ফ্যাক্টচেক ডেস্ক
অ্যাকাউন্ট সুরক্ষিত কি না, তা যাচাই করার উপায় হিসেবে একটি তথ্য ফেসবুক ব্যবহারকারীরা শেয়ার করছেন। এই তথ্যসংবলিত পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, কমেন্টে গিয়ে প্রথমে ‘@’ প্রতীকটি লিখতে হবে। এরপর ‘highlight’ শব্দটি এলে সেটি সিলেক্ট করতে হবে। কমেন্ট করার পর ‘highlight’ শব্দটি নীল হলে বুঝতে হবে কমেন্টকারীর আইডি সুরক্ষিত আছে এবং সহজে কেউ হ্যাক করতে পারবে না।
ইসলাম ফখরুল নামের একটি ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১০ ডিসেম্বর এমন একটি পোস্ট করা হয়। এতে আজ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত রিয়েকশন পড়েছে প্রায় ৫ হাজার। পোস্টটিতে প্রায় ২১ হাজার কমেন্ট পড়েছে। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের @highlight লিখে মন্তব্য করতে দেখা যায়।
অনুসন্ধানে দেখা যায়, কমেন্টে @highlight মূলত ফেসবুকের একটি ফিচার। অ্যাকাউন্ট সুরক্ষিত কি না, তা যাচাই করার কোনো উপায় এটি নয়। এই ফিচারের মাধ্যমে কোনো কনটেন্ট হাইলাইট করার অর্থ অ্যাকাউন্টের ফলোয়ার বা বন্ধুতালিকায় থাকা সবার কাছে পোস্ট-সম্পর্কিত নোটিফিকেশন পাঠানো।
কি-ওয়ার্ড অনুসন্ধানে ইয়াহু নিউজের ওয়েবসাইটে গত ২৮ নভেম্বর @highlight ফিচারটি নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তা থেকে জানা যায়, ফেসবুকের এই ফিচার ভিন্ন দাবিতেও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, এই ফিচার ব্যবহার করে ফ্রেন্ডলিস্টের কারা ফেসবুক প্রোফাইল সবচেয়ে বেশি ভিজিট করছে, তা জানা সম্ভব। তবে এই দাবি সঠিক নয়; বরং এ ফিচার ব্যবহারের মাধ্যমে কোনো নির্দিষ্ট পোস্ট ফলোয়ার এবং বন্ধুতালিকায় থাকা ব্যক্তিদের কাছে সহজে পৌঁছে দেওয়া যায়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ফ্যাক্টচেক বিভাগ @highlight ফিচারটির ব্যবহার নিয়ে জানতে চলতি বছরের ৯ জুলাই ফেসবুকের সাবেক কর্মী প্রকৌশলী সত্যম ধরের সঙ্গে যোগাযোগ করে। তিনি জানান, কোনো ব্যবহারকারী যদি কোনো পোস্টের নিচে @highlight লিখে কমেন্ট করেন, তখন তাঁর বন্ধুতালিকায় থাকা ব্যক্তিদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। সেই বন্ধু ওই নোটিফিকেশনে ক্লিক করলে তিনি সরাসরি পোস্টটি দেখতে পান। একইভাবে কোনো পোস্টে @friends কমেন্ট করলেও বন্ধুতালিকায় থাকা সবার কাছে নোটিফিকেশন চলে যায়। আর কোনো গ্রুপের পোস্টে যদি @everyone লিখে কমেন্ট করা হয়, তখন সেই গ্রুপের সদস্যদের কাছে নোটিফিকেশন যাবে।
ডিসট্র্যাক্টটিফাই নামের একটি ওয়েবসাইটে এই ফিচার সম্পর্কে একটি প্রতিবেদনে বলা হয়, এই ফিচার মূলত এক্সের (সাবেক টুইটার) টুইট পিন করে রাখার সুবিধার মতো। এই ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী তাঁর পোস্টটি সহজেই মানুষের কাছে পৌঁছে দিতে পারেন।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগও @highlight ফিচারটির ব্যবহার যাচাই করেছে। এতে ফেসবুকের একটি পোস্টের কমেন্টবক্সে @ লিখলে একটি পপ আপ বক্স ভেসে ওঠে। সেখানে highlight ও followers এর পাশাপাশি বন্ধুতালিকাও দেখায়। সেখান থেকে highlight শব্দটি বাছাই করলেই ফিচারটি কার্যকর হয়। এই ফিচার একজন ব্যবহারকারী তাঁর কনটেন্টের জন্য সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন।
প্রসঙ্গত, আগেও ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, তা যাচাই করার উপায় হিসেবে ‘ফেসবুকে কোনো পোস্টের কমেন্টে @[4:0] লিখলে সেটি যদি পরিবর্তিত হয়ে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের নাম প্রদর্শন করে, তাহলে বুঝে নিতে হবে অ্যাকাউন্টটি কখনো হ্যাক হয়নি’—এমন একটি তথ্য প্রচার করা হয়। যা ভুল প্রমাণ করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
প্রতিবেদনটি পড়ুন: কমেন্টে @[4:0] লিখলেই কি বোঝা যাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না
সিদ্ধান্ত
@highlight ফেসবুকের একটি ফিচার। ফেসবুক ব্যবহারকারী তাঁর কোনো পোস্ট হাইলাইট করতে অর্থাৎ ওই পোস্টের বিষয়ে ফলোয়ার ও বন্ধুতালিকায় থাকা সবার কাছে নোটিফিকেশন পাঠাতে এ ফিচার ব্যবহার করতে পারেন। এই ফিচারের সঙ্গে অ্যাকাউন্টের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই।
অ্যাকাউন্ট সুরক্ষিত কি না, তা যাচাই করার উপায় হিসেবে একটি তথ্য ফেসবুক ব্যবহারকারীরা শেয়ার করছেন। এই তথ্যসংবলিত পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, কমেন্টে গিয়ে প্রথমে ‘@’ প্রতীকটি লিখতে হবে। এরপর ‘highlight’ শব্দটি এলে সেটি সিলেক্ট করতে হবে। কমেন্ট করার পর ‘highlight’ শব্দটি নীল হলে বুঝতে হবে কমেন্টকারীর আইডি সুরক্ষিত আছে এবং সহজে কেউ হ্যাক করতে পারবে না।
ইসলাম ফখরুল নামের একটি ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১০ ডিসেম্বর এমন একটি পোস্ট করা হয়। এতে আজ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত রিয়েকশন পড়েছে প্রায় ৫ হাজার। পোস্টটিতে প্রায় ২১ হাজার কমেন্ট পড়েছে। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের @highlight লিখে মন্তব্য করতে দেখা যায়।
অনুসন্ধানে দেখা যায়, কমেন্টে @highlight মূলত ফেসবুকের একটি ফিচার। অ্যাকাউন্ট সুরক্ষিত কি না, তা যাচাই করার কোনো উপায় এটি নয়। এই ফিচারের মাধ্যমে কোনো কনটেন্ট হাইলাইট করার অর্থ অ্যাকাউন্টের ফলোয়ার বা বন্ধুতালিকায় থাকা সবার কাছে পোস্ট-সম্পর্কিত নোটিফিকেশন পাঠানো।
কি-ওয়ার্ড অনুসন্ধানে ইয়াহু নিউজের ওয়েবসাইটে গত ২৮ নভেম্বর @highlight ফিচারটি নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তা থেকে জানা যায়, ফেসবুকের এই ফিচার ভিন্ন দাবিতেও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, এই ফিচার ব্যবহার করে ফ্রেন্ডলিস্টের কারা ফেসবুক প্রোফাইল সবচেয়ে বেশি ভিজিট করছে, তা জানা সম্ভব। তবে এই দাবি সঠিক নয়; বরং এ ফিচার ব্যবহারের মাধ্যমে কোনো নির্দিষ্ট পোস্ট ফলোয়ার এবং বন্ধুতালিকায় থাকা ব্যক্তিদের কাছে সহজে পৌঁছে দেওয়া যায়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ফ্যাক্টচেক বিভাগ @highlight ফিচারটির ব্যবহার নিয়ে জানতে চলতি বছরের ৯ জুলাই ফেসবুকের সাবেক কর্মী প্রকৌশলী সত্যম ধরের সঙ্গে যোগাযোগ করে। তিনি জানান, কোনো ব্যবহারকারী যদি কোনো পোস্টের নিচে @highlight লিখে কমেন্ট করেন, তখন তাঁর বন্ধুতালিকায় থাকা ব্যক্তিদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। সেই বন্ধু ওই নোটিফিকেশনে ক্লিক করলে তিনি সরাসরি পোস্টটি দেখতে পান। একইভাবে কোনো পোস্টে @friends কমেন্ট করলেও বন্ধুতালিকায় থাকা সবার কাছে নোটিফিকেশন চলে যায়। আর কোনো গ্রুপের পোস্টে যদি @everyone লিখে কমেন্ট করা হয়, তখন সেই গ্রুপের সদস্যদের কাছে নোটিফিকেশন যাবে।
ডিসট্র্যাক্টটিফাই নামের একটি ওয়েবসাইটে এই ফিচার সম্পর্কে একটি প্রতিবেদনে বলা হয়, এই ফিচার মূলত এক্সের (সাবেক টুইটার) টুইট পিন করে রাখার সুবিধার মতো। এই ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী তাঁর পোস্টটি সহজেই মানুষের কাছে পৌঁছে দিতে পারেন।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগও @highlight ফিচারটির ব্যবহার যাচাই করেছে। এতে ফেসবুকের একটি পোস্টের কমেন্টবক্সে @ লিখলে একটি পপ আপ বক্স ভেসে ওঠে। সেখানে highlight ও followers এর পাশাপাশি বন্ধুতালিকাও দেখায়। সেখান থেকে highlight শব্দটি বাছাই করলেই ফিচারটি কার্যকর হয়। এই ফিচার একজন ব্যবহারকারী তাঁর কনটেন্টের জন্য সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন।
প্রসঙ্গত, আগেও ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, তা যাচাই করার উপায় হিসেবে ‘ফেসবুকে কোনো পোস্টের কমেন্টে @[4:0] লিখলে সেটি যদি পরিবর্তিত হয়ে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের নাম প্রদর্শন করে, তাহলে বুঝে নিতে হবে অ্যাকাউন্টটি কখনো হ্যাক হয়নি’—এমন একটি তথ্য প্রচার করা হয়। যা ভুল প্রমাণ করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
প্রতিবেদনটি পড়ুন: কমেন্টে @[4:0] লিখলেই কি বোঝা যাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না
সিদ্ধান্ত
@highlight ফেসবুকের একটি ফিচার। ফেসবুক ব্যবহারকারী তাঁর কোনো পোস্ট হাইলাইট করতে অর্থাৎ ওই পোস্টের বিষয়ে ফলোয়ার ও বন্ধুতালিকায় থাকা সবার কাছে নোটিফিকেশন পাঠাতে এ ফিচার ব্যবহার করতে পারেন। এই ফিচারের সঙ্গে অ্যাকাউন্টের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই।
প্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
৬ ঘণ্টা আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
১০ ঘণ্টা আগেসরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
১ দিন আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
১ দিন আগে