স্বাস্থ্য ডেস্ক, ঢাকা
দাঁতে মাঝে মাঝেই অস্থিরতা দেখা দেয় ব্যথার কারণে। দাঁত-সংক্রান্ত যেকোনো সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন দুবার করে দাঁত ব্রাশ করা উচিত। সংবেদনশীল দাঁতের যত্ন ও মুখের স্বাস্থ্য বজায় রাখার জন্য কীভাবে দাঁতের যত্ন নিতে হয় তা জানা থাকা ভালো।
দাঁতের জন্য প্রথমে নির্বাচন করতে হবে সঠিক টুথপেস্ট। সংবেদনশীল দাঁতের জন্য টুথপেস্ট স্নায়ুর প্রান্তগুলোকে সংবেদনশীল করে অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। এ জন্য পটাশিয়াম নাইট্রেট বা স্ট্রন্টিয়াম ক্লোরাইডের মতো উপাদানে তৈরি টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে। এর পাশাপাশি বেছে নিতে হবে নরম ব্রিস্টেড টুথব্রাশ। শক্ত ব্রিস্টেড ব্রাশ ব্যবহারে দাঁতের এনামেলের ক্ষয় হয় পড়ে এবং তা দাঁতের ডেন্টিন অর্থাৎ হলুদ স্তর খুলে দিয়ে সংবেদনশীলতা বাড়িয়ে তুলতে পারে। দাঁত মাজার সঠিক নিয়ম হলো বৃত্তাকার গতিতে আলতো করে মাজা। অনেক জোরে দাঁত মাজার অভ্যাস বাদ দিতে হবে। কারণ এটি এনামেল ক্ষয় এবং মাড়ির সমস্যা তৈরি করতে পারে, ফলে সংবেদনশীলতা বৃদ্ধি পায়।
প্রতিদিনের ফ্লসিং দাঁতের মধ্য থেকে ময়লা ও খাদ্য কণা অপসারণ করতে সাহায্য করে, ক্ষয় এবং মাড়ির রোগপ্রতিরোধ করে। এনামেলকে শক্তিশালী করতে এবং সংবেদনশীলতা কমাতে ব্রাশ করার পর ফ্লোরাইড মাউথওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। ফ্লোরাইড দাঁতকে তাপমাত্রার পরিবর্তন এবং অ্যাসিডিক আক্রমণের বিরুদ্ধে আরও প্রতিরোধী করে তোলে। অ্যাসিডিক খাবার ও পানীয়, যেমন টক–জাতীয় ফল, সোডা কিংবা ওয়াইন দাঁতের এনামেল ক্ষয় করতে পারে এবং সংবেদনশীলতাকে আরও খারাপ দিকে নিয়ে যেতে পারে। এ ছাড়া লবণাক্ত পানিতে প্রাকৃতিক ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট্য রয়েছে। এটি প্রদাহ কমাতে সাহায্য করতে পারে।
দাঁতে মাঝে মাঝেই অস্থিরতা দেখা দেয় ব্যথার কারণে। দাঁত-সংক্রান্ত যেকোনো সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন দুবার করে দাঁত ব্রাশ করা উচিত। সংবেদনশীল দাঁতের যত্ন ও মুখের স্বাস্থ্য বজায় রাখার জন্য কীভাবে দাঁতের যত্ন নিতে হয় তা জানা থাকা ভালো।
দাঁতের জন্য প্রথমে নির্বাচন করতে হবে সঠিক টুথপেস্ট। সংবেদনশীল দাঁতের জন্য টুথপেস্ট স্নায়ুর প্রান্তগুলোকে সংবেদনশীল করে অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। এ জন্য পটাশিয়াম নাইট্রেট বা স্ট্রন্টিয়াম ক্লোরাইডের মতো উপাদানে তৈরি টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে। এর পাশাপাশি বেছে নিতে হবে নরম ব্রিস্টেড টুথব্রাশ। শক্ত ব্রিস্টেড ব্রাশ ব্যবহারে দাঁতের এনামেলের ক্ষয় হয় পড়ে এবং তা দাঁতের ডেন্টিন অর্থাৎ হলুদ স্তর খুলে দিয়ে সংবেদনশীলতা বাড়িয়ে তুলতে পারে। দাঁত মাজার সঠিক নিয়ম হলো বৃত্তাকার গতিতে আলতো করে মাজা। অনেক জোরে দাঁত মাজার অভ্যাস বাদ দিতে হবে। কারণ এটি এনামেল ক্ষয় এবং মাড়ির সমস্যা তৈরি করতে পারে, ফলে সংবেদনশীলতা বৃদ্ধি পায়।
প্রতিদিনের ফ্লসিং দাঁতের মধ্য থেকে ময়লা ও খাদ্য কণা অপসারণ করতে সাহায্য করে, ক্ষয় এবং মাড়ির রোগপ্রতিরোধ করে। এনামেলকে শক্তিশালী করতে এবং সংবেদনশীলতা কমাতে ব্রাশ করার পর ফ্লোরাইড মাউথওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। ফ্লোরাইড দাঁতকে তাপমাত্রার পরিবর্তন এবং অ্যাসিডিক আক্রমণের বিরুদ্ধে আরও প্রতিরোধী করে তোলে। অ্যাসিডিক খাবার ও পানীয়, যেমন টক–জাতীয় ফল, সোডা কিংবা ওয়াইন দাঁতের এনামেল ক্ষয় করতে পারে এবং সংবেদনশীলতাকে আরও খারাপ দিকে নিয়ে যেতে পারে। এ ছাড়া লবণাক্ত পানিতে প্রাকৃতিক ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট্য রয়েছে। এটি প্রদাহ কমাতে সাহায্য করতে পারে।
আর্থিক সীমাবদ্ধতার কারণে ওই রোগী খাদ্যাভ্যাসের ব্যাপারে সচেতন ছিলেন না। তাঁর নিয়মিত খাদ্যতালিকায় প্রধানত ছিল প্রক্রিয়াজাত খাবার। সবজি বা ফলে তেমন খেতেন না। কখনো কখনো সঠিক সময়ে খাবার গ্রহণ করতেন না। তিনি গ্যাস্ট্রিক বাইপাস সার্জারির পর নির্ধারিত ভিটামিন এবং খনিজের সাপ্লিমেন্টও গ্রহণ করা বন্ধ করে দিয়ে
২ দিন আগেদেশের প্রায় ৫০ লাখ শিশু বিভিন্ন পর্যায়ের কিডনি রোগে ভুগছে। এসব রোগীর মধ্যে আড়াই লাখ দীর্ঘমেয়াদি কিডনি রোগে ভুগছে। দেশের বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগের আগত শিশু রোগীদের প্রায় ৫ শতাংশ কিডনির সমস্যা নিয়ে আসে। শিশুর কিডনি বিকল রোগে পেরিটোনিয়াল ডায়ালাইসিস শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এসব কথা ব
৩ দিন আগেরক্তচাপ কমাতে দৈনিক একটি বিশেষ ‘সুপারফুড’–এর ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রতিদিন ২৫০ মিলি বিটরুট জুস রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে বলে দাবি করছেন বিজ্ঞানীরা।
৩ দিন আগেনারী, গর্ভপাত, স্বাস্থ্য, পরিসংখ্যান, কন্যাশিশু, ভ্রূণ, পরিসংখ্যা ব্যুরো
৪ দিন আগে