জম্মু–কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি খাদে, ৪ ভারতীয় সেনা নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ২২: ১৬
Thumbnail image
বান্দিপোরা জেলার এসকে পায়েন গ্রামের কাছে দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে। ছবি: এক্স

ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরের বান্দিপোরা জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে চার সেনা নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, বান্দিপোরা জেলার এসকে পায়েন গ্রামের কাছে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে।

সেনা কর্মকর্তারা জানিয়েছেন, খারাপ আবহাওয়া এ দুর্ঘটনার কারণ হতে পারে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সেনাবাহিনীর একটি গাড়ি ঘন কুয়াশায় আলোকস্বল্পতার কারণে রাস্তা থেকে খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সেনাদের উদ্ধার করা হয়। আমরা স্থানীয় নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘দুঃখজনকভাবে, এই মর্মান্তিক দুর্ঘটনায় তিন সেনা শহীদ হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

এই বিবৃতির কয়েক ঘণ্টা পরে সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, আহতদের মধ্যে আরও এক সেনা মারা গেছেন।

এর আগে গত ২৪ ডিসেম্বর, ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনা সদস্যদের বহনকারী একটি গাড়ি বালনোইয়ের দিকে যাওয়ার পথে ঘারোয়া এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এই দুর্ঘটনায় পাঁচ সেনাসদস্য নিহত ও অন্তত নয়জন আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ নিয়ে প্রশ্ন তুললেন বীণা সিক্রি

ছড়িয়ে পড়ছে এইচএমপিভি ভাইরাস, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ জানুন

ওবায়দুল কাদের–শেখ হেলাল পালিয়েছেন যশোর যুবদল নেতার সহযোগিতায়, দাবি সাবেক নেতার

এইচএসসি পরীক্ষা শুরু জুনের শেষ সপ্তাহে

আবুল খায়ের গ্রুপে চাকরি, শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত