Ajker Patrika

আলজেরিয়ায় দাবানলে ২৬ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১০: ৩৮
আলজেরিয়ায় দাবানলে ২৬ জনের প্রাণহানি

আলজেরিয়ার উত্তরের বনাঞ্চলে দাবানলে অন্তত ২৬ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া আহত আরও অনেকে। বিভিন্ন প্রদেশের অন্তত ৩৫০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেল্ডজৌদ বলেছেন, দাবানলে তিউনিসিয়ার সীমান্তবর্তী এল তারফে এলাকায় ২৪ জন এবং সেতিফে মা ও মেয়ে মারা গেছেন। 

দমকলকর্মীদের হেলিকপ্টারের সহায়তায় বুধবার সন্ধ্যায় বেশ কয়েকটি স্থানে দাবানল নেভানোর চেষ্টা করতে দেখা গেছে। 

দমকলকর্মীদের হেলিকপ্টারের সহায়তায় বেশ কয়েকটি স্থানে দাবানল নেভানোর চেষ্টা করতে দেখা গেছে। আলজেরিয়ার বেসামরিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এল তারফের অবস্থা সবচেয়ে ভয়াবহ। এই এলাকার ১৬টি স্থানে দাবানল জ্বলছে। 

সেতিফে মারা যাওয়া ৫৮ বছর বয়সী মা ও ৩৬ বছর বয়সী মেয়ের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে সেখানকার কর্মকর্তারা বলেছেন, দাবানল গ্রামে এবং বেশ কিছু বাড়িতে পৌঁছে গেছে। 

আলজেরিয়ার উত্তরাঞ্চলে প্রায় প্রতিবছরই দাবানলের ঘটনা ঘটছে। গত বছরও দেশটিতে দাবানলে ৯০ জন প্রাণ হারান। এ ছাড়া ১ লাখ হেক্টর বনভূমি পুড়ে যায়। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেল্ডজৌদ গত বছরের দাবানলকে পরিকল্পিত বলে দাবি করেছিলেন। 

এ বছর বিশ্বের অনেক দেশেই রেকর্ড তাপমাত্রা ও দাবানলের ঘটনা ঘটছে। ইউরোপের ফ্রান্স, গ্রিস, পর্তুগাল, স্পেন ও ইতালি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রেও বেশ কয়েকটি দাবানলের ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত