অনলাইন ডেস্ক
বাংলাদেশে মানবাধিকারকর্মীরা যেন নির্ভয়ে এবং নিরাপদ পরিবেশে তাঁদের বৈধ কাজগুলো পরিচালনা করতে পারেন তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের একদল বিশেষজ্ঞ। এ বিষয়ে বলতে গিয়ে বিশেষজ্ঞ দলটি নিবন্ধন বাতিল হওয়া বাংলাদেশি মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর প্রসঙ্গ টানেন।
এক বিবৃতিতে তারা বলেছে, যথাযথ সম্মান নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর প্রতিনিধিদের ওপর সব ধরনের হয়রানি বন্ধ করতে হবে বাংলাদেশকে।
গত বছরের জুনে মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার। এ বিষয়ে জাতিসংঘ প্রতিনিধিরা বলেছেন, মানবাধিকারকর্মী এবং প্রতিষ্ঠানগুলোকে চুপ করিয়ে দেওয়ার জন্য এ ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধিকে ব্যবহার করা হয়েছে।
‘অধিকার’ সংগঠনের প্রতিনিধিরা জাতিসংঘের মানবাধিকার প্রক্রিয়ার সঙ্গে একাত্ম হয়ে গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিভিন্ন অভিযোগ নথিভুক্ত করেছে বলেও জানান তাঁরা।
এ ধরনের নিষেধাজ্ঞা মানবাধিকার ইস্যুতে রিপোর্ট বন্ধ করাসহ জাতিসংঘকে প্রতিনিধিদের সহযোগিতা করা থেকে নিবৃত্ত করার চেষ্টা বলে উল্লেখ করেন বিশেষজ্ঞরা।
অধিকার-এর নবায়ন আবেদন ২০১৪ থেকে ২০২২ সালের জুনে নিবন্ধন বাতিল করে দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশি এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো (এনজিওএবি) এর কাছে অপেক্ষমাণ ছিল। নবায়ন আবেদনটি বাতিল করে অধিকারকে বিভ্রান্তিকর তথ্য, বিশ্বের কাছে রাষ্ট্রের ভাবমূর্তিকে মারাত্মক কলঙ্কিত এবং দেশের বিরুদ্ধে বিভিন্ন সমস্যা সৃষ্টির দায়ে অভিযুক্ত করেছিল এনজিওএবি।
বিশেষজ্ঞরা দাবি করেন, বাংলাদেশে মানবাধিকারকর্মী ও সংস্থার ওপর যে হয়রানি চলছে তা অধিকারের মামলাটিতেই প্রতিফলিত হয়। এই বিষয়টি আইসিসিপিআর-এর ধারা ২২-এর অধীনে ‘প্রতিষ্ঠানের স্বাধীনতার অধিকার’-এর স্পষ্ট লঙ্ঘন।
আরও বলা হয়, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে ‘অধিকার’-এর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের ১০ বছর পরও সংগঠনটির সেক্রেটারি আদিলুর রহমান খান এবং পরিচালক এএসএম নাসিরুদ্দিন এলান ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ভুয়া, বিকৃত এবং মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে হয়রানির শিকার হচ্ছেন।
গত ৫ এপ্রিল একজন সাইবার ট্রাইব্যুনাল বিচারক অভিযুক্তদের বিচার প্রক্রিয়াকে পরবর্তী ধাপে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাক্ষীদের সাক্ষ্য নেওয়া বন্ধ করে দেন। তিনটি শুনানির পর যখন বিচারক অভিযুক্তদের বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে অনাগ্রহী ছিলেন, সে সময় প্রসিকিউটর আরও তদন্তের জন্য একটি আবেদন জমা দেন, যা নিয়ে আপত্তি জানান মানবাধিকারকর্মীরা।
গত ১৫ মে মানবাধিকারকর্মীদের আপত্তি নাকচ করে প্রসিকিউশনের অনুরোধ মঞ্জুর করেন বিচারক। এ ছাড়া আদালতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুমতি না দেওয়ায় এমন সিদ্ধান্তের ভিত্তি সম্পর্কে স্পষ্টতা দিতেও ব্যর্থ হন বিচারক। বিশেষজ্ঞরা দাবি করেন, আইনি প্রক্রিয়ায় সুবিচার না পাওয়ার পাশাপাশি গণমাধ্যমে সাংগঠনিক এবং ব্যক্তিগত উভয় পর্যায়ে অধিকার-এর কর্মীরা মানহানির শিকার হচ্ছেন।
জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, মানবাধিকার সংস্থাগুলোর মানহানির মাধ্যমে বাংলাদেশে সংগঠনগুলোর বিশ্বাসযোগ্যতা, খ্যাতি এবং মানবাধিকারকে ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
এ অবস্থায় যথাযথ প্রক্রিয়ার প্রতি সম্মান ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি তাঁরা অধিকার-এর নেতা ও মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান এবং এএসএম নাসিরউদ্দিনসহ অন্যান্য কর্মীর বিরুদ্ধে যত দ্রুত সম্ভব প্রতিহিংসামূলক বিচারিক হয়রানি এবং অপপ্রচার বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। মানবাধিকারকর্মীরা যেন নির্ভয়ে নিরাপদ পরিবেশে তাঁদের বৈধ কাজ পরিচালনা করতে পারেন সে আশাও ব্যক্ত করেন তাঁরা।
মানবাধিকারকর্মীদের পরিস্থিতি নিয়ে বিশেষ প্রতিনিধি মিসেস মেরি ললর, মতপ্রকাশের স্বাধীনতার অধিকারের প্রচার ও সুরক্ষাসংক্রান্ত বিশেষ প্রতিনিধি মিসেস আইরিন খান, শান্তিপূর্ণ সমাবেশ এবং সভার স্বাধীনতার অধিকারের বিশেষ প্রতিনিধি ক্লেমেন্ট নাইলেটোসি ভউল বিবৃতি দেওয়া ওই বিশেষজ্ঞ দলটির মধ্যে অন্যতম।
বাংলাদেশে মানবাধিকারকর্মীরা যেন নির্ভয়ে এবং নিরাপদ পরিবেশে তাঁদের বৈধ কাজগুলো পরিচালনা করতে পারেন তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের একদল বিশেষজ্ঞ। এ বিষয়ে বলতে গিয়ে বিশেষজ্ঞ দলটি নিবন্ধন বাতিল হওয়া বাংলাদেশি মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর প্রসঙ্গ টানেন।
এক বিবৃতিতে তারা বলেছে, যথাযথ সম্মান নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর প্রতিনিধিদের ওপর সব ধরনের হয়রানি বন্ধ করতে হবে বাংলাদেশকে।
গত বছরের জুনে মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার। এ বিষয়ে জাতিসংঘ প্রতিনিধিরা বলেছেন, মানবাধিকারকর্মী এবং প্রতিষ্ঠানগুলোকে চুপ করিয়ে দেওয়ার জন্য এ ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধিকে ব্যবহার করা হয়েছে।
‘অধিকার’ সংগঠনের প্রতিনিধিরা জাতিসংঘের মানবাধিকার প্রক্রিয়ার সঙ্গে একাত্ম হয়ে গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিভিন্ন অভিযোগ নথিভুক্ত করেছে বলেও জানান তাঁরা।
এ ধরনের নিষেধাজ্ঞা মানবাধিকার ইস্যুতে রিপোর্ট বন্ধ করাসহ জাতিসংঘকে প্রতিনিধিদের সহযোগিতা করা থেকে নিবৃত্ত করার চেষ্টা বলে উল্লেখ করেন বিশেষজ্ঞরা।
অধিকার-এর নবায়ন আবেদন ২০১৪ থেকে ২০২২ সালের জুনে নিবন্ধন বাতিল করে দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশি এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো (এনজিওএবি) এর কাছে অপেক্ষমাণ ছিল। নবায়ন আবেদনটি বাতিল করে অধিকারকে বিভ্রান্তিকর তথ্য, বিশ্বের কাছে রাষ্ট্রের ভাবমূর্তিকে মারাত্মক কলঙ্কিত এবং দেশের বিরুদ্ধে বিভিন্ন সমস্যা সৃষ্টির দায়ে অভিযুক্ত করেছিল এনজিওএবি।
বিশেষজ্ঞরা দাবি করেন, বাংলাদেশে মানবাধিকারকর্মী ও সংস্থার ওপর যে হয়রানি চলছে তা অধিকারের মামলাটিতেই প্রতিফলিত হয়। এই বিষয়টি আইসিসিপিআর-এর ধারা ২২-এর অধীনে ‘প্রতিষ্ঠানের স্বাধীনতার অধিকার’-এর স্পষ্ট লঙ্ঘন।
আরও বলা হয়, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে ‘অধিকার’-এর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের ১০ বছর পরও সংগঠনটির সেক্রেটারি আদিলুর রহমান খান এবং পরিচালক এএসএম নাসিরুদ্দিন এলান ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ভুয়া, বিকৃত এবং মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে হয়রানির শিকার হচ্ছেন।
গত ৫ এপ্রিল একজন সাইবার ট্রাইব্যুনাল বিচারক অভিযুক্তদের বিচার প্রক্রিয়াকে পরবর্তী ধাপে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাক্ষীদের সাক্ষ্য নেওয়া বন্ধ করে দেন। তিনটি শুনানির পর যখন বিচারক অভিযুক্তদের বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে অনাগ্রহী ছিলেন, সে সময় প্রসিকিউটর আরও তদন্তের জন্য একটি আবেদন জমা দেন, যা নিয়ে আপত্তি জানান মানবাধিকারকর্মীরা।
গত ১৫ মে মানবাধিকারকর্মীদের আপত্তি নাকচ করে প্রসিকিউশনের অনুরোধ মঞ্জুর করেন বিচারক। এ ছাড়া আদালতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুমতি না দেওয়ায় এমন সিদ্ধান্তের ভিত্তি সম্পর্কে স্পষ্টতা দিতেও ব্যর্থ হন বিচারক। বিশেষজ্ঞরা দাবি করেন, আইনি প্রক্রিয়ায় সুবিচার না পাওয়ার পাশাপাশি গণমাধ্যমে সাংগঠনিক এবং ব্যক্তিগত উভয় পর্যায়ে অধিকার-এর কর্মীরা মানহানির শিকার হচ্ছেন।
জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, মানবাধিকার সংস্থাগুলোর মানহানির মাধ্যমে বাংলাদেশে সংগঠনগুলোর বিশ্বাসযোগ্যতা, খ্যাতি এবং মানবাধিকারকে ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
এ অবস্থায় যথাযথ প্রক্রিয়ার প্রতি সম্মান ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি তাঁরা অধিকার-এর নেতা ও মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান এবং এএসএম নাসিরউদ্দিনসহ অন্যান্য কর্মীর বিরুদ্ধে যত দ্রুত সম্ভব প্রতিহিংসামূলক বিচারিক হয়রানি এবং অপপ্রচার বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। মানবাধিকারকর্মীরা যেন নির্ভয়ে নিরাপদ পরিবেশে তাঁদের বৈধ কাজ পরিচালনা করতে পারেন সে আশাও ব্যক্ত করেন তাঁরা।
মানবাধিকারকর্মীদের পরিস্থিতি নিয়ে বিশেষ প্রতিনিধি মিসেস মেরি ললর, মতপ্রকাশের স্বাধীনতার অধিকারের প্রচার ও সুরক্ষাসংক্রান্ত বিশেষ প্রতিনিধি মিসেস আইরিন খান, শান্তিপূর্ণ সমাবেশ এবং সভার স্বাধীনতার অধিকারের বিশেষ প্রতিনিধি ক্লেমেন্ট নাইলেটোসি ভউল বিবৃতি দেওয়া ওই বিশেষজ্ঞ দলটির মধ্যে অন্যতম।
ভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ে অমুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অভিযোগ করেছেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলো পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছে।
৪৩ মিনিট আগেতুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। তাদের হত্যা শেষে নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪৫ বছর আগে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ১৭ বছর বয়সী এসথার গনজালেস। একটি ডিএনএ পরীক্ষার সূত্র ধরে, দীর্ঘ বছর পর এবার সেই মামলার সমাধান হয়েছে। পরিবারের জন্য এই সমাধান একদিকে যেমন স্বস্তি এনে দিয়েছে, অন্যদিকে তা গভীর বেদনার কারণ হয়েছে।
২ ঘণ্টা আগেজার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সম্প্রতি বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার সঙ্গে তাঁর করা গ্যাস চুক্তিগুলো জার্মানির ব্যবসা এবং মস্কোর সঙ্গে শান্তি রক্ষার উদ্দেশ্যে করা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেছেন, ২০০৮ সালে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে বাধা না দিলে, যুদ্ধ আরও অনেক আগেই শু
৪ ঘণ্টা আগে