ফ্যাক্টচেক ডেস্ক
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ব্যানার হাতে মিছিলের এক ছবি সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ব্যানারে লেখা, ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই।’ গত ২২ ফেব্রুয়ারি পিকেবিকে_আরএস (PKBK_RS) নামের টিকটক অ্যাকাউন্ট থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ব্যানার হাতে ছবিটি শর্ট ভিডিও আকারে পোস্ট করা হয়। সেটি আজ শুক্রবার (৮ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৪ লাখ ৩০ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি শেয়ার হয়েছে ৩০০ বারের কাছাকাছি, রিয়েকশন পড়েছে ছয় হাজারের বেশি।
মিছিলের ব্যানারের ছবিটি ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকেও শেয়ার হতে দেখা গেছে।
ব্যানারের ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে ২০১৯ সালের ৫ মে পোস্ট করা ভাইরাল ছবিটি পাওয়া যায়। পোস্টটি থেকে জানা যায়, ওই দিন রমজান মাসকে স্বাগত জানিয়ে মিছিল করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। মিছিলটি রাজধানীর পল্টন মোড় থেকে মিছিল শুরু করে কালভার্ট রোড এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
স্বাগত ওই মিছিলে ‘আহলান সাহলান মাহে রমজান’ স্লোগানের পাশাপাশি, টিভি-সিনেমায় অশ্লীল ছায়াছবি প্রদর্শন বন্ধ রাখা, দেয়ালে দেয়ালে সিনেমার অশ্লীল পোস্টার সাঁটানো বন্ধ রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখা ও খাদ্যে ভেজাল না দেওয়ার আহ্বান জানানো হয়।
পোস্টটির সঙ্গে যুক্ত দুটি ছবি পাওয়া যায়। ছবিগুলোতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘খোশ আমদেদ, মাহে রমজান। পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাগত মিছিল।’
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজেও একই ছবিগুলো পাওয়া যায়। ছবিগুলোর কোথাও ব্যানারে ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই’ শীর্ষক স্লোগান দেখা যায়নি।
স্পষ্টত, ২০১৯ সালে রমজান উপলক্ষে মাসটিকে স্বাগত জানিয়ে মিছিল করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ওই মিছিলের ব্যানারের ছবিকে এডিট করে সেখানে ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই’ শীর্ষক স্লোগান যুক্ত করে প্রচার করা হচ্ছে।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ব্যানার হাতে মিছিলের এক ছবি সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ব্যানারে লেখা, ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই।’ গত ২২ ফেব্রুয়ারি পিকেবিকে_আরএস (PKBK_RS) নামের টিকটক অ্যাকাউন্ট থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ব্যানার হাতে ছবিটি শর্ট ভিডিও আকারে পোস্ট করা হয়। সেটি আজ শুক্রবার (৮ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৪ লাখ ৩০ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি শেয়ার হয়েছে ৩০০ বারের কাছাকাছি, রিয়েকশন পড়েছে ছয় হাজারের বেশি।
মিছিলের ব্যানারের ছবিটি ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকেও শেয়ার হতে দেখা গেছে।
ব্যানারের ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে ২০১৯ সালের ৫ মে পোস্ট করা ভাইরাল ছবিটি পাওয়া যায়। পোস্টটি থেকে জানা যায়, ওই দিন রমজান মাসকে স্বাগত জানিয়ে মিছিল করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। মিছিলটি রাজধানীর পল্টন মোড় থেকে মিছিল শুরু করে কালভার্ট রোড এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
স্বাগত ওই মিছিলে ‘আহলান সাহলান মাহে রমজান’ স্লোগানের পাশাপাশি, টিভি-সিনেমায় অশ্লীল ছায়াছবি প্রদর্শন বন্ধ রাখা, দেয়ালে দেয়ালে সিনেমার অশ্লীল পোস্টার সাঁটানো বন্ধ রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখা ও খাদ্যে ভেজাল না দেওয়ার আহ্বান জানানো হয়।
পোস্টটির সঙ্গে যুক্ত দুটি ছবি পাওয়া যায়। ছবিগুলোতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘খোশ আমদেদ, মাহে রমজান। পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাগত মিছিল।’
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজেও একই ছবিগুলো পাওয়া যায়। ছবিগুলোর কোথাও ব্যানারে ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই’ শীর্ষক স্লোগান দেখা যায়নি।
স্পষ্টত, ২০১৯ সালে রমজান উপলক্ষে মাসটিকে স্বাগত জানিয়ে মিছিল করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ওই মিছিলের ব্যানারের ছবিকে এডিট করে সেখানে ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই’ শীর্ষক স্লোগান যুক্ত করে প্রচার করা হচ্ছে।
প্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
১১ ঘণ্টা আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
১৫ ঘণ্টা আগেসরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
১ দিন আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
২ দিন আগে