১৩ হাজার রুপি বেতনেও গাড়ি-ফ্ল্যাট, চমকপ্রদ জীবন ক্ষীরসাগরের

অনলাইন ডেস্ক    
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯: ১১
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯: ৫৩
হার্সাল কুমার ক্ষীরসাগার। ছবি: সংগৃহীত

মহারাষ্ট্রের একটি সরকারি ক্রীড়া কমপ্লেক্সে কম্পিউটার অপারেটর পদে চুক্তিভিত্তিক কাজ করতেন ২৩ বছর বয়সী যুবক হার্সাল কুমার ক্ষীরসাগর। বেতন পেতেন ভারতীয় মুদ্রায় মাত্র ১৩ হাজার রুপি। কিন্তু অল্প বেতন পেলেও বিলাসবহুল গাড়ি, চার বেডরুমের ফ্ল্যাট আর প্রেমিকার জন্য দামি উপহার কিনে তাক লাগিয়ে দেন আশপাশের সবাইকে। পরে জানা যায়, তিনি সরকারি প্রতিষ্ঠান থেকে আত্মসাৎ করেছেন ২১ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি মহারাষ্ট্র পুলিশের তদন্তে হার্সালের এই চমকপ্রদ জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়।

পুলিশ জানায়, হার্সাল একটি পুরোনো চিঠি ব্যবহার করে অফিসের ব্যাংক হিসাবের সঙ্গে যুক্ত ই-মেইল পরিবর্তনের অনুরোধ জানান। ক্রীড়া কমপ্লেক্সের ব্যাংক হিসাবের সঙ্গে মেলে এমন নতুন ই-মেইল তৈরি করেন। যেখানে মাত্র একটি অক্ষর পরিবর্তিত ছিল। পরবর্তীকালে এই ই-মেইল ঠিকানাটি ব্যাংক হিসাবের সঙ্গে যুক্ত করে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা চালু করেন। এরপর এই ই-মেইলে ব্যাংকের ওটিপি নিয়ে, ইন্টারনেট ব্যাংকিংএর মাধ্যমে আত্মসাৎ করেন ২১.৬ কোটি রুপি।

মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, গত ১ জুলাই থেকে ৭ ডিসেম্বরের মধ্যে হার্সাল ক্রীড়া কমপ্লেক্সের ব্যাংক হিসাব থেকে ১৩টি ভিন্ন ভিন্ন ব্যাংক হিসাবে মোট ২১.৬ কোটি রুপি স্থানান্তর করেন। এই ঘটনায় হার্সালকে সহায়তা করার অভিযোগে এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হার্সাল এখনো পলাতক আছেন।

এই অর্থ দিয়ে হার্সাল একটি বিএমডব্লিউ, একটি এসইউভি ও একটি বিএমডব্লিউ মোটরসাইকেল কেনেন। ছত্রপতি সাম্ভাজিনগর বিমানবন্দরের কাছে প্রেমিকাকে কিনে দেন একটি বিলাসবহুল ফ্ল্যাট। সম্প্রতি প্রেমিকার জন্য হীরাখচিত একটি চশমারও অর্ডার দেন হার্সাল।

ক্রীড়া বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা ই-মেইল পরিবর্তনের বিষয়টি খেয়াল করিনি। হঠাৎ যখন অর্থের হিসাবে গরমিল দেখা গেল, তখন আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করি। পুলিশ তদন্তে হার্সালের জালিয়াতির বিষয়টি নজরে আসে।’

তদন্তের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে হার্সালের বিলাসবহুল যানবাহন তিনটি জব্দ করেছে এবং অর্থ স্থানান্তরের ব্যাংক হিসাবের নথিপত্র সংগ্রহ করছে।

পুলিশ অফিসার প্রশান্ত কদম বলেন, ‘এই ঘটনায় তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, মূল অভিযুক্ত এখনো পলাতক। আমরা তাঁর অবস্থান জানার চেষ্টা করছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত