অনলাইন ডেস্ক
স্বামীকে হত্যার অভিযোগে ব্রাজিলের সাবেক নারী কংগ্রেস ফ্লোরডেলিস ডস সান্তোস ডি সুজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংসদের নিম্নকক্ষে ভোটের মাধ্যমে তাঁর সদস্য পদ বাতিলের পর শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০১৯ সালে বাড়ির গ্যারেজে ৩০টি গুলি করে ফ্লোরডেলিসের স্বামী যাজক অ্যান্ডারসন ডো কারমোকে হত্যা করা হয়। এ হত্যার পর থেকেই অভিযোগ উঠে আসছিল, হত্যাকাণ্ডে জড়িত ১০ জনের সঙ্গে ফ্লোরডেলিসেরও যোগসাজশ ছিল। তবে রিও ডি জেনিরো রাজ্যের প্রতিনিধিত্বকারী ফেডারেল ডেপুটি হওয়ায় এত দিন তাঁর বিরুদ্ধে মামলা হয়নি।
বুধবার ব্রাজিলের নিম্নকক্ষ তাঁকে পদচ্যুত করার পক্ষে ভোট দেয়। পরে একজন বিচারক আদেশ দেন যে, রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের অনুরোধে কিছুক্ষণের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হবে। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার হলেন ফ্লোরডেলিস।
ফ্লোরডেলিসের আইনজীবী অ্যান্ডারসন রোলেমবার্গ এ গ্রেপ্তারের সমালোচনা করেছেন। হোয়াটসঅ্যাপ ম্যাসেজে তিনি রয়টার্সকে বলেন, গ্রেপ্তার করাটা 'সম্পূর্ণ নির্বিচার'। সোমবার সকালে তিনি আপিল করবেন বলেও উল্লেখ করেন।
প্রসঙ্গত, এর আগে নানা ইতিবাচক কারণেও আলোচনায় এসেছেন প্রাক্তন ধর্মপ্রচারক যাজক এবং গায়ক, ফ্লোরডেলিস। কয়েক ডজন অভাবগ্রস্ত শিশুকে দত্তক নিয়ে খ্যাতি অর্জন করেছিলেন।
স্বামীকে হত্যার অভিযোগে ব্রাজিলের সাবেক নারী কংগ্রেস ফ্লোরডেলিস ডস সান্তোস ডি সুজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংসদের নিম্নকক্ষে ভোটের মাধ্যমে তাঁর সদস্য পদ বাতিলের পর শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০১৯ সালে বাড়ির গ্যারেজে ৩০টি গুলি করে ফ্লোরডেলিসের স্বামী যাজক অ্যান্ডারসন ডো কারমোকে হত্যা করা হয়। এ হত্যার পর থেকেই অভিযোগ উঠে আসছিল, হত্যাকাণ্ডে জড়িত ১০ জনের সঙ্গে ফ্লোরডেলিসেরও যোগসাজশ ছিল। তবে রিও ডি জেনিরো রাজ্যের প্রতিনিধিত্বকারী ফেডারেল ডেপুটি হওয়ায় এত দিন তাঁর বিরুদ্ধে মামলা হয়নি।
বুধবার ব্রাজিলের নিম্নকক্ষ তাঁকে পদচ্যুত করার পক্ষে ভোট দেয়। পরে একজন বিচারক আদেশ দেন যে, রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের অনুরোধে কিছুক্ষণের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হবে। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার হলেন ফ্লোরডেলিস।
ফ্লোরডেলিসের আইনজীবী অ্যান্ডারসন রোলেমবার্গ এ গ্রেপ্তারের সমালোচনা করেছেন। হোয়াটসঅ্যাপ ম্যাসেজে তিনি রয়টার্সকে বলেন, গ্রেপ্তার করাটা 'সম্পূর্ণ নির্বিচার'। সোমবার সকালে তিনি আপিল করবেন বলেও উল্লেখ করেন।
প্রসঙ্গত, এর আগে নানা ইতিবাচক কারণেও আলোচনায় এসেছেন প্রাক্তন ধর্মপ্রচারক যাজক এবং গায়ক, ফ্লোরডেলিস। কয়েক ডজন অভাবগ্রস্ত শিশুকে দত্তক নিয়ে খ্যাতি অর্জন করেছিলেন।
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি শুধু ইউক্রেনের জন্যই নয়, দেশটির ইউরোপীয় মিত্রদের জন্যও বড় একটি ধাক্কা। ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাওয়ার জন্য ইউরোপের নেতারা মার্কিন প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে আসছিলেন।
২৯ মিনিট আগেধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই ট্যাটু পারলারের মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মালিক ৩৩ বছর বয়সী রকি রঞ্জন বিসোই। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর পারলারের ২৫ বছর বয়সী শিল্পী অশ্বিনী কুমার ইতালীয় ওই নারীর অনুরোধে ট্যাটুটি এঁকেছেন।
২ ঘণ্টা আগেসুদানের গৃহযুদ্ধে নারী ও শিশুদের ওপর ভয়াবহ যৌন সহিংসতার তথ্য প্রকাশ করেছে ইউনিসেফ। এক বছর বয়সী শিশুদেরও ধর্ষণ করা হচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। আধাসামরিক বাহিনী আরএসএফ যৌন সহিংসতাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগেট্রাম্প যে ৩৫০ বিলিয়ন ডলারের হিসাব দিয়েছেন, তার উৎস নিশ্চিত করা যায়নি। কিয়েল ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত সমস্ত দাতা দেশ মিলিয়ে ইউক্রেনের জন্য বরাদ্দ করা মোট ২৮০ বিলিয়ন ডলারের চেয়েও অনেক বেশি। জেলেনস্কির মতে, এখন পর্যন্ত যুদ্ধের মোট খরচ ৩২০ বিলিয়ন ডলার, যার মধ্যে ইউক্রেন নিজেই ১২০ বিলিয়ন
৪ ঘণ্টা আগে