সহস্রাধিক হাসপাতালের লাইসেন্স নেই, হাইকোর্টে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ২১

সারা দেশে লাইসেন্সধারী হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক রয়েছে ১৫ হাজার ২৩৩টি এবং ১ হাজার ২৭টি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের লাইসেন্স নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষ থেকে হাইকোর্টে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় প্রতিবেদনের বিষয়টি আদালতকে অবহিত করেন। পরে হলফনামা আকারে তা দাখিলের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন হাইকোর্ট। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় বলেন, সারা দেশে লাইসেন্স ও লাইসেন্সহীন হাসপাতাল যে রয়েছে, তার তালিকা স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হয়েছে। আদালত হলফনামা করে দাখিল করতে বলেছেন। আর ১৮ ফেব্রুয়ারি এই বিষয়ে শুনানির জন্য রেখেছেন। 

রাজধানীর বাড্ডার সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনার পর শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহের বেঞ্চ লাইসেন্স এবং লাইসেন্স ছাড়া হাসপাতালের তালিকা চেয়েছিলেন। নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তালিকা দাখিল করা হয়। 

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ম অবমাননা: একই স্ট্যাটাসের জন্য দ্বিতীয়বার অভিযুক্ত হৃদয়

আমিরাতে অবৈধদের সাধারণ ক্ষমা পাওয়ার সুযোগ আর মাত্র দুদিন

৫ আগস্ট সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলাম: উপদেষ্টা নাহিদ

ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক বাজেট তিনগুণ

রাজধানীতে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা

আরও
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত