অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীর সরাসরি সাক্ষাতের তালিকায় বাইডেন, ফুমিও, মোদি

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২২, ১২: ১৪

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। বার্তা সংস্থা এএফপি আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গতকাল শনিবার অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে তাঁর দল লেবার পার্টি বেসরকারিভাবে জয়ী হওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘এই নির্বাচন বিশ্বকে এমন বার্তা পাঠাতে সক্ষম হয়েছে যে, সরকার পরিবর্তন হচ্ছে।’ লেবার পার্টির ৫৯ বছর বয়সী এই নেতা কার্বন নিঃসরণের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমাদের রাষ্ট্রীয় নীতিতে কিছু পরিবর্তন আসবে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বিষয়ে আমাদের বিশ্বের সঙ্গে সম্পৃক্ত হতে হবে।’ 

আগামীকাল সোমবার আলবেনিজ ও তাঁর দলের সদস্যরা শপথ নেবেন বলেও জানিয়েছেন তিনি। নবনির্বাচিত প্রধানমন্ত্রী আলবেনিজ জানান, শপথ নেওয়ার পরের দিন তিনি কোয়াড গ্রুপের টোকিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। কোয়াড অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত একটি সংগঠন। কোয়াডের সম্মেলনে এ তিন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হবে আলবেনিজের। 

গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবেনিজ। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই ঐক্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিবিসি জানিয়েছে, গতকাল শনিবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় অস্ট্রেলিয়ায়। প্রায় ৭০ লাখ মানুষ এ দিন ভোট দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত লেবার পার্টি ৭২টি আসন পেয়েছে। দেশটির সংসদে নিম্নকক্ষে আসনসংখ্যা ১৫১টি। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য দরকার আরও চারটি আসন। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫১টি আসন। 

এদিকে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, অ্যান্থনি আলবেনিজ সংখ্যাগরিষ্ঠতা পাবেন কি না তা এখনো স্পষ্ট নয়। কারণ ভোট গণনা এখনো চলছে। তবে দেরিতে হলেও শনিবার সন্ধ্যায় পরাজয় মেনে নিয়েছেন স্কট মরিসন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত