ব্লাড ক্যানসার: আতঙ্কিত নয়, সচেতন হোন

ডা. মো. গুলজার হোসেন
প্রকাশ : ১১ মে ২০২৪, ১০: ২৬

ক্যানসার কোনো একক রোগ নয়। শরীরের প্রায় প্রতিটি অঙ্গে ক্যানসার হতে পারে। আবার একই অঙ্গে হতে পারে বিভিন্ন ধরনের ক্যানসার। এদের আবার ভিন্ন ভিন্ন নাম। পরিণতিও ভিন্ন ভিন্ন। কোনোটা সাধারণ, সহজেই ভালো হয়। কোনোটা আবার জটিল ও কঠিন, প্রায় দুরারোগ্য। 

ব্লাড ক্যানসার
আমাদের শরীর অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। কোষগুলো স্বাভাবিক নিয়মেই নির্দিষ্ট সময়ের পর মরে যায়। একে আমরা বলি এপপটোসিস। অন্যদিকে চলতে থাকে কোষ বিভাজন, যা কোষের সংখ্যা বৃদ্ধি করে। এই বিভাজন নিয়ন্ত্রণ করারও বিশেষ ব্যবস্থা আছে। এই নিয়ন্ত্রণ কোনোভাবে নষ্ট বা বাধাগ্রস্ত হলে, শরীরে অস্বাভাবিক কোষ বিভাজন ও সংখ্যার বৃদ্ধি ঘটে। রক্ত কোষের এ রকম অস্বাভাবিক বিভাজনই হলো ব্লাড ক্যানসার।

মূলত লিউকেমিয়াকে আমরা সাধারণভাবে ব্লাড ক্যানসার বলে থাকি। লিউকেমিয়া প্রধানত শ্বেত রক্তকণিকার ক্যানসার। রক্তকোষ তৈরি হয় বোনম্যারো বা অস্থিমজ্জায়। তৈরির পর কয়েকটি ধাপে কোষগুলো পরিণত হয়। এরপর রক্ত প্রবাহে আসে। কোনো কারণে এই কোষগুলো অতিমাত্রায় উৎপাদিত হলে এবং ঠিকভাবে পরিণত না হলে দেখা যায় রক্ত প্রবাহে প্রচুর অপরিপক্ব রক্তকোষ এসে পড়েছে। এরা শরীরের কোনো কাজে তো আসেই না, উল্টো নানা রকম উপসর্গ তৈরি করে।

কেন হয়
এর কারণ নির্দিষ্ট করে বলা কঠিন। দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রার রেডিয়েশন কোনোভাবে শরীরে ঢুকে পড়লে ব্লাড ক্যানসার হতে পারে। রাসায়নিক বর্জ্য, রঙের কারখানা, ধূমপান, কীটনাশক ইত্যাদি কারণ হিসেবে দেখা হয়। আবার বিশেষ একধরনের ভাইরাসের কারণেও রক্তের ক্যানসার হতে পারে। এসবের প্রভাবে শরীরের কোষের ভেতর যে জিন থাকে, সেগুলোর মিউটেশন হয়, ক্রোমোজোমের বাহুগুলোতে কিছু ওলট-পালট হয়। তখন কোষ বিভাজন বাধাগ্রস্ত হয়। ফলে রক্তকোষ ব্যাপক হারে উৎপাদিত হয় এবং সেগুলো পরিণত না হয়েই রক্ত প্রবাহে চলে আসে।

রক্তের ক্যানসার ছোঁয়াচে নয়। এটা রক্তবাহিত, যৌনবাহিত কিংবা পানিবাহিত নয়। রোগীর সঙ্গে থাকলে, তাকে ছুঁলে, রোগীর খাওয়া খাবার খেলে, তার রক্ত গায়ে লাগলে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে এই রোগ ছড়াবে না।

লিউকেমিয়া কত প্রকার
রোগের লক্ষণের তীব্রতার ওপর ভিত্তি করে লিউকেমিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটি অ্যাকিউট বা তীব্র লিউকেমিয়া, অন্যটি ক্রনিক বা ধীরগতির লিউকেমিয়া। লিউকেমিয়া ছাড়াও লিম্ফোমা বা লসিকাগ্রন্থির ক্যানসার, মাল্টিপল মায়েলোমা—এগুলোও ব্লাড ক্যানসারের মধ্যে পড়ে।

লক্ষণ

  • রক্তস্বল্পতার জন্য দুর্বলতা, খাবারে অরুচি, বুক ধড়ফড় করা, পায়ে পানি জমে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়া।
  • দীর্ঘদিনের জ্বর বা ঘন ঘন জ্বর।
  • অস্বাভাবিক রক্তক্ষরণ।
  • গ্ল্যান্ড ফুলে যাওয়া, লিভার-প্লীহা বড় হওয়া।
  • ক্ষেত্রবিশেষে ওজন কমে যাওয়া।
  • হাড়ে ব্যথা।

রোগনির্ণয়ের উপায়

  • রক্তের ফিল্ম বা পিবিএফ পরীক্ষা।
  • নিশ্চিত হতে বোনম্যারো পরীক্ষা।
  • অধিকতর নিশ্চিত ফ্লো সাইটোমেট্রি বা ইমিউনোফেনোটাইপ পরীক্ষা।
  • রোগের ঝুঁকির মাত্রা নির্ণয়ের জন্য সাইটোজেনেটিকস। 

চিকিৎসা
ব্লাড ক্যানসারের প্রধান চিকিৎসা কেমোথেরাপি। আজকাল ইমিউনোথেরাপিও যুক্ত হয়েছে এর সঙ্গে। তাতে রোগমুক্তির হারও বেড়েছে। 
কিছু কিছু ক্ষেত্রে রেডিওথেরাপিও প্রয়োগ করা হয়। মূল চিকিৎসার পাশাপাশি অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাস, রক্ত পরিসঞ্চালন ইত্যাদিরও প্রয়োজন হয়। বোনম্যারো প্রতিস্থাপন ব্লাড ক্যানসারের কার্যকর চিকিৎসাপদ্ধতি।

দেশে চিকিৎসাব্যবস্থা
দেশে এক যুগ ধরে বোনম্যারো প্রতিস্থাপনের চিকিৎসা দেওয়া হচ্ছে সরকারি ও বেসরকারি পর্যায়ে। তবে এর ব্যয় এখনো দেশের অধিকাংশ মানুষের নাগালের বাইরে। বাংলাদেশে ক্যানসার চিকিৎসার প্রধান প্রতিবন্ধকতা হলো এর ব্যয়। ৮ থেকে ১০ লাখ টাকা খরচ হয় একেকজন রোগীর চিকিৎসায়। সাধারণ মানুষের পক্ষে তা বহন করা অত্যন্ত কঠিন। শুরুতেই যেন ব্লাড ক্যানসার ধরা পড়ে, সে জন্য সচেতনতা প্রয়োজন।

পরামর্শ দিয়েছেন:
ডা. মো. গুলজার হোসেন, সহকারী অধ্যাপক, হেমাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত