এসএসসির গণিতে ৯ পেলেই পাস, ৫৫–তে এ প্লাস! সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৬: ২০
Thumbnail image

‘গণিত প্রশ্ন কঠিন হয়েছে। তাই সুখবর মাত্র ৯ পেলেই পাশ, ৫৫ পেলে A প্লাস’—এমন শিরোনামে একটি বেসরকারি টিভি চ্যানেলের লোগোযুক্ত থাম্বনেইল ব্যবহার করে একটি তথ্য ফেসবুকে প্রচার করা হচ্ছে। থাম্বনেইলের একপাশে সংবাদমাধ্যমটির একজন সংবাদ উপস্থাপক এবং অন্য পাশে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছবি আছে। ছবিটি নেটিজেনরা ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করে এর সত্যতা জানতে চেয়েছেন। 

থাম্বনেইলটি রিভার্স ইমেজ সার্চ করে ‘নিউজ অ্যাকাডেমি’ নামের একটি ইউটিউব চ্যানেলে ৫ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। চ্যানেলটিতে সাবস্ক্রাইবার ১ লাখ ৮৬ হাজার। ভিডিওটি গত ২৬ ফেব্রুয়ারি ‘গণিত পরীক্ষা কঠিন হয়েছে তাই সুখবর, মাত্র ৯ পেলেই পাশ, আর ৫৫ পেলে A প্লাস’ শিরোনামে চ্যানেলটিতে পোস্ট করা হয়। এটি আজ শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৮৫ হাজারবার দেখা হয়েছে। 

ভিডিওটির শুরুতেই ইউটিউব চ্যানেলটির উপস্থাপক বলেন, চলতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার গণিত বিষয়ে পরীক্ষার্থীদের বহুনির্বাচনী অংশ খারাপ হওয়ায় তাদের অনুরোধে তিনি এই ভিডিও বানিয়েছেন। বহুনির্বাচনী অংশ খারাপ হওয়ায় কারও এ প্লাস মিস হচ্ছে, কারও আবার পাস করতেই কষ্ট হয়ে যাচ্ছে।

উপস্থাপক বলেন, ‘এসএসসি পরীক্ষা ২০২৪–এর গণিতে বহুনির্বাচনী আছে ৩০টি। এখানে পাস নম্বর হচ্ছে ১০। এটা তোমরা জানো। কিন্তু এ প্লাস পেতে হলে তোমাকে ২৫ থেকে ২৬ পেতে হবে। কিন্তু যাদের ১০টা বহুনির্বাচনী হয়নি বলে টেনশনে আছ, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো। কারণ এক, দুই নম্বর গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দেওয়ার নির্দেশনা আছে বোর্ডের। তাই ৯টা বহুনির্বাচনী হলেই পাস হয়ে যাবে।’ 

একইভাবে তিনি সৃজনশীল অংশ নিয়েও আলোচনা করেন। এই অংশে ৫৫ পেলে এ প্লাস পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এ প্লাস হতে হলে সৃজনশীল অংশে ৭০–এর মধ্যে কমপক্ষে ৫৫ পেতে হবে। অর্থাৎ ১০০ নম্বরের মধ্যে ৫৫ পেলেই এ প্লাস হবে না। বরং সৃজনশীল অংশে ৭০ এর মধ্যে কমপক্ষে ৫৫ পেতে হবে।’ 

তবে ভিডিওটির কোথাও তিনি কোনো সূত্র উল্লেখ করেননি। 

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় এসএসসি পরীক্ষার্থীরা গণিত পরীক্ষার বহুনির্বাচনী অংশ কঠিন হয়েছে দাবি করে বিভিন্ন পোস্ট দেন। তবে পরীক্ষার্থীদের এসব দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় পাস মার্ক নিয়ে কোনো নির্দেশনা দেয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত