ফ্যাক্টচেক ডেস্ক
নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশজুড়ে প্রতিদিনই কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাঁদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। এমন পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিশাল এক জনসমাবেশ রাস্তা ধরে কোনো এক দিকে এগিয়ে যাচ্ছে।
ভিডিওটিতে দাবি করা হচ্ছে, জনসমাবেশটি প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনমুখী যাত্রা শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার ‘সারোয়ার হোসেন প্রবাসী’ নামের একটি ফেসবুক পেজ থেকে এমন দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ লাখ ৪৯ হাজার বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার এবং রিয়েকশন পড়েছে ২৩ হাজারের বেশি।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, গণভবন অভিমুখী যাত্রার দাবিতে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘উজালেন্ডো নিউজ’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। ‘উজালেন্ডো নিউজ’ কেনিয়ার স্থানীয় সংবাদমাধ্যম। গত ২৫ জুন করা টুইটটি থেকে জানা যায়, ভাইরাল ভিডিওটি কেনিয়ার রাজধানী নাইরোবির আউটার রিং রোড থেকে ধারণ করা। এই টুইটের সূত্রে গুগল ম্যাপে খুঁজে ভিডিও ধারণের স্থানটি পাওয়া যায়।
প্রসঙ্গত, চলতি বছরের গত ২৫ জুন কেনিয়ার পার্লামেন্টে প্রায় সব ধরনের পণ্যে কর বাড়ানোর একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবটি পাসের সঙ্গে সঙ্গেই পার্লামেন্ট চত্বরসহ পুরো নাইরোবিতে বিক্ষোভ শুরু হয়। এ ঘটনায় অনেক প্রাণহানির ঘটনাও ঘটে। এই ঘটনারই একটি ফুটেজ বাংলাদেশে চলমান আন্দোলনকারীদের গণভবন অভিমুখী যাত্রার দাবিতে প্রচার করা হচ্ছে।
আরও খবর পড়ুন:
নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশজুড়ে প্রতিদিনই কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাঁদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। এমন পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিশাল এক জনসমাবেশ রাস্তা ধরে কোনো এক দিকে এগিয়ে যাচ্ছে।
ভিডিওটিতে দাবি করা হচ্ছে, জনসমাবেশটি প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনমুখী যাত্রা শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার ‘সারোয়ার হোসেন প্রবাসী’ নামের একটি ফেসবুক পেজ থেকে এমন দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ লাখ ৪৯ হাজার বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার এবং রিয়েকশন পড়েছে ২৩ হাজারের বেশি।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, গণভবন অভিমুখী যাত্রার দাবিতে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘উজালেন্ডো নিউজ’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। ‘উজালেন্ডো নিউজ’ কেনিয়ার স্থানীয় সংবাদমাধ্যম। গত ২৫ জুন করা টুইটটি থেকে জানা যায়, ভাইরাল ভিডিওটি কেনিয়ার রাজধানী নাইরোবির আউটার রিং রোড থেকে ধারণ করা। এই টুইটের সূত্রে গুগল ম্যাপে খুঁজে ভিডিও ধারণের স্থানটি পাওয়া যায়।
প্রসঙ্গত, চলতি বছরের গত ২৫ জুন কেনিয়ার পার্লামেন্টে প্রায় সব ধরনের পণ্যে কর বাড়ানোর একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবটি পাসের সঙ্গে সঙ্গেই পার্লামেন্ট চত্বরসহ পুরো নাইরোবিতে বিক্ষোভ শুরু হয়। এ ঘটনায় অনেক প্রাণহানির ঘটনাও ঘটে। এই ঘটনারই একটি ফুটেজ বাংলাদেশে চলমান আন্দোলনকারীদের গণভবন অভিমুখী যাত্রার দাবিতে প্রচার করা হচ্ছে।
আরও খবর পড়ুন:
দেশে মোটরসাইকেলের সিসি লিমিট ৬০০ পর্যন্ত করা হয়েছে— এমন দাবিতে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘কংগ্রাচুলেশনস বাংলাদেশ। ৬০০ সিসি কনফার্মড! ৩৭৫–৫৯৯ সিসি পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিঘ্রই গেজেট প্রকাশ করা হবে।’
৭ ঘণ্টা আগেপরীক্ষার আগে অভিভাবকেরা সাধারণত ডিম খেতে নিষেধ করেন। এটি বহু দিন ধরে প্রচলিত একটি ধারণা। ধারণা করা হয়, পরীক্ষার আগে ডিম খেলে মাথা গুলিয়ে যাবে, কেউ কেউ আবার ডিমের আকারের সঙ্গে পরীক্ষার নম্বরের সম্পর্ক আছে মনে করেন! এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় পোস্ট হতে দেখা গেছে।
১ দিন আগেশেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর. . শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
২ দিন আগেসম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও কল নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজ শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল পালন করতে বলা হয়েছে। সেসঙ্গে প্রত্যেক এলাকায় মিছিল-মিটিংয়ের আয়োজনের কথা বলতে শোনা যায়। তবে শেখ হাসিনার পরিবার কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের বিষয়ে এখনও কিছু
২ দিন আগে