ফ্যাক্টচেক ডেস্ক
পাকিস্তানের জনপ্রিয় ধর্মপ্রচারক মাওলানা তারিক জামিল আহত হয়েছেন দাবি করে ফেসবুকে একজন রক্তাক্ত ব্যক্তি ও মাওলানা তারিক জামিলের ছবি সম্বলিত একটি পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে। ‘সময় নিউজ | ২৪ ঘন্টাই খবর’ নামের ৯ লাখ ৮০ হাজার সদস্যের একটি গ্রুপ থেকে পোস্টটি সবচেয়ে ভাইরাল হয়। গতকাল বুধবার (২০ মার্চ) রাত ৮টা ২৫ মিনিটে মুহাম্মদ লিমন আহমেদ নামে একটি অ্যাকাউন্ট থেকে তারিক জামিল আহত হয়েছেন দাবিতে ভাইরাল পোস্টটি করা হয়। পোস্টটিতে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাল ৪টা পর্যন্ত ১১ হাজার রিয়েকশন পড়েছে, এটি শেয়ার হয়েছে ৩০০-এর বেশি এবং মন্তব্য পড়েছে দেড় হাজারের বেশি।
দাবিটির সত্যতা যাচাইয়ে মাওলানা তারিক জামিলের ভেরিফায়েড ফেসবুক, এক্সসহ (সাবেক টুইটার) অন্যান্য অ্যাকাউন্ট খুঁজে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর ফেসবুক পেজ থেকে সবশেষ গত ১৯ মার্চ (মঙ্গলবার) একটি রিল পোস্ট করা হয়। রিলটিতে তারিক জামিল রমজানে ২০ রাকাত তারাবি নামাজ পড়া এবং এর সওয়াব নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের কোনো সংবাদ মাধ্যমেও তারিক জামিলের সড়ক দুর্ঘটনায় পড়া এবং আহত হওয়ার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও খুঁজে পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক ডেইলি পাকিস্তানে ২০২১ সালের ১৫ নভেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে জানা যায়, ওই সময় ইসলামী চিন্তাবিদ মাওলানা তারিক জামিল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন দাবিতে একটি তথ্য ছবিসহ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ছবিতে রক্তে ভেজা এক ব্যক্তির ছবি দেখা যাচ্ছে। এই তথ্য ও ছবি ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে মাওলানা তারিক জামিল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে নিশ্চিত করেন, তিনি সুস্থ আছেন এবং তাঁর সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার তথ্যটি মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিবেদনের সঙ্গে তারিক জামিলের পোস্টটিও যুক্ত করে দেওয়া হয়েছে।
ডেইলি পাকিস্তানের প্রতিবেদন থেকে আরও জানা যায়, ভাইরাল ছবিটিতে রক্তাক্ত দেহে যে ব্যক্তিকে দেখা যাচ্ছিল, তিনি তারিক জামিল নন। ভাইরাল হওয়া ছবিটি পুরনো এবং তারিক জামিলের সঙ্গে সাদৃশ্য রাখা ভিন্ন আরেক ব্যক্তির।
রিভার্স ইমেজ অনুসন্ধানে তাখলিক টিভি নামের একটি ইউটিউব চ্যানেলে এই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়। ইউটিউবে ভিডিওটি ২০১৯ সালের ৩১ মে পোস্ট করা হয়। ভিডিওটিতে ছবির ব্যক্তির পরিচয় উল্লেখ করা হয়েছে মাওলানা আজাদ জামিল। ওই সময় তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন।
আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) স্বীকৃত পাকিস্তানের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান সোচ ফ্যাক্টচেকে প্রকাশিত একটি প্রতিবেদন সূত্রে মাওলানা আজাদ জামিলের ফেসবুক অ্যাকাউন্টে ২০১৯ সালের ৩০ মে তারিক জামিল আহত হওয়ার দাবিতে প্রচারিত ভাইরাল ছবিটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ প্রায় ৫ বছরের পুরানো ভিন্ন এক ব্যক্তির ছবি শেয়ার করে পাকিস্তানের জনপ্রিয় ধর্মপ্রচারক মাওলানা তারিক জামিল আহত হয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে।
পাকিস্তানের জনপ্রিয় ধর্মপ্রচারক মাওলানা তারিক জামিল আহত হয়েছেন দাবি করে ফেসবুকে একজন রক্তাক্ত ব্যক্তি ও মাওলানা তারিক জামিলের ছবি সম্বলিত একটি পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে। ‘সময় নিউজ | ২৪ ঘন্টাই খবর’ নামের ৯ লাখ ৮০ হাজার সদস্যের একটি গ্রুপ থেকে পোস্টটি সবচেয়ে ভাইরাল হয়। গতকাল বুধবার (২০ মার্চ) রাত ৮টা ২৫ মিনিটে মুহাম্মদ লিমন আহমেদ নামে একটি অ্যাকাউন্ট থেকে তারিক জামিল আহত হয়েছেন দাবিতে ভাইরাল পোস্টটি করা হয়। পোস্টটিতে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাল ৪টা পর্যন্ত ১১ হাজার রিয়েকশন পড়েছে, এটি শেয়ার হয়েছে ৩০০-এর বেশি এবং মন্তব্য পড়েছে দেড় হাজারের বেশি।
দাবিটির সত্যতা যাচাইয়ে মাওলানা তারিক জামিলের ভেরিফায়েড ফেসবুক, এক্সসহ (সাবেক টুইটার) অন্যান্য অ্যাকাউন্ট খুঁজে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর ফেসবুক পেজ থেকে সবশেষ গত ১৯ মার্চ (মঙ্গলবার) একটি রিল পোস্ট করা হয়। রিলটিতে তারিক জামিল রমজানে ২০ রাকাত তারাবি নামাজ পড়া এবং এর সওয়াব নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের কোনো সংবাদ মাধ্যমেও তারিক জামিলের সড়ক দুর্ঘটনায় পড়া এবং আহত হওয়ার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও খুঁজে পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক ডেইলি পাকিস্তানে ২০২১ সালের ১৫ নভেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে জানা যায়, ওই সময় ইসলামী চিন্তাবিদ মাওলানা তারিক জামিল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন দাবিতে একটি তথ্য ছবিসহ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ছবিতে রক্তে ভেজা এক ব্যক্তির ছবি দেখা যাচ্ছে। এই তথ্য ও ছবি ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে মাওলানা তারিক জামিল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে নিশ্চিত করেন, তিনি সুস্থ আছেন এবং তাঁর সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার তথ্যটি মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিবেদনের সঙ্গে তারিক জামিলের পোস্টটিও যুক্ত করে দেওয়া হয়েছে।
ডেইলি পাকিস্তানের প্রতিবেদন থেকে আরও জানা যায়, ভাইরাল ছবিটিতে রক্তাক্ত দেহে যে ব্যক্তিকে দেখা যাচ্ছিল, তিনি তারিক জামিল নন। ভাইরাল হওয়া ছবিটি পুরনো এবং তারিক জামিলের সঙ্গে সাদৃশ্য রাখা ভিন্ন আরেক ব্যক্তির।
রিভার্স ইমেজ অনুসন্ধানে তাখলিক টিভি নামের একটি ইউটিউব চ্যানেলে এই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়। ইউটিউবে ভিডিওটি ২০১৯ সালের ৩১ মে পোস্ট করা হয়। ভিডিওটিতে ছবির ব্যক্তির পরিচয় উল্লেখ করা হয়েছে মাওলানা আজাদ জামিল। ওই সময় তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন।
আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) স্বীকৃত পাকিস্তানের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান সোচ ফ্যাক্টচেকে প্রকাশিত একটি প্রতিবেদন সূত্রে মাওলানা আজাদ জামিলের ফেসবুক অ্যাকাউন্টে ২০১৯ সালের ৩০ মে তারিক জামিল আহত হওয়ার দাবিতে প্রচারিত ভাইরাল ছবিটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ প্রায় ৫ বছরের পুরানো ভিন্ন এক ব্যক্তির ছবি শেয়ার করে পাকিস্তানের জনপ্রিয় ধর্মপ্রচারক মাওলানা তারিক জামিল আহত হয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। তাতে হাসিনাকে কথা বলতে শোনা যায়, গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার–পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
১৮ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও। সম্প্রতি সারজিস শিশু মডেল অভিনেত্রী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
১ দিন আগেপ্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
২ দিন আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
২ দিন আগে