জেনে নিই, ভালো থাকি
ডা. মো. মাজহারুল হক তানিম
থাইরয়েড হলো শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা হরমোন তৈরি এবং আমাদের শরীরের নানা কাজ নিয়ন্ত্রণ করে। যদি থাইরয়েড হরমোনের মাত্রা স্বাভাবিক না থাকে, তাহলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। থাইরয়েডের রোগীরা বিভিন্ন ধরনের লক্ষণ ও সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসেন পরামর্শ পেতে। যদি কারও শরীরে থাইরয়েড হরমোন কম থাকে, তাহলে সে হাইপোথাইরয়েডিজমে ভুগছেন। এটি বোঝার উপায় হলো টিএইচএসের মাত্রা নরমাল রেঞ্জের তুলনায় বেশি থাকবে। অন্যদিকে এফটিফোর কম থাকবে। অনেক সময় রোগীরা বলেন, টিএসএইচ বেশি, কিন্তু ডাক্তার বলছেন, এটা হাইপো। এর কারণ হলো, টিএসএইচের মাত্রা বেশি থাকলেই তাকে হাইপো বলা হয়।
লক্ষণ
শরীরে থাইরয়েড হরমোন কম থাকলে এটি হাইপোথাইরয়েডিজম হিসেবে পরিচিত। এর জন্য সাধারণত শরীরে কিছু লক্ষণ দেখা দিতে পারে।
শরীরে ব্যথা: অনেক সময় রোগীরা পা, কোমর বা গোড়ালির ব্যথা নিয়ে আসেন। প্রথমে তাঁরা অর্থোপেডিকস ডাক্তার দেখান, কিন্তু পরে থাইরয়েড পরীক্ষা করা হলে বুঝতে পারেন, এটি আসলে হাইপোথাইরয়েডিজমের কারণে হয়েছে।
শরীর ফুলে যাওয়া: থাইরয়েডের সমস্যা হলে শরীরে পানি জমে যেতে পারে, ফলে পা বা চোখের আশপাশে ফুলে যাওয়ার আশঙ্কা থাকে। অনেকে এটিকে কিডনির সমস্যা ভাবেন, কিন্তু পরে পরীক্ষা করে দেখা যায়, এটি থাইরয়েডের কারণ।
শারীরিক দুর্বলতা এবং ঘুম ঘুম ভাব: অনেক সময় হালকা দুর্বলতা, ক্লান্ত লাগা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা হয়, যা থাইরয়েডের কারণে হতে পারে।
গাইনি সমস্যা: নারীদের মাসিক অনিয়মিত হওয়া, অনেক দিন মাসিক না হওয়া কিংবা টানা ২৫ দিন ধরে মাসিক হওয়া, বাচ্চা না হওয়া, ইনফার্টিলিটির সমস্যা, বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সমস্যা নিয়েও অনেকে হরমোনের চিকিৎসকের কাছে আসেন, যা থাইরয়েডের কারণেও হতে পারে।
থাইরয়েডের সমস্যা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে প্রভাবিত করতে পারে এবং এর লক্ষণগুলো অনেক সময় অন্য কোনো সমস্যার মতো মনে হতে পারে। যেমন কিডনি কিংবা হার্টের সমস্যা।
যদি ওপরের কোনো লক্ষণ বোঝা যায়, তাহলে থাইরয়েডের পরীক্ষা অবশ্যই করিয়ে নিতে হবে।
পরামর্শ দিয়েছেন: হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল
থাইরয়েড হলো শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা হরমোন তৈরি এবং আমাদের শরীরের নানা কাজ নিয়ন্ত্রণ করে। যদি থাইরয়েড হরমোনের মাত্রা স্বাভাবিক না থাকে, তাহলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। থাইরয়েডের রোগীরা বিভিন্ন ধরনের লক্ষণ ও সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসেন পরামর্শ পেতে। যদি কারও শরীরে থাইরয়েড হরমোন কম থাকে, তাহলে সে হাইপোথাইরয়েডিজমে ভুগছেন। এটি বোঝার উপায় হলো টিএইচএসের মাত্রা নরমাল রেঞ্জের তুলনায় বেশি থাকবে। অন্যদিকে এফটিফোর কম থাকবে। অনেক সময় রোগীরা বলেন, টিএসএইচ বেশি, কিন্তু ডাক্তার বলছেন, এটা হাইপো। এর কারণ হলো, টিএসএইচের মাত্রা বেশি থাকলেই তাকে হাইপো বলা হয়।
লক্ষণ
শরীরে থাইরয়েড হরমোন কম থাকলে এটি হাইপোথাইরয়েডিজম হিসেবে পরিচিত। এর জন্য সাধারণত শরীরে কিছু লক্ষণ দেখা দিতে পারে।
শরীরে ব্যথা: অনেক সময় রোগীরা পা, কোমর বা গোড়ালির ব্যথা নিয়ে আসেন। প্রথমে তাঁরা অর্থোপেডিকস ডাক্তার দেখান, কিন্তু পরে থাইরয়েড পরীক্ষা করা হলে বুঝতে পারেন, এটি আসলে হাইপোথাইরয়েডিজমের কারণে হয়েছে।
শরীর ফুলে যাওয়া: থাইরয়েডের সমস্যা হলে শরীরে পানি জমে যেতে পারে, ফলে পা বা চোখের আশপাশে ফুলে যাওয়ার আশঙ্কা থাকে। অনেকে এটিকে কিডনির সমস্যা ভাবেন, কিন্তু পরে পরীক্ষা করে দেখা যায়, এটি থাইরয়েডের কারণ।
শারীরিক দুর্বলতা এবং ঘুম ঘুম ভাব: অনেক সময় হালকা দুর্বলতা, ক্লান্ত লাগা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা হয়, যা থাইরয়েডের কারণে হতে পারে।
গাইনি সমস্যা: নারীদের মাসিক অনিয়মিত হওয়া, অনেক দিন মাসিক না হওয়া কিংবা টানা ২৫ দিন ধরে মাসিক হওয়া, বাচ্চা না হওয়া, ইনফার্টিলিটির সমস্যা, বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সমস্যা নিয়েও অনেকে হরমোনের চিকিৎসকের কাছে আসেন, যা থাইরয়েডের কারণেও হতে পারে।
থাইরয়েডের সমস্যা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে প্রভাবিত করতে পারে এবং এর লক্ষণগুলো অনেক সময় অন্য কোনো সমস্যার মতো মনে হতে পারে। যেমন কিডনি কিংবা হার্টের সমস্যা।
যদি ওপরের কোনো লক্ষণ বোঝা যায়, তাহলে থাইরয়েডের পরীক্ষা অবশ্যই করিয়ে নিতে হবে।
পরামর্শ দিয়েছেন: হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল
যাঁরা মোবাইল বা কোনো স্ক্রিনের সামনে দীর্ঘ সময় কাটান, তাদের জন্য সতর্কবার্তা। গবেষণা বলছে, দিনে মাত্র ১ ঘণ্টা স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহারের ফলে মায়োপিয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। মায়োপিয়ার সমস্যায় মানুষ কাছের জিনিস স্পষ্ট দেখলেও দূরের বস্তু ঝাপসা দেখে।
২ দিন আগেশিশুরা ভাইরাস সংক্রমণের প্রতি খুব সংবেদনশীল, বিশেষত মৌসুম পরিবর্তনের সময়। ভাইরাসজনিত জ্বর শিশুদের জন্য সাধারণ বিষয় হলেও কখনো কখনো তা গুরুতর পরিস্থিতি তৈরি করতে পারে। যথাসময়ে টিকা দেওয়া হলে ভাইরাস জ্বরসহ নানা সংক্রামক রোগ থেকে শিশুরা সুরক্ষিত থাকে।
৩ দিন আগেনারীদের প্রজননতন্ত্রের বিভিন্ন ক্যানসারের মধ্যে ডিম্বাশয়ের ক্যানসার অন্যতম। এতে মৃত্যুহার খুব বেশি, ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। ডিম্বাশয়ের আবরণ, ডিম্বনালি ও পেরিটেনিয়ামের ক্যানসারকে একসঙ্গে ডিম্বাশয়ের ক্যানসার বলে। কারণ, উপসর্গ, রোগনির্ণয় এবং চিকিৎসাপদ্ধতিও তাদের একই রকম। এই ক্যানসার সাধারণত..
৩ দিন আগেমেয়েদের শরীরে লোম থাকতে পারে। কিন্তু তা অতি দ্রুত ও মোটা হয়ে পুরুষের লোমের মতো মুখ, পিঠ, বুক এবং শরীরের বিভিন্ন জায়গায় উঠলে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের লোমকেই হারসুটিজম বা অবাঞ্ছিত লোম বলে।
৩ দিন আগে