রস্তুতি নেওয়ার জন্য এই সিরিজে সে লংগার ভার্সন খেলতে চাচ্ছে না।’
অর্থাৎ তাসকিন শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজে টেস্ট ম্যাচ খেলতে চাচ্ছে না। তাসকিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে জালাল ইউনুস ওই দিন কোনো মন্তব্য করেননি।
এ ছাড়া তাসকিন আহমেদের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে টেস্ট থেকে তাঁর অবসর ঘোষণা নিয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তাঁর ফেসবুক অ্যাকাউন্টে সবশেষ গত ২ ফেব্রুয়ারি পোস্ট করা হয়। পোস্টটি চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে।
সুতরাং, টেস্ট থেকে তাসকিন আহমেদের অবসর ঘোষণার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি সঠিক নয়।
ময়মনসিংহের ‘ফুলবাড়ীয়ায় ক্যানসার প্রতিরোধক করোসল গাছের পাতা সংগ্রহে ভিড়’ শিরোনামে ২০২৩ সালের ৫ জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করে একটি দৈনিক। তাতে দাবি করা হয়, ক্যানসার প্রতিরোধক হিসেবে পরিচিত করোসল ফলের গাছের পাতা সংগ্রহে ভিড় করছেন রোগীদের স্বজনেরা।
১২ ঘণ্টা আগেভোলার বোরহানউদ্দিনে এইচপিভি টিকাদান কর্মসূচি চলাকালে অর্ধশত স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে, এ শিক্ষার্থীদের দেওয়া টিকাগুলো ‘বিষাক্ত’ ছিল। এর প্রভাবে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা।
১৭ ঘণ্টা আগেদাবিটির সত্যতা যাচাইয়ে ভয়েস অব আমেরিকার ওয়েবসাইটে গত শুক্রবার (২৫ অক্টোবর) ‘ক্ষমতাচ্যুত বাংলাদেশি প্রধানমন্ত্রী হাসিনার দল বিক্ষোভের পরিকল্পনা করছে’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
২ দিন আগেসোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি মন্তব্যে দাবি করা হচ্ছে, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা জনগণের লাশের বন্যা ও মৃত্যু চাননি। তাই তিনি পদত্যাগ না করেই ভারতে চলে যান।
৩ দিন আগে