অনলাইন ডেস্ক
ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে জরুরি অবস্থা জারি করেছে নিউজিল্যান্ড সরকার। দেশটির ইতিহাসে ঝড়ের কারণে তৃতীয়বারের মতো এ ধরনের সতর্কতা জারি করা হলো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনামন্ত্রী কিয়েরন ম্যাকঅ্যানাল্টি আজ মঙ্গলবার সকালে জরুরি অবস্থার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।
ঘোষণাপত্রে বলা হয়েছে, জরুরি অবস্থা নর্থল্যান্ড, অকল্যান্ড, তাইরাউহিটি, বে অব প্লেন্টি, ওয়াইকাটো এবং হকস বে অঞ্চলের জন্য প্রযোজ্য হবে। এসব এলাকায় বিপর্যয় মোকাবিলায় সরকার তৎপর থাকবে।
ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৮ হাজার বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব সতর্কতা হিসেবে ৫০টি বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। শহরটিতে কয়েটি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স গতকাল সোমবার সাড়ে ১১ মিলিয়ন নিউজিল্যান্ড ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন।
নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। এই ঝড় ও প্রবল বৃষ্টিপাতের কারণে অকল্যান্ড ও এর আশপাশে বন্যা সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। অকল্যান্ড কর্তৃপক্ষ এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর জানিয়েছে।
অকল্যান্ডের পশ্চিম উপকূলের কাছে মুরিওয়াইতে ভূমিধসের পরে একজন দমকলকর্মী নিখোঁজ এবং অন্য একজন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হওয়ায় দ্বিতীয় দমকলকর্মীর অনুসন্ধান স্থগিত করা হয়েছে।
নিউজিল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হওয়াক বে অঞ্চলে ১০০ থেকে ২৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। গত বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি ও ঘূর্ণিঝড় ধীরে ধীরে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে জরুরি অবস্থা জারি করেছে নিউজিল্যান্ড সরকার। দেশটির ইতিহাসে ঝড়ের কারণে তৃতীয়বারের মতো এ ধরনের সতর্কতা জারি করা হলো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনামন্ত্রী কিয়েরন ম্যাকঅ্যানাল্টি আজ মঙ্গলবার সকালে জরুরি অবস্থার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।
ঘোষণাপত্রে বলা হয়েছে, জরুরি অবস্থা নর্থল্যান্ড, অকল্যান্ড, তাইরাউহিটি, বে অব প্লেন্টি, ওয়াইকাটো এবং হকস বে অঞ্চলের জন্য প্রযোজ্য হবে। এসব এলাকায় বিপর্যয় মোকাবিলায় সরকার তৎপর থাকবে।
ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৮ হাজার বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব সতর্কতা হিসেবে ৫০টি বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। শহরটিতে কয়েটি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স গতকাল সোমবার সাড়ে ১১ মিলিয়ন নিউজিল্যান্ড ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন।
নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। এই ঝড় ও প্রবল বৃষ্টিপাতের কারণে অকল্যান্ড ও এর আশপাশে বন্যা সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। অকল্যান্ড কর্তৃপক্ষ এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর জানিয়েছে।
অকল্যান্ডের পশ্চিম উপকূলের কাছে মুরিওয়াইতে ভূমিধসের পরে একজন দমকলকর্মী নিখোঁজ এবং অন্য একজন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হওয়ায় দ্বিতীয় দমকলকর্মীর অনুসন্ধান স্থগিত করা হয়েছে।
নিউজিল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হওয়াক বে অঞ্চলে ১০০ থেকে ২৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। গত বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি ও ঘূর্ণিঝড় ধীরে ধীরে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একটি ময়লার ট্রাক চালিয়েছেন। স্থানীয় সময় গতকাল যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এক নির্বাচনী মোটর শোভাযাত্রায় ময়লার ট্রাকে আরোহী হন তিনি
২ ঘণ্টা আগেঘোষিত সময়ের মধ্যেই পূর্ব লাদাখে বিতর্কিত সীমান্ত অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারের কাজ শেষ করেছে ভারত ও চীন। ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র বিষয়টি এনডিটিভিকে জানিয়েছে। সূত্রটি বলেছে, শিগগির এই অঞ্চলে নিয়মিত টহল শুরু হবে। এ ছাড়া, দীপাবলি উপলক্ষে চীনা পক্ষ থেকে ভারতীয়দের মিষ্টিও উপহার দেওয়া
৩ ঘণ্টা আগেফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে বৈশ্বিক জনমত গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করেছে সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
৫ ঘণ্টা আগেলেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, আগামী ৫ নভেম্বরের আগেই ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি হতে পারে। গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হচস্টেইন টেলিফোনে আলাপকালে তাঁকে এই ইঙ্গিত দিয়েছেন বলেও জানিয়েছেন মিকাতি
৬ ঘণ্টা আগে