নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দূষিত খাদ্য ও পানির মাধ্যমে, রক্তের মাধ্যমে ছড়ানো হেপাটাইটিস রোগের কারণে বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে ১ জন করে মৃত্যুবরণ করছেন। আমাদের দেশে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই হেপাটাইটিস সম্পর্কে জানেন না। হেপাটাইটিস বি ও সি রক্তের সংক্রমণের মাধ্যমে ছড়ায় প্রতি সেলুনে কাজ করা শতভাগই জানেননা। এসব তথ্য দিয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ডাক্তারগণ। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনলাইন ওয়েবিনারে এসব কথা বলেন তাঁরা।
আজ বুধবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে ঢাকা এভার কেয়ার হাসপাতালের উদ্যোগে একটি অনলাইন ওয়েবিনারের অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে পরামর্শ দেন অংশ নেওয়া অতিথিগণ।
বিশ্বস্বাস্থ্য সংস্থার ২০১৫ সালে নেওয়া উদ্যোগ ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলে অন্তত ৯০ শতাংশ কমিয়ে আনার একটি পরিকল্পনা করা গ্রহণ করেছিল। সে উদ্যোগ বাস্তবায়নের জন্য সর্বস্তরের সচেতন ব্যাক্তিদের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আহবান জানানো হয়।
গর্ভবতী মায়েদের কাছ থেকে তার শিশুর শরীরে এই রোগ সংক্রমিত হয়। সুতরাং হেপাটাইটিস আক্রান্ত মায়ের গর্ভ থেকে শিশুকে জন্মের পরপরই টিকা নেওয়ার পরামর্শ দেন ডাক্তারগণ। হেপাটাইটিস আক্রান্ত রোগীর শরীরের রক্ত অন্য কারো শরীরে দেওয়া হলে সেই ব্যক্তিরও হেপাটাইটিস রোগ হয় বলে জানানো হয় ওয়েবিনারে।
ওয়েবিনারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম হেপাটাইটিস রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন করা আমন্ত্রণ জানিয়েছেন। এই বিষয়ে সংশ্লিষ্ট ডাক্তারদের উদ্দেশ্যে এই আমন্ত্রণ জানান তিনি।
আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব রেজাউল করিম চৌধুরী, হেপাটাইটিস সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনায় এভারকেয়ার হসপিটাল ঢাকা’র গ্যাস্ট্রোএনটারলজি বিভাগের কনসাল্টেন্ট ডা. মোহাম্মদ লুতফুল লতিফ চৌধুরী, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট এবং হাসপাতাল-এর ডিরেক্টর অধ্যাপক ফারুক আহমেদ, এভারকেয়ার হসপিটাল ঢাকা’র গ্যাস্ট্রোএনটারলজি বিভাগের কনসাল্টেন্ট ডা. এস এম আলী হায়দার, সিএমসিএইচ-এর এইচওডি গ্যাস্ট্রোএনটারলজি অধ্যাপক ডা. এরশাদ উদ্দিন আহমেদ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
দূষিত খাদ্য ও পানির মাধ্যমে, রক্তের মাধ্যমে ছড়ানো হেপাটাইটিস রোগের কারণে বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে ১ জন করে মৃত্যুবরণ করছেন। আমাদের দেশে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই হেপাটাইটিস সম্পর্কে জানেন না। হেপাটাইটিস বি ও সি রক্তের সংক্রমণের মাধ্যমে ছড়ায় প্রতি সেলুনে কাজ করা শতভাগই জানেননা। এসব তথ্য দিয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ডাক্তারগণ। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনলাইন ওয়েবিনারে এসব কথা বলেন তাঁরা।
আজ বুধবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে ঢাকা এভার কেয়ার হাসপাতালের উদ্যোগে একটি অনলাইন ওয়েবিনারের অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে পরামর্শ দেন অংশ নেওয়া অতিথিগণ।
বিশ্বস্বাস্থ্য সংস্থার ২০১৫ সালে নেওয়া উদ্যোগ ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলে অন্তত ৯০ শতাংশ কমিয়ে আনার একটি পরিকল্পনা করা গ্রহণ করেছিল। সে উদ্যোগ বাস্তবায়নের জন্য সর্বস্তরের সচেতন ব্যাক্তিদের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আহবান জানানো হয়।
গর্ভবতী মায়েদের কাছ থেকে তার শিশুর শরীরে এই রোগ সংক্রমিত হয়। সুতরাং হেপাটাইটিস আক্রান্ত মায়ের গর্ভ থেকে শিশুকে জন্মের পরপরই টিকা নেওয়ার পরামর্শ দেন ডাক্তারগণ। হেপাটাইটিস আক্রান্ত রোগীর শরীরের রক্ত অন্য কারো শরীরে দেওয়া হলে সেই ব্যক্তিরও হেপাটাইটিস রোগ হয় বলে জানানো হয় ওয়েবিনারে।
ওয়েবিনারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম হেপাটাইটিস রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন করা আমন্ত্রণ জানিয়েছেন। এই বিষয়ে সংশ্লিষ্ট ডাক্তারদের উদ্দেশ্যে এই আমন্ত্রণ জানান তিনি।
আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব রেজাউল করিম চৌধুরী, হেপাটাইটিস সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনায় এভারকেয়ার হসপিটাল ঢাকা’র গ্যাস্ট্রোএনটারলজি বিভাগের কনসাল্টেন্ট ডা. মোহাম্মদ লুতফুল লতিফ চৌধুরী, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট এবং হাসপাতাল-এর ডিরেক্টর অধ্যাপক ফারুক আহমেদ, এভারকেয়ার হসপিটাল ঢাকা’র গ্যাস্ট্রোএনটারলজি বিভাগের কনসাল্টেন্ট ডা. এস এম আলী হায়দার, সিএমসিএইচ-এর এইচওডি গ্যাস্ট্রোএনটারলজি অধ্যাপক ডা. এরশাদ উদ্দিন আহমেদ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রলিং করার এই অভ্যাসটিকে বলা হয় ‘ডুমস্ক্রলিং’। এটি দিয়ে মূলত মানুষের নেতিবাচক খবর খোঁজা এবং পড়ে দেখার একটি প্রবণতাকে বোঝানো হয়। ফলে ডুমস্ক্রলিং মানুষের মন খারাপের কারণ হতে পারে। কিন্তু ঠিক কীভাবে এটি মানুষের মন খারাপের কারণ হয়, সেই বিষয়টি উদ্ঘাটন করেছেন বিজ
৫ ঘণ্টা আগেসুস্থভাবে জীবনযাপন করার জন্য দেহের পুষ্টির চাহিদা মেটাতে হয়। সাধারণত পুষ্টির কথা ভাবলে মনে করি সবটুকুই আমার খাদ্য থেকেই অর্জন করি। তবে এই ধারণাটি ভুল বললেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় বলা যায়, মানুষ কিছু পুষ্টি বায়ু থেকেও শোষণ করতে পারে!
৪ দিন আগেবিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে প্রভাবিত করে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। হৃদরোগ, স্ট্রোক, কিডনির ক্ষতি এবং দৃষ্টি শক্তিসহ বেশ কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যার প্রধান ঝুঁকির কারণ এটি। এই ধরনের ঝুঁকি কমানোর জন্য স্বাস্থ্যকর জীবনযাত্রা ও বিভিন্ন ধরনের ওষুধ সেবনের পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে সম্প্রতি যুক্তরাষ
৫ দিন আগেডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ রোববার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো ৭৯ হাজার ৯৮৪ জন। মারা গেছে আরও আটজন।
৫ দিন আগে