অনলাইন ডেস্ক
অবৈধ মাদক গ্রহণের বিষয়ে স্বীকারোক্তির পরও ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারির ভিসা বাতিল না করায় একটি আদালতে মার্কিন কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইন্ডিপেনডেন্ট।
চলতি বছরের ১০ জানুয়ারি প্রিন্স হ্যারির স্মৃতিচারণ বিষয়ক বই ‘স্পেয়ার’ প্রকাশিত হয়। এই বইয়ে নিজের ব্যক্তিজীবন সম্পর্কে লিখতে গিয়ে কোকেন, গাঁজা, সাইকোডেলিক মাশরুমসহ বিভিন্ন মাদক গ্রহণের বিষয় উল্লেখ করেছেন ব্রিটিশ রাজপুত্র। আর এ বিষয়টিই আমলে নিয়েছে ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিংক ট্যাংক দ্য হেরিটেজ ফাউন্ডেশন।
২০২০ সালে প্রিন্স হ্যারিকে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি দিয়েছিল কর্তৃপক্ষ। এ জন্য যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট ফর হোমল্যান্ড সিকিউরিটির বিরুদ্ধে একটি মামলা করেছে দ্য হেরিটেজ ফাউন্ডেশন।
সংস্থাটি মামলার পক্ষে যুক্তি দিয়েছে-প্রিন্স হ্যারিকে ভিসা দেওয়ার প্রক্রিয়ায় মার্কিন কর্তৃপক্ষ সঠিকভাবে তার অতীত পর্যালোচনা করেনি। যদিও বিভিন্ন গণমাধ্যমে হ্যারির বিতর্কিত বিষয়গুলো নিয়ে বিস্তৃত এবং ক্রমাগত খবর প্রকাশিত হয়েছে।
বিষয়টি নিয়ে বাদী-বিবাদী দুই পক্ষ মঙ্গলবারই ওয়াশিংটন ডিসির ফেডারেল কোর্টে যুক্তি-তর্ক উপস্থাপন করবে বলে জানা গেছে। তবে এ সংক্রান্ত নথি প্রকাশের বিষয়ে আদালত কখন সিদ্ধান্ত নেবে তা স্পষ্ট নয়।
স্মৃতিকথায় প্রিন্স হ্যারি লিখেছেন, ‘কোকেন আমার জন্য কিছুই করেনি।’
আর গাঁজাকে ব্যতিক্রম আখ্যা দিয়ে হ্যারি লিখেন, ‘এটা আমাকে দারুণভাবে সহযোগিতা করেছিল।’
অবৈধ মাদক গ্রহণের বিষয়ে স্বীকারোক্তির পরও ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারির ভিসা বাতিল না করায় একটি আদালতে মার্কিন কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইন্ডিপেনডেন্ট।
চলতি বছরের ১০ জানুয়ারি প্রিন্স হ্যারির স্মৃতিচারণ বিষয়ক বই ‘স্পেয়ার’ প্রকাশিত হয়। এই বইয়ে নিজের ব্যক্তিজীবন সম্পর্কে লিখতে গিয়ে কোকেন, গাঁজা, সাইকোডেলিক মাশরুমসহ বিভিন্ন মাদক গ্রহণের বিষয় উল্লেখ করেছেন ব্রিটিশ রাজপুত্র। আর এ বিষয়টিই আমলে নিয়েছে ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিংক ট্যাংক দ্য হেরিটেজ ফাউন্ডেশন।
২০২০ সালে প্রিন্স হ্যারিকে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি দিয়েছিল কর্তৃপক্ষ। এ জন্য যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট ফর হোমল্যান্ড সিকিউরিটির বিরুদ্ধে একটি মামলা করেছে দ্য হেরিটেজ ফাউন্ডেশন।
সংস্থাটি মামলার পক্ষে যুক্তি দিয়েছে-প্রিন্স হ্যারিকে ভিসা দেওয়ার প্রক্রিয়ায় মার্কিন কর্তৃপক্ষ সঠিকভাবে তার অতীত পর্যালোচনা করেনি। যদিও বিভিন্ন গণমাধ্যমে হ্যারির বিতর্কিত বিষয়গুলো নিয়ে বিস্তৃত এবং ক্রমাগত খবর প্রকাশিত হয়েছে।
বিষয়টি নিয়ে বাদী-বিবাদী দুই পক্ষ মঙ্গলবারই ওয়াশিংটন ডিসির ফেডারেল কোর্টে যুক্তি-তর্ক উপস্থাপন করবে বলে জানা গেছে। তবে এ সংক্রান্ত নথি প্রকাশের বিষয়ে আদালত কখন সিদ্ধান্ত নেবে তা স্পষ্ট নয়।
স্মৃতিকথায় প্রিন্স হ্যারি লিখেছেন, ‘কোকেন আমার জন্য কিছুই করেনি।’
আর গাঁজাকে ব্যতিক্রম আখ্যা দিয়ে হ্যারি লিখেন, ‘এটা আমাকে দারুণভাবে সহযোগিতা করেছিল।’
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৭ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৭ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
১১ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে