ডয়চে ভেলে
কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে জার্মান পর্বতারোহী লুইস স্টিটসিংগার নিখোঁজ হন গত ২৫ মে। গতকাল মঙ্গলবার ৫৪ বছরের এই পর্বতারোহীর মৃতদেহ দেখতে পাওয়া গেছে কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পের ওপরে। পর্বতারোহণের সময় শেরপাদের চোখে পড়েছে মৃতদেহটি—এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদপত্র।
প্রায় আট হাজার ফুট উচ্চতায় লুইস স্টিটসিংগারের মৃতদেহটি আছে। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার অভিযান চালাতে সমস্যা হচ্ছে।
এর আগে এভারেস্ট এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত কে টু জয় করেছেন স্টিটসিংগার। এবার তিনি এসেছিলেন কাঞ্চনজঙ্ঘা অভিযানে। নেপালের একাধিক খবরের কাগজে লেখা হয়েছে, অক্সিজেন ও শেরপা ছাড়া সম্পূর্ণ একা কাঞ্চনজঙ্ঘা অভিযানে বের হয়েছিলেন এই বাভারিয়ার পর্বতারোহী। সম্ভবত তিনি কাঞ্চনজঙ্ঘার শিখরে পৌঁছেছিলেন। নামার সময়ই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। কারণ নামার পথে তাঁর সঙ্গে অন্য পর্বতারোহীদের দেখা হয়েছে। পথের বিষয়ে তাঁদের সঙ্গে তিনি কথা বলেছিলেন বলেও জানা গেছে।
এভারেস্টের চেয়ে অনেক বেশি দুর্গম মনে করা হয় কাঞ্চনজঙ্ঘাকে। খুব বেশি পর্বতারোহী এই পথে যানও না। ফলে কঠিনতম অভিযানে গিয়েছিলেন স্টিটসিংগার। কিন্তু শেষ রক্ষা হলো না।
বাভারিয়ায় পরিচিত নাম স্টিটসিংগার। পর্বতারোহী এবং হাই মাউন্টেন স্কিইংয়ের জন্য তিনি বিখ্যাত। বহু কঠিন অভিযানে সফল হয়েছেন তিনি। বন্ধুরা জানিয়েছেন, বরাবরই সতর্ক পর্বতারোহী ছিলেন স্টিটসিংগার। অকারণে ঝুঁকি নিতেন না। যে পর্বতারোহীদের সঙ্গে তাঁর শেষ দেখা হয়েছিল, তাঁদের সঙ্গে কথা বলে স্থানীয় সংবাদপত্র জানিয়েছে, নামার সময় স্কিইংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। স্কি করতে গিয়েই মৃত্যু হয়েছে কি না, তা অবশ্য স্পষ্ট নয়।
স্টিটসিংগারের স্ত্রীও পর্বতারোহী। বহু অভিযানে তাঁরা একসঙ্গে গিয়েছেন। তাঁদের লেখা একটি বইও প্রকাশিত হয়েছে।
কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে জার্মান পর্বতারোহী লুইস স্টিটসিংগার নিখোঁজ হন গত ২৫ মে। গতকাল মঙ্গলবার ৫৪ বছরের এই পর্বতারোহীর মৃতদেহ দেখতে পাওয়া গেছে কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পের ওপরে। পর্বতারোহণের সময় শেরপাদের চোখে পড়েছে মৃতদেহটি—এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদপত্র।
প্রায় আট হাজার ফুট উচ্চতায় লুইস স্টিটসিংগারের মৃতদেহটি আছে। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার অভিযান চালাতে সমস্যা হচ্ছে।
এর আগে এভারেস্ট এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত কে টু জয় করেছেন স্টিটসিংগার। এবার তিনি এসেছিলেন কাঞ্চনজঙ্ঘা অভিযানে। নেপালের একাধিক খবরের কাগজে লেখা হয়েছে, অক্সিজেন ও শেরপা ছাড়া সম্পূর্ণ একা কাঞ্চনজঙ্ঘা অভিযানে বের হয়েছিলেন এই বাভারিয়ার পর্বতারোহী। সম্ভবত তিনি কাঞ্চনজঙ্ঘার শিখরে পৌঁছেছিলেন। নামার সময়ই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। কারণ নামার পথে তাঁর সঙ্গে অন্য পর্বতারোহীদের দেখা হয়েছে। পথের বিষয়ে তাঁদের সঙ্গে তিনি কথা বলেছিলেন বলেও জানা গেছে।
এভারেস্টের চেয়ে অনেক বেশি দুর্গম মনে করা হয় কাঞ্চনজঙ্ঘাকে। খুব বেশি পর্বতারোহী এই পথে যানও না। ফলে কঠিনতম অভিযানে গিয়েছিলেন স্টিটসিংগার। কিন্তু শেষ রক্ষা হলো না।
বাভারিয়ায় পরিচিত নাম স্টিটসিংগার। পর্বতারোহী এবং হাই মাউন্টেন স্কিইংয়ের জন্য তিনি বিখ্যাত। বহু কঠিন অভিযানে সফল হয়েছেন তিনি। বন্ধুরা জানিয়েছেন, বরাবরই সতর্ক পর্বতারোহী ছিলেন স্টিটসিংগার। অকারণে ঝুঁকি নিতেন না। যে পর্বতারোহীদের সঙ্গে তাঁর শেষ দেখা হয়েছিল, তাঁদের সঙ্গে কথা বলে স্থানীয় সংবাদপত্র জানিয়েছে, নামার সময় স্কিইংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। স্কি করতে গিয়েই মৃত্যু হয়েছে কি না, তা অবশ্য স্পষ্ট নয়।
স্টিটসিংগারের স্ত্রীও পর্বতারোহী। বহু অভিযানে তাঁরা একসঙ্গে গিয়েছেন। তাঁদের লেখা একটি বইও প্রকাশিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
৪ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৫ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৬ ঘণ্টা আগে