বিশেষ প্রতিনিধি, ঢাকা
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) গত রোববার রোবক্যাথ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে দুজন রোগীর চিকিৎসা করা হয়েছে। রোবক্যাথ নামক যন্ত্র বিক্রির জন্য একটি কোম্পানির পক্ষে সাময়িকভাবে তা ব্যবহার করতে দেওয়া হয়েছে। যদিও বিশ্বব্যাপী এই পদ্ধতি সাধারণ চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদিত হয়নি। তা ছাড়া এই যন্ত্র ব্যবহারে সামান্য ত্রুটি হলেই রোগীর মৃত্যু হওয়ার ঝুঁকি থাকে।
জার্নাল অব নিউরোইন্টারভেনশনে এ-সংক্রান্ত এক গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, এটি সর্বস্তরে ক্লিনিক্যাল ব্যবহারের জন্য অনুমোদিত নয়।
এনআইসিভিডির একাধিক চিকিৎসক জানান, দেশে এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো চিকিৎসক নেই। মূলত ২০ থেকে ২৫ কোটি টাকা দামের এই যন্ত্র কিনতে চিকিৎসার কৌশল নেওয়া হয়েছে।
রোবক্যাথের মাধ্যমে অস্ত্রোপচারকারী দলের প্রধান এনআইসিভিডির সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার কর্মকার অবশ্য গণমাধ্যমে বলেন, রোবক্যাথ আর ওয়ান সিস্টেমে ক্যাথল্যাবে একটি রোবোটিক হাত থাকে। দূর থেকে এটি নিয়ন্ত্রণ করেন চিকিৎসকেরা। আগে চিকিৎসকেরা সরাসরি নিজ হাতে যে কাজটি করতেন, সেটি এই পদ্ধতিতে রোবটের মাধ্যমে করা হয়। এতে কাজটি অনেক নিখুঁত হয়। অস্ত্রোপচারে সময় কম লাগে।
এ প্রসঙ্গে এনআইসিভিডির সাবেক পরিচালক অধ্যাপক এ কে এম মহিবুল্লাহ বলেন, ‘আমাদের দেশের হৃদ্রোগ বিশেষজ্ঞরা এখনো কনভেনশনাল এনজিওপ্লাস্টি থেকে পিছিয়ে আছেন। কনভেনশনাল এনজিওপ্লাস্টিতে পারদর্শী না হলে রোবক্যাথ করার প্রশ্নই আসে না। পৃথিবীর সব দেশেই কনভেনশনাল এনজিওপ্লাস্টিতে গুরুত্ব দেওয়া হয়।
এখনো কোথাও এই পদ্ধতিকে ক্লিনিক্যাল ঘোষণা করা হয়নি। সম্প্রতি মুজিবুর রহমান ভুইয়া নামের একজন চিকিৎসক সিঙ্গাপুরে এই পদ্ধতিতে চিকিৎসা করাতে গিয়ে মৃত্যুবরণ করেন।’ তিনি আরও বলেন, এই পদ্ধতি বেশ ব্যয়বহুল। এই পদ্ধতিতে অবশ্য চিকিৎসক বিকিরণ ঝুঁকিমুক্ত থাকেন। তবে ছোটখাটো সমস্যা হলেও রোগীর জীবন ঝুঁকিতে পড়তে পারে।
প্রখ্যাত হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. মমিনুজ্জামান বলেন, ‘এটি দ্বিতীয় প্রজন্মের চিকিৎসাপদ্ধতি। অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় দেশের কোনো বেসরকারি হাসপাতাল এই পদ্ধতিতে চিকিৎসা করাবে না। তবে সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও গবেষণার জন্য এটি ব্যবহার করা যেতে পারে। এর একটি সুবিধা আছে, সেটি হলো দূর থেকে পরিচালনা করা সম্ভব। তবে আমাদের মতো দরিদ্র দেশে এই ব্যয়বহুল চিকিৎসাপদ্ধতি অপ্রয়োজনীয়।’
এ বিষয়ে এনআইসিভিডির সাবেক পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান বলেন, রোবক্যাথ আর ওয়ান সিস্টেমের বিষয়টি এখনো পরীক্ষামূলক। এ বিষয়ে মন্তব্য করার সময় আসেনি।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) গত রোববার রোবক্যাথ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে দুজন রোগীর চিকিৎসা করা হয়েছে। রোবক্যাথ নামক যন্ত্র বিক্রির জন্য একটি কোম্পানির পক্ষে সাময়িকভাবে তা ব্যবহার করতে দেওয়া হয়েছে। যদিও বিশ্বব্যাপী এই পদ্ধতি সাধারণ চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদিত হয়নি। তা ছাড়া এই যন্ত্র ব্যবহারে সামান্য ত্রুটি হলেই রোগীর মৃত্যু হওয়ার ঝুঁকি থাকে।
জার্নাল অব নিউরোইন্টারভেনশনে এ-সংক্রান্ত এক গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, এটি সর্বস্তরে ক্লিনিক্যাল ব্যবহারের জন্য অনুমোদিত নয়।
এনআইসিভিডির একাধিক চিকিৎসক জানান, দেশে এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো চিকিৎসক নেই। মূলত ২০ থেকে ২৫ কোটি টাকা দামের এই যন্ত্র কিনতে চিকিৎসার কৌশল নেওয়া হয়েছে।
রোবক্যাথের মাধ্যমে অস্ত্রোপচারকারী দলের প্রধান এনআইসিভিডির সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার কর্মকার অবশ্য গণমাধ্যমে বলেন, রোবক্যাথ আর ওয়ান সিস্টেমে ক্যাথল্যাবে একটি রোবোটিক হাত থাকে। দূর থেকে এটি নিয়ন্ত্রণ করেন চিকিৎসকেরা। আগে চিকিৎসকেরা সরাসরি নিজ হাতে যে কাজটি করতেন, সেটি এই পদ্ধতিতে রোবটের মাধ্যমে করা হয়। এতে কাজটি অনেক নিখুঁত হয়। অস্ত্রোপচারে সময় কম লাগে।
এ প্রসঙ্গে এনআইসিভিডির সাবেক পরিচালক অধ্যাপক এ কে এম মহিবুল্লাহ বলেন, ‘আমাদের দেশের হৃদ্রোগ বিশেষজ্ঞরা এখনো কনভেনশনাল এনজিওপ্লাস্টি থেকে পিছিয়ে আছেন। কনভেনশনাল এনজিওপ্লাস্টিতে পারদর্শী না হলে রোবক্যাথ করার প্রশ্নই আসে না। পৃথিবীর সব দেশেই কনভেনশনাল এনজিওপ্লাস্টিতে গুরুত্ব দেওয়া হয়।
এখনো কোথাও এই পদ্ধতিকে ক্লিনিক্যাল ঘোষণা করা হয়নি। সম্প্রতি মুজিবুর রহমান ভুইয়া নামের একজন চিকিৎসক সিঙ্গাপুরে এই পদ্ধতিতে চিকিৎসা করাতে গিয়ে মৃত্যুবরণ করেন।’ তিনি আরও বলেন, এই পদ্ধতি বেশ ব্যয়বহুল। এই পদ্ধতিতে অবশ্য চিকিৎসক বিকিরণ ঝুঁকিমুক্ত থাকেন। তবে ছোটখাটো সমস্যা হলেও রোগীর জীবন ঝুঁকিতে পড়তে পারে।
প্রখ্যাত হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. মমিনুজ্জামান বলেন, ‘এটি দ্বিতীয় প্রজন্মের চিকিৎসাপদ্ধতি। অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় দেশের কোনো বেসরকারি হাসপাতাল এই পদ্ধতিতে চিকিৎসা করাবে না। তবে সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও গবেষণার জন্য এটি ব্যবহার করা যেতে পারে। এর একটি সুবিধা আছে, সেটি হলো দূর থেকে পরিচালনা করা সম্ভব। তবে আমাদের মতো দরিদ্র দেশে এই ব্যয়বহুল চিকিৎসাপদ্ধতি অপ্রয়োজনীয়।’
এ বিষয়ে এনআইসিভিডির সাবেক পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান বলেন, রোবক্যাথ আর ওয়ান সিস্টেমের বিষয়টি এখনো পরীক্ষামূলক। এ বিষয়ে মন্তব্য করার সময় আসেনি।
আর্থিক সীমাবদ্ধতার কারণে ওই রোগী খাদ্যাভ্যাসের ব্যাপারে সচেতন ছিলেন না। তাঁর নিয়মিত খাদ্যতালিকায় প্রধানত ছিল প্রক্রিয়াজাত খাবার। সবজি বা ফলে তেমন খেতেন না। কখনো কখনো সঠিক সময়ে খাবার গ্রহণ করতেন না। তিনি গ্যাস্ট্রিক বাইপাস সার্জারির পর নির্ধারিত ভিটামিন এবং খনিজের সাপ্লিমেন্টও গ্রহণ করা বন্ধ করে দিয়ে
২ দিন আগেদেশের প্রায় ৫০ লাখ শিশু বিভিন্ন পর্যায়ের কিডনি রোগে ভুগছে। এসব রোগীর মধ্যে আড়াই লাখ দীর্ঘমেয়াদি কিডনি রোগে ভুগছে। দেশের বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগের আগত শিশু রোগীদের প্রায় ৫ শতাংশ কিডনির সমস্যা নিয়ে আসে। শিশুর কিডনি বিকল রোগে পেরিটোনিয়াল ডায়ালাইসিস শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এসব কথা ব
৩ দিন আগেরক্তচাপ কমাতে দৈনিক একটি বিশেষ ‘সুপারফুড’–এর ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রতিদিন ২৫০ মিলি বিটরুট জুস রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে বলে দাবি করছেন বিজ্ঞানীরা।
৪ দিন আগেনারী, গর্ভপাত, স্বাস্থ্য, পরিসংখ্যান, কন্যাশিশু, ভ্রূণ, পরিসংখ্যা ব্যুরো
৪ দিন আগে