অনলাইন ডেস্ক
ঢাকা: গত মাসে মারা যান দক্ষিণ আফ্রিকার বৃহত্তম আদিবাসী গোষ্ঠী জুলুর রাজা গুডউইল জোয়েলিথিনি। এরপর সিংহাসনে আরোহণ করেন রানি মান্তফম্বি। তবে দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় অজ্ঞাত রোগে মারা গেলেন তিনি।
রানির পুরো নাম সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলু। জুলু রাজপরিবার থেকে রানির মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
রানির কার্যালয়ের প্রধানমন্ত্রী প্রিন্স ম্যাঙ্গোসথু বুথেলেজি এক বিবৃতিতে বলেন, গভীর শোক ও বেদনার সঙ্গে রাজপরিবার ঘোষণা করছে যে, জুলু জাতিগোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত রানি সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলু অপ্রত্যাশিতভাবে মারা গেছেন। তাঁর মৃত্যু রাজপরিবারকে হতবাক করেছে।
জুলু প্রধানমন্ত্রী সম্প্রদায়কে আশ্বস্ত করেন যে, এতে জুলু জাতির নেতৃত্বে কোনো শূন্যতা তৈরি হবে না।
দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম জানায়, অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হন রানি মান্তফম্বি। তার আগে জুলু রাজা গুডউইল জোয়েলিথিনি টানা ৫০ বছর জুলু রাজ্য শাসন করেন। আফ্রিকাজুড়ে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় রাজা ছিলেন।
রাজা গুডউইলের স্ত্রীদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন রানি মান্তফম্বি। তিনি আট সন্তানের মা, তাদের মধ্যে পাঁচ ছেলে ও তিন মেয়ে।
রানির মৃত্যুর পর কে জুলু সিংহাসনে বসছেন, তা এখনো নিশ্চিত নয়। দক্ষিণ আফ্রিকার আদিবাসী গোষ্ঠীটির জনসংখ্যা ১ কোটি ১০ লাখের মতো। ধারণা করা হচ্ছে, রাজা গুডউইল ও রানি মান্তফম্বি দম্পতির বড় ছেলে ৪৭ বছর বয়সী প্রিন্স মিসুজুলু পরবর্তী জুলু রাজা হিসেবে দায়িত্ব নেবেন।
ঢাকা: গত মাসে মারা যান দক্ষিণ আফ্রিকার বৃহত্তম আদিবাসী গোষ্ঠী জুলুর রাজা গুডউইল জোয়েলিথিনি। এরপর সিংহাসনে আরোহণ করেন রানি মান্তফম্বি। তবে দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় অজ্ঞাত রোগে মারা গেলেন তিনি।
রানির পুরো নাম সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলু। জুলু রাজপরিবার থেকে রানির মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
রানির কার্যালয়ের প্রধানমন্ত্রী প্রিন্স ম্যাঙ্গোসথু বুথেলেজি এক বিবৃতিতে বলেন, গভীর শোক ও বেদনার সঙ্গে রাজপরিবার ঘোষণা করছে যে, জুলু জাতিগোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত রানি সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলু অপ্রত্যাশিতভাবে মারা গেছেন। তাঁর মৃত্যু রাজপরিবারকে হতবাক করেছে।
জুলু প্রধানমন্ত্রী সম্প্রদায়কে আশ্বস্ত করেন যে, এতে জুলু জাতির নেতৃত্বে কোনো শূন্যতা তৈরি হবে না।
দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম জানায়, অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হন রানি মান্তফম্বি। তার আগে জুলু রাজা গুডউইল জোয়েলিথিনি টানা ৫০ বছর জুলু রাজ্য শাসন করেন। আফ্রিকাজুড়ে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় রাজা ছিলেন।
রাজা গুডউইলের স্ত্রীদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন রানি মান্তফম্বি। তিনি আট সন্তানের মা, তাদের মধ্যে পাঁচ ছেলে ও তিন মেয়ে।
রানির মৃত্যুর পর কে জুলু সিংহাসনে বসছেন, তা এখনো নিশ্চিত নয়। দক্ষিণ আফ্রিকার আদিবাসী গোষ্ঠীটির জনসংখ্যা ১ কোটি ১০ লাখের মতো। ধারণা করা হচ্ছে, রাজা গুডউইল ও রানি মান্তফম্বি দম্পতির বড় ছেলে ৪৭ বছর বয়সী প্রিন্স মিসুজুলু পরবর্তী জুলু রাজা হিসেবে দায়িত্ব নেবেন।
ভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ে অমুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অভিযোগ করেছেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলো পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছে।
২৯ মিনিট আগেতুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। তাদের হত্যা শেষে নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪৫ বছর আগে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ১৭ বছর বয়সী এসথার গনজালেস। একটি ডিএনএ পরীক্ষার সূত্র ধরে, দীর্ঘ বছর পর এবার সেই মামলার সমাধান হয়েছে। পরিবারের জন্য এই সমাধান একদিকে যেমন স্বস্তি এনে দিয়েছে, অন্যদিকে তা গভীর বেদনার কারণ হয়েছে।
২ ঘণ্টা আগেজার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সম্প্রতি বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার সঙ্গে তাঁর করা গ্যাস চুক্তিগুলো জার্মানির ব্যবসা এবং মস্কোর সঙ্গে শান্তি রক্ষার উদ্দেশ্যে করা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেছেন, ২০০৮ সালে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে বাধা না দিলে, যুদ্ধ আরও অনেক আগেই শু
৪ ঘণ্টা আগে