Ajker Patrika

হোয়াইট হাউসে যেভাবে কাটছে বাইডেনের শেষ দিনটি

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: বিবিসি
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: বিবিসি

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় অনুযায়ী আজ রোববারই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোয়াইট হাউস ছেড়ে সাউথ ক্যারোলিনায় চলে যাবেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে শেষ দিনটি কাটাবেন তিনি। ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দায়িত্ব নেওয়ার ঠিক চার বছর পূর্ণ করবেন তিনি।

বিবিসি জানিয়েছে, রোববার সকালে বাইডেন নিয়মিত দৈনিক ব্রিফিং গ্রহণ করবেন। গোপন এই বৈঠকে তিনি মার্কিন গোয়েন্দাদের সর্বশেষ প্রতিবেদন পাবেন।

এরপরই নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে স্বাগত জানাবেন বাইডেন। এরপর হোয়াইট হাউসের ব্লু রুমে ট্রাম্প-মেলানিয়ার জন্য একটি চা-কফি সংবর্ধনার আয়োজন করবেন। তবে এই ইভেন্টটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে না।

পরবর্তী ইভেন্টে বাইডেন এবং ট্রাম্প পরিবার একসঙ্গে ইউএস ক্যাপিটলের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে বাইডেন নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে কমলা হ্যারিস এবং তার স্বামী ডগ এমহফ, পাশাপাশি নতুন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং উষা ভ্যান্সও উপস্থিত থাকবেন।

দুপুরের দিকে বাইডেন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। এরপর তিনি ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে কর্মচারীদের জন্য একটি বিদায়ী অনুষ্ঠানে তাঁর চূড়ান্ত বক্তব্য প্রদান করবেন।

ওই বিমান ঘাঁটি থেকেই ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেসে উড়াল দেবেন বাইডেন। পরে তিনি সান্তা বারবারা কাউন্টির ছোট একটি এলাকা সান্তা ইনেজে পৌঁছাবেন।

৮২ বছর বয়সী বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর তাঁর পরিকল্পনা সম্পর্কে এখনো নির্দিষ্ট করে কিছু বলেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত