ফ্যাক্টচেক ডেস্ক
মাইকসদৃশ একটি বস্তুর ছবির সঙ্গে আজানের ধ্বনিসংবলিত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি আজানের ধ্বনি। বাংলাদেশ সেই চিরচেনা বেতারের আজানের সুর, যতই শুনি ততই ভালো লাগে।’
গত বুধবার (১০ এপ্রিল) প্রখ্যাত ভারতীয় ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের নাম ও ছবি ব্যবহার করে খোলা ৩ লাখের বেশি সদস্যের একটি ফেসবুক গ্রুপে এমন একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি পোস্ট করা হয় বাংলাদেশের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিমের নামে খোলা আরেকটি পেজ থেকে।
একই ভিডিও ২০২২ সালে ‘এশিয়ার সর্ববৃহৎ মাইক দিয়ে আজান দেওয়া হয় বাংলাদেশে। শুধুমাত্র আজানের সুর মুসল্লিদের কানে পৌঁছে দিতে বাংলাদেশ বেতারের স্থায়ী এই সিস্টেম’ দাবিতেও ফেসবুকে পোস্ট করা হয়েছে।
ভাইরাল মাইক-সদৃশ বস্তুটি কী? এটি কি বাংলাদেশে অবস্থিত বাংলাদেশ বেতারের তৈরি এশিয়ার সর্ববৃহৎ মাইক?
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ইন্দোনেশিয়ার ‘ট্রাভেলোপিডিয়া’ নামের একটি ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে মাইকসদৃশ বস্তুর ছবিটি পাওয়া যায়। বস্তুটি সম্পর্কে ওয়েবসাইটটিতে বলা হয়েছে, এটি একটি ট্রামপেট। ট্রামপেট হলো পিতলের তৈরি বাদ্যযন্ত্র বিশেষ, যা সাধারণত ধ্রুপদি এবং জ্যাজ সংগীতে ব্যবহৃত হয়। পৃথিবীর সবচেয়ে বড় ট্রামপেট হিসেবে এটির বিশ্ব রেকর্ড রয়েছে। ট্রামপেটটি ইন্দোনেশিয়ার উত্তর সোলাওয়েসি দ্বীপের টুম্পাসুতে পা ডিওর কালচারাল সেন্টারে অবস্থিত। এটি আজান দেওয়ার কাজে ব্যবহৃত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও খুঁজে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের ওয়েবসাইটে ট্রামপেটটি সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়। এখানে বলা হয়েছে, এটিই বিশ্বের সবচেয়ে বড় ট্রামপেট, যেটি বাজানোও যায়। এটি ৩২ মিটার বা প্রায় ১০৫ ফুট লম্বা। এতে ৫ দশমিক ২০ মিটার বা ১৭ ফুট ব্যাসের এবং ৬ দশমিক ৮ মিটার বা ২২ ফুট পরিধির একটি ঘণ্টা আছে। ট্রামপেটটি কম্প্রেসারের সাহায্যে বাজানো যায়।
এই ওয়েবসাইটেও ট্রামপেটটি আজান দেওয়ার কাজে ব্যবহৃত হওয়ার ব্যাপারে এখানে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইউটিউবের বিভিন্ন চ্যানেলে পা ডিওর কালচারাল সেন্টারে দর্শনার্থীদের ট্রামপেটটি বাজানোর বেশ কিছু ভিডিও খুঁজে পাওয়া যায়।
এসব ভিডিওতেও ট্রামপেটটি দিয়ে আজান দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, ‘বাংলাদেশে এশিয়ার সর্ববৃহৎ মাইক দিয়ে আজান দেওয়া হয়’ দাবিতে ভাইরাল ভিডিওটিতে থাকা বস্তুটি মূলত ট্রামপেট, যা ইন্দোনেশিয়ায় অবস্থিত। অনুসন্ধানে এর সঙ্গে আজান দেওয়ার কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
মাইকসদৃশ একটি বস্তুর ছবির সঙ্গে আজানের ধ্বনিসংবলিত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি আজানের ধ্বনি। বাংলাদেশ সেই চিরচেনা বেতারের আজানের সুর, যতই শুনি ততই ভালো লাগে।’
গত বুধবার (১০ এপ্রিল) প্রখ্যাত ভারতীয় ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের নাম ও ছবি ব্যবহার করে খোলা ৩ লাখের বেশি সদস্যের একটি ফেসবুক গ্রুপে এমন একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি পোস্ট করা হয় বাংলাদেশের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিমের নামে খোলা আরেকটি পেজ থেকে।
একই ভিডিও ২০২২ সালে ‘এশিয়ার সর্ববৃহৎ মাইক দিয়ে আজান দেওয়া হয় বাংলাদেশে। শুধুমাত্র আজানের সুর মুসল্লিদের কানে পৌঁছে দিতে বাংলাদেশ বেতারের স্থায়ী এই সিস্টেম’ দাবিতেও ফেসবুকে পোস্ট করা হয়েছে।
ভাইরাল মাইক-সদৃশ বস্তুটি কী? এটি কি বাংলাদেশে অবস্থিত বাংলাদেশ বেতারের তৈরি এশিয়ার সর্ববৃহৎ মাইক?
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ইন্দোনেশিয়ার ‘ট্রাভেলোপিডিয়া’ নামের একটি ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে মাইকসদৃশ বস্তুর ছবিটি পাওয়া যায়। বস্তুটি সম্পর্কে ওয়েবসাইটটিতে বলা হয়েছে, এটি একটি ট্রামপেট। ট্রামপেট হলো পিতলের তৈরি বাদ্যযন্ত্র বিশেষ, যা সাধারণত ধ্রুপদি এবং জ্যাজ সংগীতে ব্যবহৃত হয়। পৃথিবীর সবচেয়ে বড় ট্রামপেট হিসেবে এটির বিশ্ব রেকর্ড রয়েছে। ট্রামপেটটি ইন্দোনেশিয়ার উত্তর সোলাওয়েসি দ্বীপের টুম্পাসুতে পা ডিওর কালচারাল সেন্টারে অবস্থিত। এটি আজান দেওয়ার কাজে ব্যবহৃত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও খুঁজে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের ওয়েবসাইটে ট্রামপেটটি সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়। এখানে বলা হয়েছে, এটিই বিশ্বের সবচেয়ে বড় ট্রামপেট, যেটি বাজানোও যায়। এটি ৩২ মিটার বা প্রায় ১০৫ ফুট লম্বা। এতে ৫ দশমিক ২০ মিটার বা ১৭ ফুট ব্যাসের এবং ৬ দশমিক ৮ মিটার বা ২২ ফুট পরিধির একটি ঘণ্টা আছে। ট্রামপেটটি কম্প্রেসারের সাহায্যে বাজানো যায়।
এই ওয়েবসাইটেও ট্রামপেটটি আজান দেওয়ার কাজে ব্যবহৃত হওয়ার ব্যাপারে এখানে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইউটিউবের বিভিন্ন চ্যানেলে পা ডিওর কালচারাল সেন্টারে দর্শনার্থীদের ট্রামপেটটি বাজানোর বেশ কিছু ভিডিও খুঁজে পাওয়া যায়।
এসব ভিডিওতেও ট্রামপেটটি দিয়ে আজান দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, ‘বাংলাদেশে এশিয়ার সর্ববৃহৎ মাইক দিয়ে আজান দেওয়া হয়’ দাবিতে ভাইরাল ভিডিওটিতে থাকা বস্তুটি মূলত ট্রামপেট, যা ইন্দোনেশিয়ায় অবস্থিত। অনুসন্ধানে এর সঙ্গে আজান দেওয়ার কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
সরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
১০ ঘণ্টা আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
১৫ ঘণ্টা আগেবর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর তিনি আর প্রকাশ্যে আসেননি। সম্প্রতি ফেসবুকে তাঁর ১৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে তাঁর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
২ দিন আগেসম্প্রতি ভাইরাল হওয়া এমন একটি কল রেকর্ডে শেখ হাসিনার কণ্ঠে দাবি করা হয়, ‘চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেল, সাথে সাথে গুলি করল। সেখানে একজন মারা গেল এবং পিটিয়ে উঠিয়ে দিল।’
৩ দিন আগে