অধ্যাপক ডা. শাহীন আক্তার
মা-বাবা কিংবা অভিভাবকেরা সব সময় নবজাতকের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন থাকেন। নবজাতকের অসুস্থতার লক্ষণগুলো জেনে নিয়ে বুঝতে হবে, শিশুটি সুস্থ আছে কি না।
জন্মের এক মিনিটের মধ্যে কান্না না করা
প্রথম বিপদ চিহ্নটি হচ্ছে নবজাতকের জন্মের এক মিনিটের মধ্যে যদি কান্না না করে। এমন হলে ধরে নিতে হবে, শিশুটি মারাত্মক অসুস্থ। চিকিৎসক জরুরি ভিত্তিতে কান্নার ব্যবস্থা নেবেন এবং শিশুটিকে পেডিয়াট্রিক আইসিইউতে ভর্তি করবেন।
সময়ের আগে জন্মানো
নবজাতকের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিপদ চিহ্ন হচ্ছে, সময়ের আগে জন্ম নেওয়া। নবজাতক ৩৭ সপ্তাহের আগে জন্মালে এবং তার জন্মের সময় ওজন আড়াই কেজির নিচে হলে অবশ্যই তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
নবজাতকের রং পরিবর্তন
নবজাতকের শরীর যদি নীল হয়ে যায় কিংবা নাকের ডগা, মুখের চারপাশ বা কানের লতি নীল হয়ে গেলে ধরে নিতে হবে, তার শরীরে অক্সিজেনের মারাত্মক ঘাটতি আছে। এই অবস্থায় দ্রুত নবজাতককে আইসিইউতে ভর্তি করানো জরুরি।
শ্বাসের সমস্যা
নবজাতকের শ্বাসপ্রশ্বাস প্রতি মিনিটে যদি ৬০ কিংবা তার বেশিবার হয়, বুকের খাঁচা যদি ভেঙে যায় অথবা যাওয়ার উপক্রম হয়, শিশুটি যদি কোঁকাতে থাকে, তাহলে বুঝে নিতে হবে, নবজাতকের নিউমোনিয়া হয়েছে।
শরীর গরম বা ঠান্ডা হয়ে যাওয়া
নবজাতকের শরীরের তাপমাত্রা যদি ৯৫ ডিগ্রি ফারেনহাইটের নিচে হয়, তাহলে সেটি হাইপোথারমিয়া। আর তাপমাত্রা যদি ৯৯ ডিগ্রির ওপরে হয়, তাহলে ধরে নিতে হবে যে শিশুটি মারাত্মক অসুস্থ এবং তার রক্তে জীবাণু সংক্রমণের আশঙ্কা আছে। এ ধরনের ক্ষেত্রে দ্রুততম সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
খিঁচুনি
আরেকটি বিপদ চিহ্ন হচ্ছে নবজাতকের খিঁচুনি। আমাদের মনে রাখতে হবে, নবজাতকের খিঁচুনির বৈশিষ্ট্য কিশোর বয়সী শিশুদের মতো হবে, এমন নয়; বরং নবজাতকের ছোট করে একটি হাত, পা বা একটি আঙুলে সামান্য ঝাঁকুনি হতে পারে কিংবা তার পুরো শরীর শক্ত হয়ে যেতে পারে। এ রকম হলে অতি দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
নিস্তেজ হয়ে পড়া
নবজাতক যদি নড়াচড়া করা কমিয়ে দেয় এবং নিস্তেজ হয়ে যায়, তাহলেও এটিকে বিপদ চিহ্ন হিসেবে ধরে নিতে হবে।
খেতে না চাওয়া
আরেকটি বিপদ চিহ্ন হচ্ছে, নবজাতকের খেতে না চাওয়া। এর সঙ্গে শিশুর পেট ফুলে যাওয়া বা বমি হতে পারে। বারবার বমি করা এবং সবুজ বমি করলে চিকিৎসকের কাছে দ্রুততম সময়ে নিয়ে যেতে হবে।
হাত পা তালু হলুদ হওয়া
নবজাতকের জন্ডিস স্বাভাবিক ঘটনা হলেও তা পুরো শরীর ও হাত-পায়ের তালুতে দেখলে ধরে নিতে হবে, জন্ডিস মারাত্মক। তাকে ফটোথেরাপি দিতে হাসপাতালে দ্রুত নিয়ে যান।
পরামর্শ দিয়েছেন: নবজাতক, শিশু, কিশোর রোগ বিশেষজ্ঞ; এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল; বিভাগীয় প্রধান, আলোক এনআইসিইউ
মা-বাবা কিংবা অভিভাবকেরা সব সময় নবজাতকের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন থাকেন। নবজাতকের অসুস্থতার লক্ষণগুলো জেনে নিয়ে বুঝতে হবে, শিশুটি সুস্থ আছে কি না।
জন্মের এক মিনিটের মধ্যে কান্না না করা
প্রথম বিপদ চিহ্নটি হচ্ছে নবজাতকের জন্মের এক মিনিটের মধ্যে যদি কান্না না করে। এমন হলে ধরে নিতে হবে, শিশুটি মারাত্মক অসুস্থ। চিকিৎসক জরুরি ভিত্তিতে কান্নার ব্যবস্থা নেবেন এবং শিশুটিকে পেডিয়াট্রিক আইসিইউতে ভর্তি করবেন।
সময়ের আগে জন্মানো
নবজাতকের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিপদ চিহ্ন হচ্ছে, সময়ের আগে জন্ম নেওয়া। নবজাতক ৩৭ সপ্তাহের আগে জন্মালে এবং তার জন্মের সময় ওজন আড়াই কেজির নিচে হলে অবশ্যই তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
নবজাতকের রং পরিবর্তন
নবজাতকের শরীর যদি নীল হয়ে যায় কিংবা নাকের ডগা, মুখের চারপাশ বা কানের লতি নীল হয়ে গেলে ধরে নিতে হবে, তার শরীরে অক্সিজেনের মারাত্মক ঘাটতি আছে। এই অবস্থায় দ্রুত নবজাতককে আইসিইউতে ভর্তি করানো জরুরি।
শ্বাসের সমস্যা
নবজাতকের শ্বাসপ্রশ্বাস প্রতি মিনিটে যদি ৬০ কিংবা তার বেশিবার হয়, বুকের খাঁচা যদি ভেঙে যায় অথবা যাওয়ার উপক্রম হয়, শিশুটি যদি কোঁকাতে থাকে, তাহলে বুঝে নিতে হবে, নবজাতকের নিউমোনিয়া হয়েছে।
শরীর গরম বা ঠান্ডা হয়ে যাওয়া
নবজাতকের শরীরের তাপমাত্রা যদি ৯৫ ডিগ্রি ফারেনহাইটের নিচে হয়, তাহলে সেটি হাইপোথারমিয়া। আর তাপমাত্রা যদি ৯৯ ডিগ্রির ওপরে হয়, তাহলে ধরে নিতে হবে যে শিশুটি মারাত্মক অসুস্থ এবং তার রক্তে জীবাণু সংক্রমণের আশঙ্কা আছে। এ ধরনের ক্ষেত্রে দ্রুততম সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
খিঁচুনি
আরেকটি বিপদ চিহ্ন হচ্ছে নবজাতকের খিঁচুনি। আমাদের মনে রাখতে হবে, নবজাতকের খিঁচুনির বৈশিষ্ট্য কিশোর বয়সী শিশুদের মতো হবে, এমন নয়; বরং নবজাতকের ছোট করে একটি হাত, পা বা একটি আঙুলে সামান্য ঝাঁকুনি হতে পারে কিংবা তার পুরো শরীর শক্ত হয়ে যেতে পারে। এ রকম হলে অতি দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
নিস্তেজ হয়ে পড়া
নবজাতক যদি নড়াচড়া করা কমিয়ে দেয় এবং নিস্তেজ হয়ে যায়, তাহলেও এটিকে বিপদ চিহ্ন হিসেবে ধরে নিতে হবে।
খেতে না চাওয়া
আরেকটি বিপদ চিহ্ন হচ্ছে, নবজাতকের খেতে না চাওয়া। এর সঙ্গে শিশুর পেট ফুলে যাওয়া বা বমি হতে পারে। বারবার বমি করা এবং সবুজ বমি করলে চিকিৎসকের কাছে দ্রুততম সময়ে নিয়ে যেতে হবে।
হাত পা তালু হলুদ হওয়া
নবজাতকের জন্ডিস স্বাভাবিক ঘটনা হলেও তা পুরো শরীর ও হাত-পায়ের তালুতে দেখলে ধরে নিতে হবে, জন্ডিস মারাত্মক। তাকে ফটোথেরাপি দিতে হাসপাতালে দ্রুত নিয়ে যান।
পরামর্শ দিয়েছেন: নবজাতক, শিশু, কিশোর রোগ বিশেষজ্ঞ; এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল; বিভাগীয় প্রধান, আলোক এনআইসিইউ
পুরুষের যৌন সক্ষমতা অক্ষুণ্ন রেখেই এখন করা সম্ভব হবে প্রোস্টেট তথা মূত্রথলির ক্যানসারের সার্জারি বা অস্ত্রোপচার। এমনটাই জানিয়েছেন, একদল ব্রিটিশ গবেষক। তাঁরা বলেছেন, প্রথম ব্যাপক পরীক্ষার ফলাফল অনুসারে, প্রোস্টেট ক্যানসারের আরও নির্ভুল অস্ত্রোপচার পদ্ধতি বের করতে সক্ষম হয়েছেন তাঁরা। এই পদ্ধতিতে পুরুষ
১৯ ঘণ্টা আগেহার্ট অ্যাটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মাইয়োকার্ডিয়াল ইনফার্কশন বলা হয়। এটি যখন হয় তখন হৃৎপিণ্ডের কোনো অংশে রক্ত সরবরাহ সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ হয়ে যায়। এটি সাধারণত ঘটে করোনারি ধমনিতে বাধা বা সংকীর্ণতার কারণে। করোনারি ধমনি হলো এমন রক্তনালি যা হৃৎপিণ্ডের পেশিতে অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্ত সরবরাহ
২১ ঘণ্টা আগেবার্ড ফ্লু নামে পরিচিত উচ্চমাত্রার সংক্রামক ভাইরাস এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ক্রমশ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং শত শত মানুষকে সংক্রমিত করেছে। এর ফলে মানুষ থেকে মানুষে সংক্রমণ এবং এর ধারাবাহিকতায় নতুন মহামারি সৃষ্টির আশঙ্কা বাড়ছে।
১ দিন আগেঅবহেলিত সংক্রামক রোগ যক্ষ্মা। একসময় এ দেশে বলা হতো ‘যার হয় যক্ষ্মা, তার নাই রক্ষা’। উন্নত চিকিৎসাপদ্ধতির বদৌলতে ক্রমে যক্ষ্মা নিয়ে সে আতঙ্ক অতীত স্মৃতিতে পরিণত হয়। কিন্তু আবার বিপজ্জনক রূপে ফিরে আসছে রোগটি। বহু ওষুধপ্রতিরোধী বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট (এমডিআর) হয়ে ওঠায় এই রোগের চিকিৎসা কঠিন হয়ে
২ দিন আগে