অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগির মারা যাবেন এবং এরপর সব সংকট সমাধান হয়ে যাবে। এমনটাই বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল বুধবার সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক সম্প্রচারমাধ্যম ইউরোভিশন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জেলেনস্কি সাক্ষাৎকারে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতায় আছেন, তা থেকে তাঁকে বের করে আনা উচিত হবে না যুক্তরাষ্ট্রের।
জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময় এল, যার একদিন আগেই রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগরে জ্বালানি অবকাঠামোতে হামলা এবং শত্রুতা বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে রাজি হয়েছে।
প্যারিস সফরের সময় জেলেনস্কি বলেন, ‘এই মুহূর্তে আমেরিকার পুতিনকে এই বিশ্বব্যাপী বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি এটা বিপজ্জনক। এটা অন্যতম বিপজ্জনক মুহূর্ত।’
জেলেনস্কি বলেন, পুতিন ‘মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকতে’ চান এবং তাঁর উচ্চাকাঙ্ক্ষা শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ নয়, বরং তা ‘পশ্চিমের সঙ্গে সরাসরি সংঘাতের’ দিকেও নিয়ে যেতে পারে। জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপকে পুতিনের ওপর চাপ বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রুশ নেতা ইউরোপীয়-আমেরিকান জোটকে ভয় পান এবং এটিকে বিভক্ত করতে চান।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও যোগ করেন, পুতিন নিজের মৃত্যুকে খুবই ভয় পান। জেলেনস্কি বলেন, ‘তিনি শিগগিরই মারা যাবেন, এটা একটা বাস্তবতা এবং এরপর সবকিছু শেষ হয়ে যাবে।’
সৌদি আরবে রুশ প্রতিনিধিদের সঙ্গে সর্বশেষ দফা আলোচনার পর দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সীমিত যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে রাশিয়ার ওপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ‘কৃষি ও সার রপ্তানির জন্য বিশ্ববাজারে রাশিয়ার প্রবেশাধিকার পুনরুদ্ধার, সামুদ্রিক বিমা খরচ কমানো এবং এই ধরনের লেনদেনের জন্য বন্দর ও পেমেন্ট সিস্টেমে প্রবেশাধিকার বাড়াতে সাহায্য করবে।’
আলোচনা চলাকালে রাশিয়ার কাছ থেকে কোনো ছাড় আদায় করা হয়েছে বলে মনে হয় না। ইউক্রেন এর আগে, গত ১১ মার্চ ওয়াশিংটনের পক্ষ থেকে ৩০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছিল, তবে মস্কো তা প্রত্যাখ্যান করে।
জেলেনস্কি বলেন, কৃষ্ণ সাগরের সীমিত যুদ্ধবিরতি ‘অবশ্যই যুদ্ধ শেষ করার দিকে একটি পদক্ষেপ’ তবে তিনি সীমাহীন শত্রুতা বন্ধে ইউক্রেনের অঙ্গীকারের ওপর জোর দেন। তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগির মারা যাবেন এবং এরপর সব সংকট সমাধান হয়ে যাবে। এমনটাই বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল বুধবার সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক সম্প্রচারমাধ্যম ইউরোভিশন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জেলেনস্কি সাক্ষাৎকারে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতায় আছেন, তা থেকে তাঁকে বের করে আনা উচিত হবে না যুক্তরাষ্ট্রের।
জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময় এল, যার একদিন আগেই রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগরে জ্বালানি অবকাঠামোতে হামলা এবং শত্রুতা বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে রাজি হয়েছে।
প্যারিস সফরের সময় জেলেনস্কি বলেন, ‘এই মুহূর্তে আমেরিকার পুতিনকে এই বিশ্বব্যাপী বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি এটা বিপজ্জনক। এটা অন্যতম বিপজ্জনক মুহূর্ত।’
জেলেনস্কি বলেন, পুতিন ‘মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকতে’ চান এবং তাঁর উচ্চাকাঙ্ক্ষা শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ নয়, বরং তা ‘পশ্চিমের সঙ্গে সরাসরি সংঘাতের’ দিকেও নিয়ে যেতে পারে। জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপকে পুতিনের ওপর চাপ বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রুশ নেতা ইউরোপীয়-আমেরিকান জোটকে ভয় পান এবং এটিকে বিভক্ত করতে চান।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও যোগ করেন, পুতিন নিজের মৃত্যুকে খুবই ভয় পান। জেলেনস্কি বলেন, ‘তিনি শিগগিরই মারা যাবেন, এটা একটা বাস্তবতা এবং এরপর সবকিছু শেষ হয়ে যাবে।’
সৌদি আরবে রুশ প্রতিনিধিদের সঙ্গে সর্বশেষ দফা আলোচনার পর দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সীমিত যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে রাশিয়ার ওপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ‘কৃষি ও সার রপ্তানির জন্য বিশ্ববাজারে রাশিয়ার প্রবেশাধিকার পুনরুদ্ধার, সামুদ্রিক বিমা খরচ কমানো এবং এই ধরনের লেনদেনের জন্য বন্দর ও পেমেন্ট সিস্টেমে প্রবেশাধিকার বাড়াতে সাহায্য করবে।’
আলোচনা চলাকালে রাশিয়ার কাছ থেকে কোনো ছাড় আদায় করা হয়েছে বলে মনে হয় না। ইউক্রেন এর আগে, গত ১১ মার্চ ওয়াশিংটনের পক্ষ থেকে ৩০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছিল, তবে মস্কো তা প্রত্যাখ্যান করে।
জেলেনস্কি বলেন, কৃষ্ণ সাগরের সীমিত যুদ্ধবিরতি ‘অবশ্যই যুদ্ধ শেষ করার দিকে একটি পদক্ষেপ’ তবে তিনি সীমাহীন শত্রুতা বন্ধে ইউক্রেনের অঙ্গীকারের ওপর জোর দেন। তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।’
২০২২ সালের এপ্রিলে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসএসইউ) বিভাগ একজন রুশ সেনার ফোনালাপ প্রকাশ করে। ওই কথোপকথনে ওলগা বাইকোভস্কায়া নামের নারী তাঁর স্বামী রাশিয়ান সেনা রোমান বাইকোভস্কিকে বলছিলেন, ‘তুমি ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করতে পারো, কিন্তু সুরক্ষা ব্যবহার কোরো।’
২ ঘণ্টা আগেভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ কার্যক্রমে সহায়তা করার জন্য মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক সরকার সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান অভিযান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি এ তথ্য জানিয়েছে। এমআরটিভির তথ্য অনুযায়ী, এই যুদ্ধবিরতি ২ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলবে
৩ ঘণ্টা আগেট্রাম্প প্রশাসনের দাবি, এই শুল্ক হবে ‘পারস্পরিক’ ও ‘ন্যায্য’। তবে বিশ্লেষকদের আশঙ্কা, এর ফলে প্রতিদ্বন্দ্বী দেশগুলো পাল্টা ব্যবস্থা নিতে পারে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য বিপর্যয়কর হতে পারে। ধারণা করা হচ্ছে, এই শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্প বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমান আঘাত
৪ ঘণ্টা আগেইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারের পর বিরোধী দলগুলো তুরস্কের সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন কোম্পানির পণ্য ও সেবা বয়কটের ডাক দিয়েছে। উত্তাল তুরস্কে গত এক দশকের মধ্যে এত বড় বিক্ষোভ আগে কেউ কখনো দেখেনি। সরকারি নিষেধাজ্ঞা-গ্রেপ্তারের হুমকি উপেক্ষা করে দেশজুড়ে বিভিন্ন স্থানে জমায়েত হয়েছ
৪ ঘণ্টা আগে