Ajker Patrika

ইউনিসেফের প্রতিবেদন

বিশ্বব্যাপী তরুণদের মধ্যে এইডস বাড়ছে, বেশি ঝুঁকিতে কিশোরীরা

১৫ থেকে ১৯ বছর বয়সী এইডস আক্রান্তদের মধ্যে ৭০ শতাংশই নারী। ছবি: এএফপি
১৫ থেকে ১৯ বছর বয়সী এইডস আক্রান্তদের মধ্যে ৭০ শতাংশই নারী। ছবি: এএফপি

আজ ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে চলে’। গতকাল শনিবার জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এক প্রতিবেদনে জানিয়েছে, ১৫ থেকে ১৯ বছর বয়সী এইডস আক্রান্তদের মধ্যে ৭০ শতাংশই নারী। এর মধ্যে সাব–সাহারা আফ্রিকায় এই হার ৯০ শতাংশ ছাড়িয়ে গেছে। জরুরি পদক্ষেপ না নেওয়া হলে এইডস মোকাবিলায় বিশ্বের যতটুকু অগ্রগতি, তা ব্যর্থ হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, গত দশকে বিশ্বব্যাপী এইচআইভি আক্রান্ত শিশু এবং কিশোর–কিশোরীর সংখ্যা কমলেও, কিশোরীদের এখনো যথাযথ প্রতিরোধ ব্যবস্থা ও সহায়তা পেতে বেগ পেতে হচ্ছে। ছেলেদের চেয়ে মেয়েদের এইচআইভি আক্রান্ত হওয়ার সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে, বিশেষ করে সাব–সাহারা আফ্রিকায়।

ইউনিসেফ জানিয়েছে, গত বছর বিশ্বব্যাপী এইডস আক্রান্তদের মধ্যে ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়ে ছিল ৯৬ হাজার এবং ছেলে ৪১ হাজার। এ ছাড়া শূন্য থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে এইচআইভি আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৫০ হাজার। সে হিসাবে বর্তমানে বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের ২৪ লাখ জন এইডস আক্রান্ত।

গত বছর ৯০ হাজারেরও বেশি শিশু–কিশোর এইডস সংক্রান্ত জটিলতায় মারা যায়, যাদের ৭৩ শতাংশের বয়স ১০ বছরের কম। ১৪ বছর বা এর কম বয়সী এইচআইভি আক্রান্তের সংখ্যা মাত্র ৩ শতাংশ হলেও ২০২৩ সালে এইডসে মৃত্যুর ১২ শতাংশ এই বয়সী শিশু।

ইউনিসেফ জানিয়েছে, এইচআইভি আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে ৭৭ শতাংশ মানুষ এইডস রোগের প্রতিষেধক হিসেবে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি পাচ্ছেন। তবে ১৪ বছর ও এর চেয়ে কম বয়সী শিশুদের মধ্যে মাত্র ৫৭ শতাংশ এবং ১৫–১৯ বছর বয়সীদের মধ্যে ৬৫ শতাংশ কিশোর–কিশোরী এ থেরাপি পাচ্ছেন।

ইউনিসেফের এইচআইভি/এইডস বিষয়ক সহযোগী পরিচালক অনুরিতা বেইন্স বলেন, অনেক দেশ এইডস নির্মূলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও শিশু–কিশোরেরা ঠিকমতো উন্নত চিকিৎসা এবং প্রতিরোধ সুবিধা পাচ্ছে না। এইচআইভি আক্রান্ত শিশুদের চিকিৎসার অগ্রাধিকার দিতে হবে। প্রযুক্তি উন্নত করা এবং সবার জন্য চিকিৎসা সুযোগ বাড়াতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত