অনলাইন ডেস্ক
যথাযথ মর্যাদায় ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫১তম মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়।
এ ছাড়া রাজধানী মালের বিদ্যুৎ বিভাগের অডিটোরিয়ামে সান্ধ্যকালীন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় জাতীয় সংগীত। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান হাইকমিশনের কর্মকর্তারা। একই সঙ্গে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে দূতাবাসের প্রথম সচিব ও হেড অব চাঞ্চেরী স্বাগত বক্তব্য রাখেন। প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিআইপি সোহেল রানা ও ডা. মোক্তার আলী লস্কর।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অপরিসীম ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। হাইকমিশনার প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং দেশের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধিতে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে জাতীয় দিবস উপলক্ষে কেক কাটা হয়। সবশেষে নীল দরিয়া শিল্পগোষ্ঠীর মনোজ্ঞ দেশাত্মবোধক সংগীত পরিবেশন ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
যথাযথ মর্যাদায় ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫১তম মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়।
এ ছাড়া রাজধানী মালের বিদ্যুৎ বিভাগের অডিটোরিয়ামে সান্ধ্যকালীন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় জাতীয় সংগীত। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান হাইকমিশনের কর্মকর্তারা। একই সঙ্গে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে দূতাবাসের প্রথম সচিব ও হেড অব চাঞ্চেরী স্বাগত বক্তব্য রাখেন। প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিআইপি সোহেল রানা ও ডা. মোক্তার আলী লস্কর।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অপরিসীম ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। হাইকমিশনার প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং দেশের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধিতে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে জাতীয় দিবস উপলক্ষে কেক কাটা হয়। সবশেষে নীল দরিয়া শিল্পগোষ্ঠীর মনোজ্ঞ দেশাত্মবোধক সংগীত পরিবেশন ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
৪ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৫ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৬ ঘণ্টা আগে