অনলাইন ডেস্ক
করোনার অন্যান্য ধরনের চেয়ে ত্বক ও প্লাস্টিকে বেশিক্ষণ টিকে থাকতে পারে ওমিক্রন। জাপানের ল্যাবরেটরিতে হওয়া একটি গবেষণার বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গবেষণায় বলা হয়, ওমিক্রনের প্রতিকূল পরিবেশে টিকে থাকার সক্ষমতা খুব বেশি। এর কারণে এটি খুব দ্রুত ছড়াতে পারে। প্লাস্টিকে করোনার মূল ধরন টিকে থাকতে পারে ৫৬ ঘণ্টা। আলফা ধরন টিকে থাকতে পারে ১৯১ দশমিক ৩ ঘণ্টা। বেটা ধরন টিকে থাকতে পারে ১৫৬ দশমিক ৬ ঘণ্টা। গামা ধরন টিকে থাকতে পারে ৫৯ দশমিক ৩ ঘণ্টা। ডেলটা ধরন টিকে থাকতে পারে ১১৪ ঘণ্টা। তবে ওমিক্রন টিকে থাকতে পারে ১৯৩ দশমিক ৫ ঘণ্টা।
অন্যদিকে ত্বকে করোনার মূল ধরন টিকে থাকতে পারে গড়ে ৮ দশমিক ৬ ঘণ্টা। আলফা টিকে থাকতে পারে ১৯ দশমিক ৬ ঘণ্টা। বেটা টিকে থাকতে পারে ১৯ দশমিক ১ ঘণ্টা। গামা টিকে থাকতে পারে ১১ ঘণ্টা। ডেলটা টিকে থাকতে পারে ১৬ দশমিক ৮ ঘণ্টা। তবে ওমিক্রন ত্বকে টিকে থাকে গড়ে ২১ দশমিক ১ ঘণ্টা।
অবশ্য এই গবেষণা প্রতিবেদনের এখনো পিয়ার রিভিউ হয়নি।
গবেষণায় জানানো হয়, হাতে অ্যালকোহলভিত্তিক স্যানিটাইজার লাগানোর ১৫ সেকেন্ডের মধ্যে নিষ্ক্রিয় হয়ে পড়ে করোনার সব ধরন। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন গবেষকেরা।
করোনার অন্যান্য ধরনের চেয়ে ত্বক ও প্লাস্টিকে বেশিক্ষণ টিকে থাকতে পারে ওমিক্রন। জাপানের ল্যাবরেটরিতে হওয়া একটি গবেষণার বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গবেষণায় বলা হয়, ওমিক্রনের প্রতিকূল পরিবেশে টিকে থাকার সক্ষমতা খুব বেশি। এর কারণে এটি খুব দ্রুত ছড়াতে পারে। প্লাস্টিকে করোনার মূল ধরন টিকে থাকতে পারে ৫৬ ঘণ্টা। আলফা ধরন টিকে থাকতে পারে ১৯১ দশমিক ৩ ঘণ্টা। বেটা ধরন টিকে থাকতে পারে ১৫৬ দশমিক ৬ ঘণ্টা। গামা ধরন টিকে থাকতে পারে ৫৯ দশমিক ৩ ঘণ্টা। ডেলটা ধরন টিকে থাকতে পারে ১১৪ ঘণ্টা। তবে ওমিক্রন টিকে থাকতে পারে ১৯৩ দশমিক ৫ ঘণ্টা।
অন্যদিকে ত্বকে করোনার মূল ধরন টিকে থাকতে পারে গড়ে ৮ দশমিক ৬ ঘণ্টা। আলফা টিকে থাকতে পারে ১৯ দশমিক ৬ ঘণ্টা। বেটা টিকে থাকতে পারে ১৯ দশমিক ১ ঘণ্টা। গামা টিকে থাকতে পারে ১১ ঘণ্টা। ডেলটা টিকে থাকতে পারে ১৬ দশমিক ৮ ঘণ্টা। তবে ওমিক্রন ত্বকে টিকে থাকে গড়ে ২১ দশমিক ১ ঘণ্টা।
অবশ্য এই গবেষণা প্রতিবেদনের এখনো পিয়ার রিভিউ হয়নি।
গবেষণায় জানানো হয়, হাতে অ্যালকোহলভিত্তিক স্যানিটাইজার লাগানোর ১৫ সেকেন্ডের মধ্যে নিষ্ক্রিয় হয়ে পড়ে করোনার সব ধরন। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন গবেষকেরা।
দিনে কতবার মলত্যাগ করা হলো—সেটাকে আমরা বেশ গুরুত্ব দিয়ে থাকি। একেবারে না হওয়া কিংবা অতিরিক্ত হওয়া বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে ধরে ব্যবস্থাও নেওয়া হয়। বিশেষজ্ঞরা বলেন, এটি নির্ভর করে কিছু ব্যক্তিগত ও শারীরিক বিষয়ের ওপর। কিন্তু প্রস্রাবের হার কি একই রকম কোনো নির্ধারিত নিয়মের মধ্যে পড়ে?
১ দিন আগেযুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) প্রথমবারের মতো ওষুধ জেপবাউন্ডকে ঘুমের অসুখের (স্লিপ অ্যাপনিয়া-ওএসএ) চিকিৎসার জন্য অনুমোদন দিয়েছে। গতকাল শুক্রবার এফডিএ ঘোষণা দিয়েছে, ইলাই লিলি অ্যান্ড কোং নির্মিত এই ওষুধটি প্রাপ্তবয়স্কদের স্থূলতা এবং মাঝারি থেকে তীব্র পর্যায়ের ওএসএ চিকিৎসা
১ দিন আগেএখনকার মানুষ অনেক স্বাস্থ্যসচেতন। ফলে খাবারে বৈচিত্র্য এসেছে। ভাত-রুটি খাওয়ার প্রবণতা কমেছে। এবার এমন একটি খাবারের কথা জেনে রাখুন, যা শরীরে পুষ্টির ভারসাম্য বজায় রাখবে। তাতে শরীর থাকবে রোগমুক্ত। খাবারটি হলো স্প্রাউট বা অঙ্কুরিত বীজ। এই বীজ খাওয়া শুরু করা উচিত শীতেই।
২ দিন আগেশারীরিকভাবে সুস্থ থাকতে খাবার গ্রহণের গুরুত্বের বিষয়টি সবার জানা। তবে এটা জানতে হবে, মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও খাবারের ব্যাপক ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন থেকে এ বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়।
২ দিন আগে