Ajker Patrika

গিনিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৪ 

গিনিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৪ 

গিনিতে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন।

রোববার (৬ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। গিনি সরকার এক বিবৃতিতে দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

বাসটি রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফারানাহ’র উদ্দেশে যাচ্ছিল। রাজধানী ১৩০ কিলোমিটার পূর্বে কিনডিয়া শহরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে।

কাবিনেট কাকে নামের স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায় বাসটি। দুর্ঘটনায় স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামরিক বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ফাওলি সৌমাহ বলেন, মৃতদেহগুলো সেভাবে চেনা যাচ্ছে না। তাই এখনো পরিচয় নিশ্চিত করা যায়নি।

খারাপ রাস্তা, ফিটনেসবিহীন যানবাহন এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে গিনিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে দেশটিতে একটি মিনিবাস দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত