ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজেই আফগানিস্তানের কাছে হেরেছে জিম্বাবুয়ে। সাদা বলের ক্রিকেটে সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি জিম্বাবুয়ে। তবে সীমিত ওভার ক্রিকেট থেকে সংস্করণটা টেস্টে রূপ নিল, সবকিছু বদলাতে লাগল। দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের রেকর্ড ভেঙে জিম্বাবুইয়ানরা এখন তাড়া করছে ভারতকে।
টেস্টে আফগানিস্তানের পথচলাটা বেশি দিনের নয়। ২০১৮ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে পথচলা শুরু আফগানদের। সেই ম্যাচে এক ইনিংস ব্যাটিংয়ে নেমে ভারত করেছিল ৪৭৪ রান। যা এখন পর্যন্ত আফগানদের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ। হারারেতে আজ সিরিজের প্রথম টেস্টে আফগানদের বিপক্ষে ৭ উইকেটে ৪৭১ রান করেছে জিম্বাবুয়ে। এখন চলছে সেই ম্যাচের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি।
আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত টেস্টে চারটি ৪০০ বা তার বেশি রানের ইনিংসের কীর্তি রয়েছে। ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। এটাই টেস্টে আফগানদের বিপক্ষে যেকোনো দলের চতুর্থ সর্বোচ্চ স্কোর।
হারারে স্পোর্টস ক্লাবে গতকাল শুরু হয়েছে জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজের প্রথম টেস্ট। প্রথম ইনিংসে ৮৫ ওভারে ৪ উইকেটে ৩৬৩ রান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। শন উইলিয়ামসের মতো সেঞ্চুরি পেয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি আরভিন পেয়েছেন ১৬৭ বলে।
সেঞ্চুরির পর ইনিংস আর লম্বা করতে পারেননি আরভিন। ১৭০ বলে ১০ চারে ১০৪ রান করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক। ১১১তম ওভারের দ্বিতীয় বলে আরভিনকে ফিরিয়েছেন জিয়া-উর-রহমান আকবর। একই ওভারের চতুর্থ বলে ব্র্যান্ডন মাভুতাকে ফিরিয়েছেন আকবর। সব মিলিয়ে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ১১৩ ওভার ব্যাটিং করতে পেরেছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ ১৫৪ রান করেছেন উইলিয়ামস।
ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজেই আফগানিস্তানের কাছে হেরেছে জিম্বাবুয়ে। সাদা বলের ক্রিকেটে সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি জিম্বাবুয়ে। তবে সীমিত ওভার ক্রিকেট থেকে সংস্করণটা টেস্টে রূপ নিল, সবকিছু বদলাতে লাগল। দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের রেকর্ড ভেঙে জিম্বাবুইয়ানরা এখন তাড়া করছে ভারতকে।
টেস্টে আফগানিস্তানের পথচলাটা বেশি দিনের নয়। ২০১৮ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে পথচলা শুরু আফগানদের। সেই ম্যাচে এক ইনিংস ব্যাটিংয়ে নেমে ভারত করেছিল ৪৭৪ রান। যা এখন পর্যন্ত আফগানদের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ। হারারেতে আজ সিরিজের প্রথম টেস্টে আফগানদের বিপক্ষে ৭ উইকেটে ৪৭১ রান করেছে জিম্বাবুয়ে। এখন চলছে সেই ম্যাচের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি।
আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত টেস্টে চারটি ৪০০ বা তার বেশি রানের ইনিংসের কীর্তি রয়েছে। ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। এটাই টেস্টে আফগানদের বিপক্ষে যেকোনো দলের চতুর্থ সর্বোচ্চ স্কোর।
হারারে স্পোর্টস ক্লাবে গতকাল শুরু হয়েছে জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজের প্রথম টেস্ট। প্রথম ইনিংসে ৮৫ ওভারে ৪ উইকেটে ৩৬৩ রান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। শন উইলিয়ামসের মতো সেঞ্চুরি পেয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি আরভিন পেয়েছেন ১৬৭ বলে।
সেঞ্চুরির পর ইনিংস আর লম্বা করতে পারেননি আরভিন। ১৭০ বলে ১০ চারে ১০৪ রান করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক। ১১১তম ওভারের দ্বিতীয় বলে আরভিনকে ফিরিয়েছেন জিয়া-উর-রহমান আকবর। একই ওভারের চতুর্থ বলে ব্র্যান্ডন মাভুতাকে ফিরিয়েছেন আকবর। সব মিলিয়ে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ১১৩ ওভার ব্যাটিং করতে পেরেছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ ১৫৪ রান করেছেন উইলিয়ামস।
ডিপিএলে শাইনপুকুর ও গুলশানের ম্যাচে আজ দুটি আউটের ধরন নিয়ে সমালোচনার ঝড়। সাবেক-বর্তমান ক্রিকেটররা ধুয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার এই তালিকায় যুক্ত হয়েছেন ইমরুল কায়েস। ইচ্ছে করেই যেন উইকেট বিলিয়ে দিয়েছেন ব্যাটার। ইমরুল তাঁদের প্রতি প্রশ্ন রেখেই বললেন, এই ক্রিকেটারদের দিয়ে কি দেশের প্রতিনিধি
১১ ঘণ্টা আগেডিপিএলে ভুতুড়ে আউট নিয়ে নিয়ে সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে। হাস্যকরভাবে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ব্যাটার। মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মিনহাজুল আবেদীন সাব্বির উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে, স্বজ্ঞানে যেন আর বক্সে ব্যাট রাখলেন না। স্টাম্পিং হয়েই ফিরলেন
১১ ঘণ্টা আগে২০২৫ বিপিএলের ফিক্সিং অভিযোগ নিয়ে এখনো তদন্ত চলছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটার ও ক্লাব কর্তারা আরও সচেতন হবেন, অন্তত দেশের সবচেয়ে বড় ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এমনই আশা করছিল। লিগ যত শেষের দিকে যাচ্ছে, ততই যেন খেলার চেতনা পরিপন্থী ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে