অনলাইন ডেস্ক
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর এক বছর পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। গতকাল বৃহস্পতিবার ভারতের দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের এক ফাঁকে তাঁরা এই বৈঠক করেছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বৈঠকের সময় অ্যান্টনি ব্লিনকেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এ ছাড়া তিনি রাশিয়ার আটক মার্কিন সামরিক কর্মকর্তা পল হুইলানের বিষয়টিও উত্থাপন করেছেন।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, দিল্লিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ১০ মিনিটেরও কম সময় স্থায়ী ছিল। তাঁরা সম্মেলন চলার এক ফাঁকে পরস্পর কথা বলেছেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৈঠকটি হয়েছে বলে নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বৈঠকের পর সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, গত সপ্তাহে আমি জাতিসংঘে যা বলেছিলাম এবং আজ জি-২০ পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সেই কথাই রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভকে বলেছি। তাঁকে বলেছি, এই যুদ্ধ (ইউক্রেন যুদ্ধ) বন্ধ করুন। অর্থপূর্ণ ও ন্যায়সংগত কূটনীতিতে অংশ নিন। ইউক্রেনে স্থায়ী শান্তি আনুন।
অ্যান্টনি ব্লিনকেন আরও বলেছেন, রাশিয়াকে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টে পুনরায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছি।
এর আগে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ থেকে সরে গেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেছে।
অ্যান্টনি ব্লিনকেন ও লাভরভ সর্বশেষ ২০২২ সালের জানুয়ারিতে জেনেভায় সাক্ষাৎ করেছিলেন। এরপর গতকাল তাঁরা আবার সংক্ষিপ্ত সময়ের জন্য দিল্লিতে মুখোমুখি হয়েছিলেন।
জি-২০ সম্মেলনে লাভরভ বলেছেন, কিয়েভকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছে পশ্চিমা দেশগুলো।
এদিকে অ্যান্টনি ব্লিনকেন ইউক্রেনের পক্ষে সমর্থন জোগাড় করার জন্য জি-২০ সম্মেলনের সময় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ও বিশ্বের ১৯টি ধনী দেশের সংগঠন জি-২০। বিশ্বব্যাপী অর্থনৈতিক উৎপাদনের অন্তত ৮৫ শতাংশ নিয়ন্ত্রণ করে থাকে এই সংগঠন।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর এক বছর পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। গতকাল বৃহস্পতিবার ভারতের দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের এক ফাঁকে তাঁরা এই বৈঠক করেছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বৈঠকের সময় অ্যান্টনি ব্লিনকেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এ ছাড়া তিনি রাশিয়ার আটক মার্কিন সামরিক কর্মকর্তা পল হুইলানের বিষয়টিও উত্থাপন করেছেন।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, দিল্লিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ১০ মিনিটেরও কম সময় স্থায়ী ছিল। তাঁরা সম্মেলন চলার এক ফাঁকে পরস্পর কথা বলেছেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৈঠকটি হয়েছে বলে নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বৈঠকের পর সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, গত সপ্তাহে আমি জাতিসংঘে যা বলেছিলাম এবং আজ জি-২০ পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সেই কথাই রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভকে বলেছি। তাঁকে বলেছি, এই যুদ্ধ (ইউক্রেন যুদ্ধ) বন্ধ করুন। অর্থপূর্ণ ও ন্যায়সংগত কূটনীতিতে অংশ নিন। ইউক্রেনে স্থায়ী শান্তি আনুন।
অ্যান্টনি ব্লিনকেন আরও বলেছেন, রাশিয়াকে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টে পুনরায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছি।
এর আগে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ থেকে সরে গেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেছে।
অ্যান্টনি ব্লিনকেন ও লাভরভ সর্বশেষ ২০২২ সালের জানুয়ারিতে জেনেভায় সাক্ষাৎ করেছিলেন। এরপর গতকাল তাঁরা আবার সংক্ষিপ্ত সময়ের জন্য দিল্লিতে মুখোমুখি হয়েছিলেন।
জি-২০ সম্মেলনে লাভরভ বলেছেন, কিয়েভকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছে পশ্চিমা দেশগুলো।
এদিকে অ্যান্টনি ব্লিনকেন ইউক্রেনের পক্ষে সমর্থন জোগাড় করার জন্য জি-২০ সম্মেলনের সময় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ও বিশ্বের ১৯টি ধনী দেশের সংগঠন জি-২০। বিশ্বব্যাপী অর্থনৈতিক উৎপাদনের অন্তত ৮৫ শতাংশ নিয়ন্ত্রণ করে থাকে এই সংগঠন।
মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে বিলিয়নিয়ার ইলন মাস্ককে শুরু থেকেই পাশে পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্রাম্পের নির্বাচনী তহবিলে ২০ কোটি ডলার দিয়েছেন। নির্বাচনী প্রচারেও সরব উপস্থিতি দেখা গেছে তাঁর। ট্রাম্প–মাস্কের এই ঘনিষ্ঠতা সবারই নজর কেড়েছে
৭ মিনিট আগেইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধে রাশিয়ার স্বৈরশাসক মিত্রদের সরাসরি অংশগ্রহণ ইঙ্গিত দিচ্ছে যে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।’ আজ রোববার ইউক্রেনীয় সংবাদমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভদার ইউপি-১০০
১৪ মিনিট আগেদিনের চতুর্থ ফ্লাইটে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর (ওআরডি) থেকে ক্লিভল্যান্ড হপকিন্স আন্তর্জাতিক (সিএলই) বিমানবন্দরে যাচ্ছিল। শিকাগো থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৭ মিনিটে উড্ডয়ন করে সন্ধ্যা ৬টা ২ মিনিটে ক্লিভল্যান্ডে অবতরণ করে এটি।
১৮ মিনিট আগেসংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ এক ইসরায়েলি ইহুদি রাব্বির (ধর্মীয় নেতা) মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ রাব্বি জভি কোগান নিখোঁজের তদন্ত শুরু করার ঘোষণার দেওয়ার পরপরই তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে ‘সন্ত্রাসী এবং ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছে ইসরায়েল।
২১ মিনিট আগে