অনলাইন ডেস্ক
কেনিয়ার একটি সামরিক হেলিকপ্টার দেশটির প্রতিরক্ষা প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লা সহ শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই খবর জানিয়েছে বিবিসি, এএফপিসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
কেনিয়ার একজন সিনিয়র পুলিশ অফিসার এএফপিকে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং এতে জেনারেল ওগোল্লা সহ ১০ জনের বেশি সিনিয়র কমান্ডার ছিলেন।
এ বিষয়ে বিবিসি জানিয়েছে, সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের পর কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো দেশটির নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন। তাঁর মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারে অবস্থান করা সবাই ছিলেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। তাদের মধ্যে জেনারেল ফ্রান্সিস ওগোল্লা, রাষ্ট্রপতির প্রধান সামরিক উপদেষ্টাও ছিলেন। তবে বিবিসি এসব প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি।
খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি কেনিয়ার রিফট ভ্যালিতে নেমে এসেছিল এবং আগুনে ফেটে পড়েছিল। হেলিকপ্টারটিতে থাকা পাঁচজন নিহত হয়েছেন এবং অন্তত তিনজন বেঁচে গেছেন বলেও একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে কেনিয়ার সরকারের মুখপাত্র আইজ্যাক মওয়াউরা কেনিয়ানদের শান্ত থাকার এবং এই সংকটময় সময়ে যে কোনো ধরনের জল্পনা এড়ানোর আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত বিবৃতি দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
কেনিয়ার একটি সামরিক হেলিকপ্টার দেশটির প্রতিরক্ষা প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লা সহ শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই খবর জানিয়েছে বিবিসি, এএফপিসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
কেনিয়ার একজন সিনিয়র পুলিশ অফিসার এএফপিকে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং এতে জেনারেল ওগোল্লা সহ ১০ জনের বেশি সিনিয়র কমান্ডার ছিলেন।
এ বিষয়ে বিবিসি জানিয়েছে, সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের পর কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো দেশটির নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন। তাঁর মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারে অবস্থান করা সবাই ছিলেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। তাদের মধ্যে জেনারেল ফ্রান্সিস ওগোল্লা, রাষ্ট্রপতির প্রধান সামরিক উপদেষ্টাও ছিলেন। তবে বিবিসি এসব প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি।
খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি কেনিয়ার রিফট ভ্যালিতে নেমে এসেছিল এবং আগুনে ফেটে পড়েছিল। হেলিকপ্টারটিতে থাকা পাঁচজন নিহত হয়েছেন এবং অন্তত তিনজন বেঁচে গেছেন বলেও একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে কেনিয়ার সরকারের মুখপাত্র আইজ্যাক মওয়াউরা কেনিয়ানদের শান্ত থাকার এবং এই সংকটময় সময়ে যে কোনো ধরনের জল্পনা এড়ানোর আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত বিবৃতি দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
২ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৩ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৪ ঘণ্টা আগে