হাড়ে ক্যানসার বা টিউমারের লক্ষণ ও চিকিৎসা

ডা. মো. সিরাজুস সালেহীন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৭: ৫৩

যখন অস্বাভাবিক কোষগুলো হাড়ে বৃদ্ধি পায়, স্বাভাবিক হাড়ের কোষ ধ্বংস করে, সেটাই হাড়ের ক্যানসার। এটি  হাড়ে হতে পারে বা শরীরের অন্যান্য অংশ থেকে হাড়ে ছড়িয়ে যেতে পারে।

এটি দুর্লভ ধরনের রোগ। অধিকাংশ হাড়ে টিউমার বেনাইন হয়, অর্থাৎ এটি ক্যানসার নয় এবং শরীরের অন্যান্য অংশে ছড়ায় না। তবে তা হাড় দুর্বল করতে পারে এবং হাড় ভাঙা বা অন্য সমস্যা তৈরি করতে পারে। 

প্রাইমারি হাড়ে ক্যানসার
এটি একটি ক্যানসার টিউমার। এটি কেন হয় কিংবা এর পেছনে জিনের ভূমিকা আছে কি না, সে বিষয়ে বিশেষজ্ঞরা নিশ্চিত নন। 
উদাহরণ হলো, অস্টিও সারকোমা। সাধারণত টিনএজারদের হয়ে থাকে, ইউইংস সারকোমা হয়ে থাকে ৫ থেকে ২০ বছরে এবং কন্ড্রোসারকোমা ৪০ থেকে ৭০ বছরের মধ্যে হয়।
 
সেকেন্ডারি হাড়ে ক্যানসার 
এ ক্ষেত্রে ক্যানসার সাধারণত শরীরের অন্য অংশ থেকে শুরু হয়ে পরবর্তী সময়ে হাড়কে আক্রান্ত করে থাকে। একে মেটাসটেটিক ক্যানসারও বলা হয়। সাধারণত স্তন ক্যানসার, প্রোস্টেট ক্যানসার, ফুসফুসের ক্যানসার থেকে সেকেন্ডারি হাড়ে ক্যানসার হতে পারে।

ঝুঁকি বাড়ার কারণ

ক্যানসারের চিকিৎসা: অন্যান্য অঙ্গে ক্যানসারের চিকিৎসা হিসেবে রেডিয়েশন, স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বা নির্দিষ্ট কিছু কেমোথেরাপি ওষুধ ব্যবহার করলে হাড়ে ক্যানসার হতে পারে।

  • জেনেটিকস বা বংশগত কারণ
  • পেজেটস ডিজিজ অব বোন 

হাড়ে ক্যানসারের লক্ষণ

  • আক্রান্ত স্থান ফুলে ওঠা
  • আক্রান্ত স্থানে ব্যথা, যা হাঁটাচলা বা কাজকর্মের সঙ্গে বাড়ে
  • জ্বর
  • ওজন কমে যাওয়া
  • কাশি

মনে রাখতে হবে, ঘটনাক্রমে অন্য সমস্যার জন্য এক্স-রে করতে গিয়ে হাড়ের ক্যানসার ধরা পড়তে পারে।

পরীক্ষা-নিরীক্ষা
এর জন্য প্রয়োজন রোগীর ইতিহাস, শারীরিক পরীক্ষা, ইমেজিং অর্থাৎ এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান, পেট স্ক্যান, হাড় স্ক্যান। এর সঙ্গে কিছু ল্যাবরেটরি পরীক্ষা করাতে হবে। যেমন আলফা ফিটো প্রোটিন, কারসিনো এম্ব্রায়নিক এন্টিজেন। তবে সুনিশ্চিতভাবে হাড়ের ক্যানসার নির্ণয় করার জন্য বায়োপসি করা প্রয়োজন।
 
চিকিৎসা

  • বিনাইন টিউমারের ক্ষেত্রে: নিয়মিত পর্যবেক্ষণ।
  • ম্যালিগ্ন্যান্ট টিউমারের ক্ষেত্রে অঙ্গ সংরক্ষণ অপারেশন: এখানে ক্যানসারসহ অংশটি কেটে বাদ দিয়ে আর্টিফিশিয়াল মেটালিক ইমপ্লান্ট বসানো হয়।
  • অ্যাম্পুটেশন: যদি একটি টিউমার বড় হয় বা নার্ভ এবং রক্তনালি পর্যন্ত পৌঁছে যায়, তখন পুরো অঙ্গটিই অপারেশন করে ফেলে দেওয়া হয়।
  • রেডিয়েশন থেরাপি।
  • কেমোথেরাপি। 
    হাড়ে ক্যানসার এবং এর চিকিৎসার ফলাফল নির্ভর করে ক্যানসারের ধরন ও এর স্টেজের ওপর। সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা নিলে হাড়ের ক্যানসার নিরাময় করা সম্ভব।

পরামর্শ দিয়েছেন: সহযোগী অধ্যাপক ,অর্থোপেডিক অনকোলজি অ্যান্ড মাস্কুলোস্কেলেটাল টিউমার ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত