ফ্যাক্টচেক ডেস্ক
‘৮ বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির!’— দেশীয় এক সংবাদমাধ্যমের একটি সংবাদের ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা দম্পতির ছবি রয়েছে। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৬ মিনিটে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ফটোকার্ডটি প্রচার করে সংবাদমাধ্যমটি। বেলা ২টা পর্যন্ত ফটোকার্ডটিতে রিয়েকশন পড়েছে ১৯ হাজার, ফটোকার্ডটি শেয়ার হয়েছে প্রায় ৩ শত বার। আর কমেন্ট বক্সে মন্তব্য পড়েছে সাড়ে ৩ হাজারের বেশি। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের কোহলি-আনুশকা দম্পতির সংসার ভেঙে যাওয়ার দিকে ইঙ্গিত করে মন্তব্য করতে দেখা গেছে।
ওয়াফিয়া তাইয়েবা নামে একজন লিখেছেন, ‘আমি দেখিনি মিডিয়ার মানুষগুলো বেশিদিন এক সঙ্গে থাকতে।’ মানিক রতন নামে একজন লিখেছেন, ‘এত ভালোবাসা, টাকা পয়সা সুখ্যাতি, তারকা হওয়ার পরও এমন অবস্থা। আল্লাহ জানে আমাদের কপালে কি আছে!’ মোহাম্মদ শিমুল ইসলাম লিখেছেন, ‘এদের সম্পর্ক এত বছর টিকে আছে এটাই অনেক।’
সংবাদমাধ্যমটির ফটোকার্ডটি নিজের টাইমলাইনে শেয়ার করে আরএস রিফাত আহমেদ রাজ লিখেন, ‘৮ বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির! এত কিউটের ডিব্বা তাও ছাইড়া দেয়, আমাদের বৌ তো বট গাছের পেত্নী তাহলে আমাদের সম্পর্ক টিকিয়ে রাখার চিন্তা মানেই বিলাসিতা।’
রিয়া মাহমুদ নামে একজন কোহলি-আনুশকা দম্পতির ভিন্ন একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘৮ বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির! এমনই একটি নিউজ আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এত ভালোবাসা, টাকা পয়সা সুখ্যাতি, তারকা হওয়ার পরও এমন অবস্থা!’
আসলেই কি কোহলি-আনুশকা দম্পতির সংসার ভাঙল? কি আছে সংবাদমাধ্যমটির ভেতরের খবরে?
সংবাদমাধ্যমটির কমেন্টবক্স থেকে প্রতিবেদনটির লিংকে প্রবেশ করে দেখা যায়, সেখানেও থাম্বনেইলে কোহলি-আনুশকা দম্পতির ছবি রয়েছে।
বিস্তারিত অংশে প্রতিবেদনটির শুরুতেই উল্লেখ করা, ‘ব্যক্তিগত কারণে’ আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুটা দূরে আছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। হোম ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটি টেস্টে খেলেননি তিনি। গণমাধ্যমে গুঞ্জন, ইংলিশদের বিপক্ষে পুরো টেস্ট সিরিজেই খেলবেন না কোহলি। যদিও সিরিজের শেষ তিন টেস্ট ম্যাচের স্কোয়াড এখনো ঘোষণা হয়নি। তাই শেষ তিন টেস্টে তাকে পাওয়া যাবে কি না, তা নিয়েই তীব্র জল্পনা চলছে। এরই মাঝে মাঠের বাইরের ভারতীয় এই ব্যাটারের বড় অঙ্কের আর্থিক কার্যকলাপ প্রকাশ্যে। বেনামি সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, কোহলি ‘পুমা ইন্ডিয়ার সঙ্গে তার দীর্ঘ অংশীদারিত্ব শেষ করার পথে’।
ভারতীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে দেশীয় সংবাদ মাধ্যমটি জানায়, ‘পুমা ব্র্যান্ডটির সঙ্গে কোহলির সম্পর্ক ৭ বছরের। এই ব্র্যান্ডের সঙ্গে ২০১৭ সালে ১১০ কোটি টাকার একটি চুক্তি হয়েছিল; যা ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে আলোচিত একটি বিজ্ঞাপনী চুক্তি।’
সংবাদমাধ্যমটির এ প্রতিবেদন থেকে স্পষ্ট, মূলত সংবাদটি বিরাট কোহলির সঙ্গে জুতা এবং ক্রীড়া পোশাক কোম্পানি পুমার সম্পর্ক শেষ হয়ে যাওয়ার দাবি প্রসঙ্গে। বিরাট কোহলির সঙ্গে পুমার সম্পর্ক শেষের তথ্যটি প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস, দ্য ইকোনমিস টাইমস পুমা ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক কার্তিক বালাগপালানের বরাত দিয়ে দাবি করে, বিরাট কোহলির সঙ্গে পুমা ইন্ডিয়ার সম্পর্ক চলমান।
সুতরাং, বিরাট কোহলির সঙ্গে জুতা এবং ক্রীড়া পোশাক কোম্পানি পুমার সম্পর্ক শেষ হয়ে যাওয়ার দাবির সংবাদের ফটোকার্ড ও থাম্বনেইলে কোহলি-আনুশকা দম্পতির ছবি ব্যবহার করায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা পুরো সংবাদ না পড়ার কারণে স্পষ্টত বিভ্রান্ত হচ্ছেন।
প্রসঙ্গত, এই প্রতিবেদন তৈরিতে বিরাট কোহলির সঙ্গে পুমা ইন্ডিয়ার সম্পর্ক ছিন্নের দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
‘৮ বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির!’— দেশীয় এক সংবাদমাধ্যমের একটি সংবাদের ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা দম্পতির ছবি রয়েছে। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৬ মিনিটে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ফটোকার্ডটি প্রচার করে সংবাদমাধ্যমটি। বেলা ২টা পর্যন্ত ফটোকার্ডটিতে রিয়েকশন পড়েছে ১৯ হাজার, ফটোকার্ডটি শেয়ার হয়েছে প্রায় ৩ শত বার। আর কমেন্ট বক্সে মন্তব্য পড়েছে সাড়ে ৩ হাজারের বেশি। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের কোহলি-আনুশকা দম্পতির সংসার ভেঙে যাওয়ার দিকে ইঙ্গিত করে মন্তব্য করতে দেখা গেছে।
ওয়াফিয়া তাইয়েবা নামে একজন লিখেছেন, ‘আমি দেখিনি মিডিয়ার মানুষগুলো বেশিদিন এক সঙ্গে থাকতে।’ মানিক রতন নামে একজন লিখেছেন, ‘এত ভালোবাসা, টাকা পয়সা সুখ্যাতি, তারকা হওয়ার পরও এমন অবস্থা। আল্লাহ জানে আমাদের কপালে কি আছে!’ মোহাম্মদ শিমুল ইসলাম লিখেছেন, ‘এদের সম্পর্ক এত বছর টিকে আছে এটাই অনেক।’
সংবাদমাধ্যমটির ফটোকার্ডটি নিজের টাইমলাইনে শেয়ার করে আরএস রিফাত আহমেদ রাজ লিখেন, ‘৮ বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির! এত কিউটের ডিব্বা তাও ছাইড়া দেয়, আমাদের বৌ তো বট গাছের পেত্নী তাহলে আমাদের সম্পর্ক টিকিয়ে রাখার চিন্তা মানেই বিলাসিতা।’
রিয়া মাহমুদ নামে একজন কোহলি-আনুশকা দম্পতির ভিন্ন একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘৮ বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির! এমনই একটি নিউজ আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এত ভালোবাসা, টাকা পয়সা সুখ্যাতি, তারকা হওয়ার পরও এমন অবস্থা!’
আসলেই কি কোহলি-আনুশকা দম্পতির সংসার ভাঙল? কি আছে সংবাদমাধ্যমটির ভেতরের খবরে?
সংবাদমাধ্যমটির কমেন্টবক্স থেকে প্রতিবেদনটির লিংকে প্রবেশ করে দেখা যায়, সেখানেও থাম্বনেইলে কোহলি-আনুশকা দম্পতির ছবি রয়েছে।
বিস্তারিত অংশে প্রতিবেদনটির শুরুতেই উল্লেখ করা, ‘ব্যক্তিগত কারণে’ আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুটা দূরে আছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। হোম ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটি টেস্টে খেলেননি তিনি। গণমাধ্যমে গুঞ্জন, ইংলিশদের বিপক্ষে পুরো টেস্ট সিরিজেই খেলবেন না কোহলি। যদিও সিরিজের শেষ তিন টেস্ট ম্যাচের স্কোয়াড এখনো ঘোষণা হয়নি। তাই শেষ তিন টেস্টে তাকে পাওয়া যাবে কি না, তা নিয়েই তীব্র জল্পনা চলছে। এরই মাঝে মাঠের বাইরের ভারতীয় এই ব্যাটারের বড় অঙ্কের আর্থিক কার্যকলাপ প্রকাশ্যে। বেনামি সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, কোহলি ‘পুমা ইন্ডিয়ার সঙ্গে তার দীর্ঘ অংশীদারিত্ব শেষ করার পথে’।
ভারতীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে দেশীয় সংবাদ মাধ্যমটি জানায়, ‘পুমা ব্র্যান্ডটির সঙ্গে কোহলির সম্পর্ক ৭ বছরের। এই ব্র্যান্ডের সঙ্গে ২০১৭ সালে ১১০ কোটি টাকার একটি চুক্তি হয়েছিল; যা ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে আলোচিত একটি বিজ্ঞাপনী চুক্তি।’
সংবাদমাধ্যমটির এ প্রতিবেদন থেকে স্পষ্ট, মূলত সংবাদটি বিরাট কোহলির সঙ্গে জুতা এবং ক্রীড়া পোশাক কোম্পানি পুমার সম্পর্ক শেষ হয়ে যাওয়ার দাবি প্রসঙ্গে। বিরাট কোহলির সঙ্গে পুমার সম্পর্ক শেষের তথ্যটি প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস, দ্য ইকোনমিস টাইমস পুমা ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক কার্তিক বালাগপালানের বরাত দিয়ে দাবি করে, বিরাট কোহলির সঙ্গে পুমা ইন্ডিয়ার সম্পর্ক চলমান।
সুতরাং, বিরাট কোহলির সঙ্গে জুতা এবং ক্রীড়া পোশাক কোম্পানি পুমার সম্পর্ক শেষ হয়ে যাওয়ার দাবির সংবাদের ফটোকার্ড ও থাম্বনেইলে কোহলি-আনুশকা দম্পতির ছবি ব্যবহার করায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা পুরো সংবাদ না পড়ার কারণে স্পষ্টত বিভ্রান্ত হচ্ছেন।
প্রসঙ্গত, এই প্রতিবেদন তৈরিতে বিরাট কোহলির সঙ্গে পুমা ইন্ডিয়ার সম্পর্ক ছিন্নের দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ময়মনসিংহের ‘ফুলবাড়ীয়ায় ক্যানসার প্রতিরোধক করোসল গাছের পাতা সংগ্রহে ভিড়’ শিরোনামে ২০২৩ সালের ৫ জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করে একটি দৈনিক। তাতে দাবি করা হয়, ক্যানসার প্রতিরোধক হিসেবে পরিচিত করোসল ফলের গাছের পাতা সংগ্রহে ভিড় করছেন রোগীদের স্বজনেরা।
২০ ঘণ্টা আগেভোলার বোরহানউদ্দিনে এইচপিভি টিকাদান কর্মসূচি চলাকালে অর্ধশত স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে, এ শিক্ষার্থীদের দেওয়া টিকাগুলো ‘বিষাক্ত’ ছিল। এর প্রভাবে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা।
১ দিন আগেদাবিটির সত্যতা যাচাইয়ে ভয়েস অব আমেরিকার ওয়েবসাইটে গত শুক্রবার (২৫ অক্টোবর) ‘ক্ষমতাচ্যুত বাংলাদেশি প্রধানমন্ত্রী হাসিনার দল বিক্ষোভের পরিকল্পনা করছে’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
২ দিন আগেসোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি মন্তব্যে দাবি করা হচ্ছে, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা জনগণের লাশের বন্যা ও মৃত্যু চাননি। তাই তিনি পদত্যাগ না করেই ভারতে চলে যান।
৪ দিন আগে