ফ্যাক্টচেক ডেস্ক
ভারতের সবচেয়ে বড় মসজিদ নির্মাণের জন্য পর্তুগালের বিশ্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ৪৫ কোটি টাকা দিয়েছেন। সেই সঙ্গে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন—এমন তথ্য উল্লেখ করে ফেসবুক ও টিকটকে একটি বেসরকারি টিভি চ্যানেলের লোগো সংবলিত ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডটিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর ছবি এবং তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে রমজানের শুভেচ্ছা জানিয়ে দেওয়া টুইটের স্ক্রিনশটও দেখা যায়।
ফটোকার্ডটি ব্যবহার করে টিকটকে মুহাম্মদ তারিফুল ইসলাম তামিম (Md TARIFUL Islam Tamim) নামের একটি অ্যাকাউন্ট থেকে সম্প্রতি পোস্ট করা একটি শর্ট ভিডিও আজ শনিবার (২ মার্চ) রাত ৮টা পর্যন্ত ৫১ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি শেয়ার হয়েছে শতাধিকবার।
আসন্ন রমজানের শুভেচ্ছা জানিয়েছেন রোনালদো?
দাবিটির সত্যতা যাচাইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভেরিফায়েড ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্ট খুঁজে আসন্ন রমজান উপলক্ষে তাঁর কোনো শুভেচ্ছা বার্তা পাওয়া যায়নি। পরে কি–ওয়ার্ড অনুসন্ধানে ফেসবুকে বেসরকারি টিভি চ্যানেল২৪–এর ভেরিফায়েড ফেসবুক পেজে গত বছরের ২৩ মার্চ পোস্ট করা একটি ফটোকার্ড পাওয়া যায়।
এই সূত্রে ক্রিশ্চিয়ানো রোনালদোর এক্স অ্যাকাউন্ট খুঁজে একই দিনে রোনালদোর টুইটটি পাওয়া যায়। অর্থাৎ পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আসন্ন রমজান উপলক্ষে এখনো কোনো শুভেচ্ছা বার্তা দেননি। ফেসবুক ও টিকটকে ভাইরাল হওয়া ফটোকার্ড এবং টুইটটি ২০২৩ সালের।
ভারতের অযোধ্যায় মসজিদ নির্মাণে ৪৫ কোটি টাকা দিয়েছেন রোনালদো?
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক বিভিন্ন কি–ওয়ার্ড দিয়ে অনুসন্ধানে কিছু ইউটিউব চ্যানেলে ক্রিশ্চিয়ানো রোনালদোর অযোধ্যায় মসজিদ নির্মাণে ৪৫ কোটি টাকা দেওয়ার দাবি সম্পর্কিত ভিডিও পাওয়া যায়।
এর মধ্যে ‘Faishal786’ নামের একটি চ্যানেলে গত ২২ ফেব্রুয়ারি পোস্ট করা ১৫ সেকেন্ডের একটি ভিডিওতে বলা হয়, ক্রিশ্চিয়ানো রোনালদো অযোধ্যায় নির্মিতব্য মসজিদের জন্য ৪৫ কোটি টাকা দিয়েছেন। তবে ভিডিওটিতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
‘এভ্রিথিং ভিডিওজ (Everythingvideos)’ নামের আরেকটি ইউটিউব চ্যানেলে গত ২৪ ফেব্রুয়ারি ‘CRISTIANO RONALDO DONATE MONEY FOR AYODHYA MOSQUE REAL NEWS OR FAKE’ শিরোনামে ৪৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ইউটিউব চ্যানেলটির লোকেশন দেওয়া আছে পাকিস্তান।
উর্দু ভাষায় পোস্ট করা ভিডিওটিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর অযোধ্যায় মসজিদ নির্মাণে ৪৫ কোটি টাকা দেওয়ার দাবিটি প্রসঙ্গে বলা হয়েছে, এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এটি সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। কারণ, ক্রিশ্চিয়ানো রোনালদো বিভিন্ন সময় মুসলমানদের সহযোগিতা করেছেন। তবে রোনালদোর ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খুঁজে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে প্রাসঙ্গিক বিভিন্ন কি–ওয়ার্ড দিয়ে অনুসন্ধানে ভারতসহ আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমেও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ভারতের অযোধ্যায় মুহাম্মদ বিন আব্দুল্লাহ মসজিদ নামে মসজিদটি নির্মাণে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন নামে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। আদালতের রায়ে অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে রামমন্দির আর কিছু দূরে একটি স্থানে মুসলমানদের জন্য মসজিদ নির্মাণের কথা। রামমন্দির নির্মাণ প্রায় শেষের দিকে। মসজিদ নির্মাণের কাজ শুরু হয়নি। মসজিদটির নাম ঠিক করা হয়েছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর নামে।
মসজিদ নির্মাণের জন্য তৈরি ট্রাস্টটির নামে খোলা ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্টে রোনালদোর দান সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ক্রিশ্চিয়ানো রোনালদো ভারতে মসজিদ নির্মাণে অর্থ দান করলে সেটি ভারতীয় সংবাদ মাধ্যমসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আগে প্রচার হওয়ার কথা। যেমন, ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফাতে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুদান নিয়ে একটি সংবাদ পাওয়া যায়। এ থেকে জানা যায়, ওই সময় রোনালদো গাজার স্কুলগুলোর জন্য ২ হাজার ৪০০ ইউরো দান করেন।
রোনালদোর দান নিয়েও বিভিন্ন সময় ইন্টারনেটে মিথ্যা তথ্য প্রচার হতে দেখা যায়। যেমন, বার্তা সংস্থা এপির সূত্রে জানা যায়, ২০১৯ সালে রমজান মাসে ফিলিস্তিনে রোনালদোর ১৫ লাখ ইউরো দান করার মিথ্যা দাবি প্রচার করা হয়। মূলত, ২০১৫ সালের ১৫ মে ‘9sportpro’ নামের একটি ওয়েবসাইটে খবরটি প্রকাশের পরই তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে জানা যায়, ২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর ইন্টারনেটে ছড়িয়ে পড়ে যে, রোনালদো নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় ৮০ লাখ ডলার দান করেছেন। তবে পরে সেভ দ্য চিলড্রেন জানায়, রোনালদো নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের অর্থ তুলতে প্রচার চালালেও উল্লেখিত অর্থ দান করেনি।
এসব তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট যে, ক্রিশ্চিয়ানো রোনালদো ভারতে মসজিদ নির্মাণে অর্থ দান যদি করেই থাকতেন তাহলে সেটি মূল ধারার সংবাদ মাধ্যমে নিশ্চয়ই প্রচার পেত। সোশ্যাল মিডিয়াতে কোনো সূত্র ছাড়াই এ সম্পর্কিত ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে।
ভারতের সবচেয়ে বড় মসজিদ নির্মাণের জন্য পর্তুগালের বিশ্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ৪৫ কোটি টাকা দিয়েছেন। সেই সঙ্গে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন—এমন তথ্য উল্লেখ করে ফেসবুক ও টিকটকে একটি বেসরকারি টিভি চ্যানেলের লোগো সংবলিত ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডটিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর ছবি এবং তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে রমজানের শুভেচ্ছা জানিয়ে দেওয়া টুইটের স্ক্রিনশটও দেখা যায়।
ফটোকার্ডটি ব্যবহার করে টিকটকে মুহাম্মদ তারিফুল ইসলাম তামিম (Md TARIFUL Islam Tamim) নামের একটি অ্যাকাউন্ট থেকে সম্প্রতি পোস্ট করা একটি শর্ট ভিডিও আজ শনিবার (২ মার্চ) রাত ৮টা পর্যন্ত ৫১ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি শেয়ার হয়েছে শতাধিকবার।
আসন্ন রমজানের শুভেচ্ছা জানিয়েছেন রোনালদো?
দাবিটির সত্যতা যাচাইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভেরিফায়েড ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্ট খুঁজে আসন্ন রমজান উপলক্ষে তাঁর কোনো শুভেচ্ছা বার্তা পাওয়া যায়নি। পরে কি–ওয়ার্ড অনুসন্ধানে ফেসবুকে বেসরকারি টিভি চ্যানেল২৪–এর ভেরিফায়েড ফেসবুক পেজে গত বছরের ২৩ মার্চ পোস্ট করা একটি ফটোকার্ড পাওয়া যায়।
এই সূত্রে ক্রিশ্চিয়ানো রোনালদোর এক্স অ্যাকাউন্ট খুঁজে একই দিনে রোনালদোর টুইটটি পাওয়া যায়। অর্থাৎ পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আসন্ন রমজান উপলক্ষে এখনো কোনো শুভেচ্ছা বার্তা দেননি। ফেসবুক ও টিকটকে ভাইরাল হওয়া ফটোকার্ড এবং টুইটটি ২০২৩ সালের।
ভারতের অযোধ্যায় মসজিদ নির্মাণে ৪৫ কোটি টাকা দিয়েছেন রোনালদো?
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক বিভিন্ন কি–ওয়ার্ড দিয়ে অনুসন্ধানে কিছু ইউটিউব চ্যানেলে ক্রিশ্চিয়ানো রোনালদোর অযোধ্যায় মসজিদ নির্মাণে ৪৫ কোটি টাকা দেওয়ার দাবি সম্পর্কিত ভিডিও পাওয়া যায়।
এর মধ্যে ‘Faishal786’ নামের একটি চ্যানেলে গত ২২ ফেব্রুয়ারি পোস্ট করা ১৫ সেকেন্ডের একটি ভিডিওতে বলা হয়, ক্রিশ্চিয়ানো রোনালদো অযোধ্যায় নির্মিতব্য মসজিদের জন্য ৪৫ কোটি টাকা দিয়েছেন। তবে ভিডিওটিতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
‘এভ্রিথিং ভিডিওজ (Everythingvideos)’ নামের আরেকটি ইউটিউব চ্যানেলে গত ২৪ ফেব্রুয়ারি ‘CRISTIANO RONALDO DONATE MONEY FOR AYODHYA MOSQUE REAL NEWS OR FAKE’ শিরোনামে ৪৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ইউটিউব চ্যানেলটির লোকেশন দেওয়া আছে পাকিস্তান।
উর্দু ভাষায় পোস্ট করা ভিডিওটিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর অযোধ্যায় মসজিদ নির্মাণে ৪৫ কোটি টাকা দেওয়ার দাবিটি প্রসঙ্গে বলা হয়েছে, এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এটি সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। কারণ, ক্রিশ্চিয়ানো রোনালদো বিভিন্ন সময় মুসলমানদের সহযোগিতা করেছেন। তবে রোনালদোর ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খুঁজে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে প্রাসঙ্গিক বিভিন্ন কি–ওয়ার্ড দিয়ে অনুসন্ধানে ভারতসহ আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমেও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ভারতের অযোধ্যায় মুহাম্মদ বিন আব্দুল্লাহ মসজিদ নামে মসজিদটি নির্মাণে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন নামে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। আদালতের রায়ে অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে রামমন্দির আর কিছু দূরে একটি স্থানে মুসলমানদের জন্য মসজিদ নির্মাণের কথা। রামমন্দির নির্মাণ প্রায় শেষের দিকে। মসজিদ নির্মাণের কাজ শুরু হয়নি। মসজিদটির নাম ঠিক করা হয়েছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর নামে।
মসজিদ নির্মাণের জন্য তৈরি ট্রাস্টটির নামে খোলা ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্টে রোনালদোর দান সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ক্রিশ্চিয়ানো রোনালদো ভারতে মসজিদ নির্মাণে অর্থ দান করলে সেটি ভারতীয় সংবাদ মাধ্যমসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আগে প্রচার হওয়ার কথা। যেমন, ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফাতে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুদান নিয়ে একটি সংবাদ পাওয়া যায়। এ থেকে জানা যায়, ওই সময় রোনালদো গাজার স্কুলগুলোর জন্য ২ হাজার ৪০০ ইউরো দান করেন।
রোনালদোর দান নিয়েও বিভিন্ন সময় ইন্টারনেটে মিথ্যা তথ্য প্রচার হতে দেখা যায়। যেমন, বার্তা সংস্থা এপির সূত্রে জানা যায়, ২০১৯ সালে রমজান মাসে ফিলিস্তিনে রোনালদোর ১৫ লাখ ইউরো দান করার মিথ্যা দাবি প্রচার করা হয়। মূলত, ২০১৫ সালের ১৫ মে ‘9sportpro’ নামের একটি ওয়েবসাইটে খবরটি প্রকাশের পরই তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে জানা যায়, ২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর ইন্টারনেটে ছড়িয়ে পড়ে যে, রোনালদো নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় ৮০ লাখ ডলার দান করেছেন। তবে পরে সেভ দ্য চিলড্রেন জানায়, রোনালদো নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের অর্থ তুলতে প্রচার চালালেও উল্লেখিত অর্থ দান করেনি।
এসব তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট যে, ক্রিশ্চিয়ানো রোনালদো ভারতে মসজিদ নির্মাণে অর্থ দান যদি করেই থাকতেন তাহলে সেটি মূল ধারার সংবাদ মাধ্যমে নিশ্চয়ই প্রচার পেত। সোশ্যাল মিডিয়াতে কোনো সূত্র ছাড়াই এ সম্পর্কিত ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে।
প্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
১০ ঘণ্টা আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
১৪ ঘণ্টা আগেসরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
১ দিন আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
২ দিন আগে