অনলাইন ডেস্ক
করোনার নতুন অতিসংক্রামক ধরন ওমিক্রনের ফুসফুসে সংক্রমিত হওয়ার ক্ষমতা কম। মানবদেহের একটি কোষ থেকে অন্য কোষে যাওয়ার ক্ষেত্রেও এটি করোনার অন্যান্য ধরনগুলোর মতো নয়। আর এ কারণে করোনা ভাইরাসের অন্য রূপগুলোর চেয়ে ওমিক্রনের সংক্রমণ কম ভয়াবহ হয়ে উঠছে। সম্প্রতি একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের ‘কেমব্রিজ ইনস্টিটিউট ফর থেরাপিউটিক ইমিউনোলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস’-এর বিজ্ঞানীরা। তবে এর পিয়ার রিভিউ এখনো হয়নি। বিজ্ঞান সাময়িকী লাইভ সায়েন্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
কেন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে ওমিক্রনে আক্রান্তদের ক্ষেত্রে কোভিড ডেলটা সংক্রমণের মতো ততটা ভয়াবহ হয়ে উঠছে না তা বোঝার ক্ষেত্রে এই গবেষণা পথ দেখাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
যদিও গবেষণার ফলাফলে বলা হয়েছে, টিকা নেওয়ার পর মানবদেহে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলোকে কিন্তু দক্ষতার সঙ্গেই ধোঁকা দিতে পারছে ওমিক্রন। কিন্তু ফুসফুসে সংক্রমণ ঘটাতে পারে না। তাই কোভিড ততটা ভয়াবহ হয়ে উঠছে না। ডেলটা বা করোনাভাইরাসের অন্যান্য রূপের সংক্রমণের তুলনায় তাই মৃত্যুর সংখ্যা কম হচ্ছে।
পরীক্ষাটি চালানো হয়েছে অবশ্য শুধুই গবেষণাগারে। কোনো করোনা রোগীর ওপর সেই পরীক্ষা এখনো করে দেখেননি গবেষকেরা।
অন্যতম গবেষক কেমব্রিজ ইনস্টিটিউট ফর থেরাপিউটিক ইমিউনোলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-এর ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক রবীন্দ্র গুপ্ত একটি বিবৃতিতে জানিয়েছেন, পূর্ণ ডোজ টিকা নেওয়ার পরেও মানবদেহে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলোর প্রতিরোধ ক্ষমতা ছয় থেকে নয় মাসের মধ্যে কমে ওমিক্রনে আক্রান্ত হতে পারে। তবে ফাইজারের বুস্টার টিকা ওমিক্রনের সংক্রমণ রোখার ক্ষেত্রে যথেষ্ট সফল হচ্ছে।
রবীন্দ্র বলেন, গবেষণায় আমরা দেখেছি ওমিক্রনের তরবারির দুটি দিক রয়েছে। একটি ভোঁতা। অন্য দিকটি খুব ধারালো। ভোঁতা দিকটির জন্য ওমিক্রন ফুসফুসের কোষগুলোর ভেতরে সংক্রমিত হতে পারছে না। আর ধারালো দিকটির জন্য টিকা নেওয়ার পর তৈরি হওয়া অ্যান্টিবডিগুলোকেও ধোঁকা দিতে পারছে ওমিক্রন। ফলে, সংক্রমণ রোখা মুশকিল হচ্ছে।
গবেষকেরা কৃত্রিমভাবে তৈরি করা ওমিক্রন রূপটি নিয়ে কাজ করেছেন গবেষণাগারে। কে এগিয়ে কে পিছিয়ে তা বুঝতে তাঁরা ডেলটার স্পাইক প্রোটিন নিয়ে কৃত্রিম ভাবে ডেলটা রূপটি তৈরি করে তার ওপরেও পরীক্ষা–নিরীক্ষা চালান গবেষণাগারে।
গবেষকেরা আরও বলছেন, কোষে ঢুকে তার প্রাচীর ভেদ করে বেরিয়ে আসার ক্ষেত্রেও ওমিক্রনের ক্ষমতা ডেলটার চেয়ে কম। তার ফলেও ওমিক্রনের সংক্রমণে ভয়াবহ হয়ে উঠতে পারছে না ডেলটার মতো।
করোনার নতুন অতিসংক্রামক ধরন ওমিক্রনের ফুসফুসে সংক্রমিত হওয়ার ক্ষমতা কম। মানবদেহের একটি কোষ থেকে অন্য কোষে যাওয়ার ক্ষেত্রেও এটি করোনার অন্যান্য ধরনগুলোর মতো নয়। আর এ কারণে করোনা ভাইরাসের অন্য রূপগুলোর চেয়ে ওমিক্রনের সংক্রমণ কম ভয়াবহ হয়ে উঠছে। সম্প্রতি একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের ‘কেমব্রিজ ইনস্টিটিউট ফর থেরাপিউটিক ইমিউনোলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস’-এর বিজ্ঞানীরা। তবে এর পিয়ার রিভিউ এখনো হয়নি। বিজ্ঞান সাময়িকী লাইভ সায়েন্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
কেন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে ওমিক্রনে আক্রান্তদের ক্ষেত্রে কোভিড ডেলটা সংক্রমণের মতো ততটা ভয়াবহ হয়ে উঠছে না তা বোঝার ক্ষেত্রে এই গবেষণা পথ দেখাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
যদিও গবেষণার ফলাফলে বলা হয়েছে, টিকা নেওয়ার পর মানবদেহে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলোকে কিন্তু দক্ষতার সঙ্গেই ধোঁকা দিতে পারছে ওমিক্রন। কিন্তু ফুসফুসে সংক্রমণ ঘটাতে পারে না। তাই কোভিড ততটা ভয়াবহ হয়ে উঠছে না। ডেলটা বা করোনাভাইরাসের অন্যান্য রূপের সংক্রমণের তুলনায় তাই মৃত্যুর সংখ্যা কম হচ্ছে।
পরীক্ষাটি চালানো হয়েছে অবশ্য শুধুই গবেষণাগারে। কোনো করোনা রোগীর ওপর সেই পরীক্ষা এখনো করে দেখেননি গবেষকেরা।
অন্যতম গবেষক কেমব্রিজ ইনস্টিটিউট ফর থেরাপিউটিক ইমিউনোলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-এর ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক রবীন্দ্র গুপ্ত একটি বিবৃতিতে জানিয়েছেন, পূর্ণ ডোজ টিকা নেওয়ার পরেও মানবদেহে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলোর প্রতিরোধ ক্ষমতা ছয় থেকে নয় মাসের মধ্যে কমে ওমিক্রনে আক্রান্ত হতে পারে। তবে ফাইজারের বুস্টার টিকা ওমিক্রনের সংক্রমণ রোখার ক্ষেত্রে যথেষ্ট সফল হচ্ছে।
রবীন্দ্র বলেন, গবেষণায় আমরা দেখেছি ওমিক্রনের তরবারির দুটি দিক রয়েছে। একটি ভোঁতা। অন্য দিকটি খুব ধারালো। ভোঁতা দিকটির জন্য ওমিক্রন ফুসফুসের কোষগুলোর ভেতরে সংক্রমিত হতে পারছে না। আর ধারালো দিকটির জন্য টিকা নেওয়ার পর তৈরি হওয়া অ্যান্টিবডিগুলোকেও ধোঁকা দিতে পারছে ওমিক্রন। ফলে, সংক্রমণ রোখা মুশকিল হচ্ছে।
গবেষকেরা কৃত্রিমভাবে তৈরি করা ওমিক্রন রূপটি নিয়ে কাজ করেছেন গবেষণাগারে। কে এগিয়ে কে পিছিয়ে তা বুঝতে তাঁরা ডেলটার স্পাইক প্রোটিন নিয়ে কৃত্রিম ভাবে ডেলটা রূপটি তৈরি করে তার ওপরেও পরীক্ষা–নিরীক্ষা চালান গবেষণাগারে।
গবেষকেরা আরও বলছেন, কোষে ঢুকে তার প্রাচীর ভেদ করে বেরিয়ে আসার ক্ষেত্রেও ওমিক্রনের ক্ষমতা ডেলটার চেয়ে কম। তার ফলেও ওমিক্রনের সংক্রমণে ভয়াবহ হয়ে উঠতে পারছে না ডেলটার মতো।
সুস্থভাবে জীবনযাপন করার জন্য দেহের পুষ্টির চাহিদা মেটাতে হয়। সাধারণত পুষ্টির কথা ভাবলে মনে করি সবটুকুই আমার খাদ্য থেকেই অর্জন করি। তবে এই ধারণাটি ভুল বললেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় বলা যায়, মানুষ কিছু পুষ্টি বায়ু থেকেও শোষণ করতে পারে!
৩ দিন আগেবিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে প্রভাবিত করে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। হৃদরোগ, স্ট্রোক, কিডনির ক্ষতি এবং দৃষ্টি শক্তিসহ বেশ কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যার প্রধান ঝুঁকির কারণ এটি। এই ধরনের ঝুঁকি কমানোর জন্য স্বাস্থ্যকর জীবনযাত্রা ও বিভিন্ন ধরনের ওষুধ সেবনের পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে সম্প্রতি যুক্তরাষ
৪ দিন আগেডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ রোববার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো ৭৯ হাজার ৯৮৪ জন। মারা গেছে আরও আটজন।
৫ দিন আগেএমন সময়ে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হলো, যখন ইংল্যান্ডে একটি লক্ষ্যভিত্তিক ফুসফুস স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য ২০২৫ সালের মার্চের মধ্যে সম্ভাব্য ৪০ শতাংশ ব্যক্তিকে স্ক্রিনিং করা এবং ২০৩০ সালের মধ্যে সবাইকে এর আওতায় আনা।
৬ দিন আগে