নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বছরের শুরু থেকে ডিসেম্বরের প্রায় তৃতীয় সপ্তাহ পর্যন্ত দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত পাঁচজনের সবার মৃত্যু হয়েছে। সে হিসাবে এ বছর প্রাণঘাতী ভাইরাসটিতে মৃত্যুর হার ১০০ শতাংশ। গত বছর এতে মৃত্যুর হার ছিল ৭৭ শতাংশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ‘নিপাহ ভাইরাসের বিস্তার এবং ঝুঁকি’ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় এ তথ্য জানানো হয়।
মতবিনিময় সভায় আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকিবিষয়ক তথ্য তুলে ধরেন। তিনি জানান, ২০২৩ সালে ১৩ জন আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ১০ জন। সে বছর মৃত্যুর হার ছিল ৭৭ শতাংশ। গত বছর নতুন করে দেখা যায়, আক্রান্ত মায়ের দুধের মাধ্যমে শিশুর শরীরেও নিপাহ ভাইরাস ছড়ায়। এর প্রমাণ পাওয়া গেছে। আইইডিসিআরের পরিচালক জানান, এ বিষয়টি বাংলাদেশে প্রথম দেখা গেল।
আইইডিসিআরের তথ্য অনুযায়ী, মারাত্মক রোগ সৃষ্টিকারী এ ভাইরাসে সাধারণত আক্রান্ত রোগীর প্রায় ৭১ শতাংশ মারা যায়।
বাংলাদেশে মূলত ফলভুখ বাদুড়ের মাধ্যমে ছড়ায় নিপাহ ভাইরাস। চলতি বছর এতে আক্রান্ত পাঁচজনের দুজন শিশু, দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে দুজন মানিকগঞ্জ এবং খুলনা, শরীয়তপুর ও নওগাঁর একজন করে বাসিন্দা রয়েছেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে শীতকালে নিপাহ ভাইরাসজনিত রোগ ছড়ায়। এ দেশে মূলত বাদুড় মুখ দেওয়া খেজুরের কাঁচা রস থেকে মানুষের শরীরে নিপাহ ভাইরাসের সংক্রমণ ঘটে। তাই এ ভাইরাস থেকে মুক্ত থাকতে হলে খেজুরের রস খাওয়ার আগে জ্বাল দিয়ে নিতে হবে। পাশাপাশি আক্রান্ত রোগীকে চিকিৎসাসেবা দেওয়া ডাক্তার-নার্সদের মাস্ক ও গ্লাভস পরতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, মানুষের মধ্যে নিপাহ ভাইরাস সংক্রমণের অনেক সময় উপসর্গ থাকে না। তবে এটি অনেক সময় তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং মারাত্মক এনসেফালাইটিস (একধরনের ভাইরাসবাহিত রোগ) পর্যন্ত বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে। বৈশ্বিক পরিসরে নিপাহ ভাইরাসের সংক্রমণের ফলে ৪০-৭৫ শতাংশ পর্যন্ত মৃত্যুর নজির রয়েছে। ভাইরাসটি প্রকৃতিতে থাকা বাদুড় বা গরু, ছাগল ও শূকরের মতো গৃহপালিত প্রাণী কিংবা তাদের মুখ দেওয়া খাবার থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে। এটি সরাসরি আক্রান্ত মানুষ থেকে অন্য মানুষেও ছড়ায়।
আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সহযোগী বিজ্ঞানী ও প্রকল্প সমন্বয়ক (সংক্রামক রোগ) সৈয়দ মইনউদ্দিন সাত্তার বলেন, ‘সারা দেশে আইইডিসিআর ও আইসিডিডিআরবিতে নিপাহ ভাইরাস শনাক্তের ব্যবস্থা রয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানেও যেন এ পরীক্ষা করা যায়, তার জন্য নতুন পদ্ধতির ব্যবস্থা করা হচ্ছে।’
মানুষের মধ্যে এ ভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হয় ১৯৯৮ সালে মালয়েশিয়ায়। ২০০১ সালে বাংলাদেশে প্রথম মানবদেহে এ ভাইরাস ধরা পড়ে। প্রথম দিকে বাংলাদেশের উত্তরাঞ্চলে ভাইরাসটির সংক্রমণ দেখা গেলেও এখন মধ্যাঞ্চলেও সংক্রমণ ঘটছে। প্রথমবারের মতো নরসিংদী ও শরীয়তপুরে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। বাংলাদেশে আক্রান্তদের অনেকেই সংক্রমিত মানুষের সংস্পর্শে এসেছিলেন।
স্বাস্থ্যসেবা বিভাগের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বলছে, ২০০১ সালে দেশে প্রথমবারের মতো মেহেরপুর জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ ঘটে। ভাইরাসজনিত রোগটি সারা দেশের মোট ৩৪টি জেলায় ছড়িয়েছে। সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৩৪৭ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৭১ শতাংশের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ মৃত্যুহার আশঙ্কাজনক।
আইইডিসিআর বলেছে, দেশে নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি নিরূপণের জন্য তাঁরা এবং আইসিডিডিআরবি ২০০৬ সাল থেকে পর্যায়ক্রমে ৮টি মেডিকেল কলেজ হাসপাতালে রোগতত্ত্বের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
আক্রান্ত ও মৃত্যুর খতিয়ান
সরকারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে ২০০১ সালে ১৩ জনের শরীরে নিপাহ ভাইরাসের সংক্রমণ চিহ্নিত হয়েছিল। তার মধ্যে মারা যান ৯ জন। ২০০৩ সালে ১২ জনের মধ্যে ৮, ২০০৪ সালে ৬৭ জনের মধ্যে ৫০, ২০০৫ সালে ১২ জনের মধ্যে ১১, ২০০৭ সালে ১৮ জনের মধ্যে ৯, ২০০৮ সালে ১১ জনের মধ্যে ৭, ২০০৯ সালে ৪ জনের মধ্যে ১, ২০১০ সালে ১৮ জনের মধ্যে ১৬, ২০১১ সালে ৪৩ জনের মধ্যে ৩৭, ২০১২ সালে ১৭ জনের মধ্যে ১২, ২০১৩ সালে ৩১ জনের মধ্যে ২৫, ২০১৪ সালে ৩৭ জনের মধ্যে ১৬, ২০১৫ সালে ১৫ জনের মধ্যে ১১, ২০১৭ সালে ৩ জনের মধ্যে ২, ২০১৮ সালে ৪ জনের মধ্যে ২, ২০১৯ সালে ৮ জনের মধ্যে ৭, ২০২০ সালে ৭ জনের মধ্যে ৫ এবং ২০২২ সালে ৩ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়। ২০০২, ২০০৬ ও ২০১৬ সালে কোনো সংক্রমণের ঘটনা ধরা পড়েনি। ২০২১ সালে ২ জন রোগী থাকলেও কারও মৃত্যু হয়নি।
চলতি বছরের শুরু থেকে ডিসেম্বরের প্রায় তৃতীয় সপ্তাহ পর্যন্ত দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত পাঁচজনের সবার মৃত্যু হয়েছে। সে হিসাবে এ বছর প্রাণঘাতী ভাইরাসটিতে মৃত্যুর হার ১০০ শতাংশ। গত বছর এতে মৃত্যুর হার ছিল ৭৭ শতাংশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ‘নিপাহ ভাইরাসের বিস্তার এবং ঝুঁকি’ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় এ তথ্য জানানো হয়।
মতবিনিময় সভায় আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকিবিষয়ক তথ্য তুলে ধরেন। তিনি জানান, ২০২৩ সালে ১৩ জন আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ১০ জন। সে বছর মৃত্যুর হার ছিল ৭৭ শতাংশ। গত বছর নতুন করে দেখা যায়, আক্রান্ত মায়ের দুধের মাধ্যমে শিশুর শরীরেও নিপাহ ভাইরাস ছড়ায়। এর প্রমাণ পাওয়া গেছে। আইইডিসিআরের পরিচালক জানান, এ বিষয়টি বাংলাদেশে প্রথম দেখা গেল।
আইইডিসিআরের তথ্য অনুযায়ী, মারাত্মক রোগ সৃষ্টিকারী এ ভাইরাসে সাধারণত আক্রান্ত রোগীর প্রায় ৭১ শতাংশ মারা যায়।
বাংলাদেশে মূলত ফলভুখ বাদুড়ের মাধ্যমে ছড়ায় নিপাহ ভাইরাস। চলতি বছর এতে আক্রান্ত পাঁচজনের দুজন শিশু, দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে দুজন মানিকগঞ্জ এবং খুলনা, শরীয়তপুর ও নওগাঁর একজন করে বাসিন্দা রয়েছেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে শীতকালে নিপাহ ভাইরাসজনিত রোগ ছড়ায়। এ দেশে মূলত বাদুড় মুখ দেওয়া খেজুরের কাঁচা রস থেকে মানুষের শরীরে নিপাহ ভাইরাসের সংক্রমণ ঘটে। তাই এ ভাইরাস থেকে মুক্ত থাকতে হলে খেজুরের রস খাওয়ার আগে জ্বাল দিয়ে নিতে হবে। পাশাপাশি আক্রান্ত রোগীকে চিকিৎসাসেবা দেওয়া ডাক্তার-নার্সদের মাস্ক ও গ্লাভস পরতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, মানুষের মধ্যে নিপাহ ভাইরাস সংক্রমণের অনেক সময় উপসর্গ থাকে না। তবে এটি অনেক সময় তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং মারাত্মক এনসেফালাইটিস (একধরনের ভাইরাসবাহিত রোগ) পর্যন্ত বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে। বৈশ্বিক পরিসরে নিপাহ ভাইরাসের সংক্রমণের ফলে ৪০-৭৫ শতাংশ পর্যন্ত মৃত্যুর নজির রয়েছে। ভাইরাসটি প্রকৃতিতে থাকা বাদুড় বা গরু, ছাগল ও শূকরের মতো গৃহপালিত প্রাণী কিংবা তাদের মুখ দেওয়া খাবার থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে। এটি সরাসরি আক্রান্ত মানুষ থেকে অন্য মানুষেও ছড়ায়।
আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সহযোগী বিজ্ঞানী ও প্রকল্প সমন্বয়ক (সংক্রামক রোগ) সৈয়দ মইনউদ্দিন সাত্তার বলেন, ‘সারা দেশে আইইডিসিআর ও আইসিডিডিআরবিতে নিপাহ ভাইরাস শনাক্তের ব্যবস্থা রয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানেও যেন এ পরীক্ষা করা যায়, তার জন্য নতুন পদ্ধতির ব্যবস্থা করা হচ্ছে।’
মানুষের মধ্যে এ ভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হয় ১৯৯৮ সালে মালয়েশিয়ায়। ২০০১ সালে বাংলাদেশে প্রথম মানবদেহে এ ভাইরাস ধরা পড়ে। প্রথম দিকে বাংলাদেশের উত্তরাঞ্চলে ভাইরাসটির সংক্রমণ দেখা গেলেও এখন মধ্যাঞ্চলেও সংক্রমণ ঘটছে। প্রথমবারের মতো নরসিংদী ও শরীয়তপুরে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। বাংলাদেশে আক্রান্তদের অনেকেই সংক্রমিত মানুষের সংস্পর্শে এসেছিলেন।
স্বাস্থ্যসেবা বিভাগের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বলছে, ২০০১ সালে দেশে প্রথমবারের মতো মেহেরপুর জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ ঘটে। ভাইরাসজনিত রোগটি সারা দেশের মোট ৩৪টি জেলায় ছড়িয়েছে। সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৩৪৭ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৭১ শতাংশের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ মৃত্যুহার আশঙ্কাজনক।
আইইডিসিআর বলেছে, দেশে নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি নিরূপণের জন্য তাঁরা এবং আইসিডিডিআরবি ২০০৬ সাল থেকে পর্যায়ক্রমে ৮টি মেডিকেল কলেজ হাসপাতালে রোগতত্ত্বের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
আক্রান্ত ও মৃত্যুর খতিয়ান
সরকারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে ২০০১ সালে ১৩ জনের শরীরে নিপাহ ভাইরাসের সংক্রমণ চিহ্নিত হয়েছিল। তার মধ্যে মারা যান ৯ জন। ২০০৩ সালে ১২ জনের মধ্যে ৮, ২০০৪ সালে ৬৭ জনের মধ্যে ৫০, ২০০৫ সালে ১২ জনের মধ্যে ১১, ২০০৭ সালে ১৮ জনের মধ্যে ৯, ২০০৮ সালে ১১ জনের মধ্যে ৭, ২০০৯ সালে ৪ জনের মধ্যে ১, ২০১০ সালে ১৮ জনের মধ্যে ১৬, ২০১১ সালে ৪৩ জনের মধ্যে ৩৭, ২০১২ সালে ১৭ জনের মধ্যে ১২, ২০১৩ সালে ৩১ জনের মধ্যে ২৫, ২০১৪ সালে ৩৭ জনের মধ্যে ১৬, ২০১৫ সালে ১৫ জনের মধ্যে ১১, ২০১৭ সালে ৩ জনের মধ্যে ২, ২০১৮ সালে ৪ জনের মধ্যে ২, ২০১৯ সালে ৮ জনের মধ্যে ৭, ২০২০ সালে ৭ জনের মধ্যে ৫ এবং ২০২২ সালে ৩ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়। ২০০২, ২০০৬ ও ২০১৬ সালে কোনো সংক্রমণের ঘটনা ধরা পড়েনি। ২০২১ সালে ২ জন রোগী থাকলেও কারও মৃত্যু হয়নি।
দ্রুত ওজন কমানোর জনপ্রিয় ডায়েট ইন্টারমিটেন্ট ফাস্টিং। দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় এই ডায়েটে। ফলে শক্তির জন্য চর্বি পোড়াতে শুরু করে শরীর এবং ওজন কমতে শুরু করে। তবে এই ডায়েটের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এটি চুলের গজানো হার ধীর করে দেয়, ফলে চুলের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। এমনকি মাথায় টাকও পড়তে পারে।
১ দিন আগেমানুষের হারানো দাঁত আবার গজাতে পারে—এমনই সম্ভাবনা নিয়ে কাজ করছেন জাপানি গবেষকেরা। তাঁরা একটি নতুন ওষুধও পরীক্ষা করছেন। এই পরীক্ষা সফল হলে দাঁত হারানোর সমস্যার সমাধানে ডেনচার বা ইমপ্লান্টের বিকল্প হতে পারে ওষুধটি।
৫ দিন আগেদীর্ঘ সময় কাজের চাপে মস্তিষ্কের কার্যক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে যায়। এমন সময় স্বাস্থ্যকর স্ন্যাক্স হতে পারে আপনার সেরা সঙ্গী। এগুলো শুধু ক্ষুধা মেটাবে না, বরং মস্তিষ্ককে উদ্দীপিত করে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে।
৫ দিন আগেমহান বিজয় দিবস উপলক্ষে এবং শহীদদের আত্মার শান্তি কামনায় মানুষের সেবার জন্য আলোক হেলথকেয়ার আয়োজন করতে যাচ্ছে বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প। আগামী সোমবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত এই ক্যাম্প চলবে।
৬ দিন আগে