হলিউড তারকাদের সঙ্গে মিঠুন চক্রবর্তী! ভাইরাল ছবিটির নেপথ্যে কি

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৬: ৩৮
Thumbnail image

হলিউড তারকাদের সাথে এক ফ্রেমে মিঠুন চক্রবর্তী! ক্যাপশনে সামাজিক যোগাযাগ মাধ্যমে ভারতীয় অভিনেতা ও প্রযোজক মিঠুন চক্রবর্তীর একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে হলিউড চলচ্চিত্র ‘ডেডপুল থ্রি’র অভিনেতাদের সঙ্গে মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে। সুমন দত্ত নামের ভেরিফায়েড ফেসবুক পেজে গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মিঠুন চক্রবর্তীর ভাইরাল ছবিটি পোস্ট করা হয়। এতে আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত ২৯ হাজারের বেশি রিয়েকশন পড়েছে, এটি শেয়ার হয়েছে প্রায় চার শ বার।

আসলেই কি ডেডপুল থ্রির অভিনেতাদের সঙ্গে একই ফ্রেমে ছিলেন মিঠুন চক্রবর্তী? 

ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে ২০২৩ সালের ১২ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে ভাইরাল ছবিটি ছাড়াও চলচ্চিত্র ডেডপুল থ্রিয়ের আরও অনেকগুলো ছবি পাওয়া যায়। 

ডেডপুল থ্রিয়ের অভিনেতাদের একটি গ্রুপ ছবি সম্পদনা করে ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছে। ছবি: ডেইলি মেইল 

জার্মান ভাষার সংবাদ মাধ্যম গালাতেও একইদিনে প্রকাশিত এক প্রতিবেদনে ভাইরাল ছবিটি পাওয়া যায়। ছবিগুলোর কোথাও মিঠুন চক্রবর্তীর উপস্থিতি দেখা যায় না। ভারতীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান অল্ট নিউজের সহপ্রতিষ্ঠাতা মুহাম্মদ জোবায়ের তাঁর ভেরিফায়েড এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) গত ১০ ফেব্রুয়ারি মিঠুন চক্রবর্তীর ভাইরাল ছবিটি টুইট করে জানান, ডেডপুল থ্রিয়ের অভিনেতাদের সঙ্গে মিঠুন চক্রবর্তীর উপস্থিতির ছবিটি এডিট করা। 

পরে আরও খুঁজে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে ২০২২ সালের ২৪ জুলাই মিঠুন চক্রবর্তীকে নিয়ে করা একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে ডেডপুল থ্রিয়ের অভিনেতাদের সঙ্গে থাকা মিঠুন চক্রবর্তীর ছবিটি পাওয়া যায়। 

মিঠুন চক্রবর্তী ও ডেডপুল থ্রিয়ের অভিনেতাদের দুটি ভিন্ন ছবি এডিট করে আলোচিত ভাইরাল ছবিটি তৈরি। ছবি: পোসটোস্ট

এ ছাড়া পোসটোস্ট নামের আরেকটি ভারতীয় ওয়েবসাইটে ২০২১ সালের ২১শে এপ্রিলে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে মিঠুন চক্রবর্তীর একই ছবি পাওয়া যায়। প্রতিবেদনটি ছিল অভিনেতা মিঠুনের ফ্যাশন সচেতনতা নিয়ে। এখানেও মিঠুনকে ভাইরাল ছবিটির মতো একই পোশাক অর্থাৎ লাল কালো পোশাক এবং একই রঙের বুট জুতা পরিহিত অবস্থায় দেখা যায়। 

অর্থাৎ মিঠুন চক্রবর্তী ও ডেডপুল থ্রিয়ের অভিনেতাদের দুটি ভিন্ন ছবি এডিট করে আলোচিত ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত