অনলাইন ডেস্ক
আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে পর্যটকসহ একটি ডুবোযান হারিয়ে গেছে।
সোমবার বোস্টন কোস্টগার্ড বিবিসিকে জানিয়েছে, কানাডার নিউফাউন্ডল্যান্ড উপকূলে ওই ডুবোযানটির খোঁজে এখন উদ্ধার অভিযান চলছে। তবে নিখোঁজ হওয়ার সময় যানটিতে কতজন পর্যটক ছিলেন তা এখনো স্পষ্ট নয়।
সমুদ্রপৃষ্ঠের প্রায় ৩ হাজার ৮০০ মিটার গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখানোর জন্য মাঝে মাঝে পর্যটক ও বিশেষজ্ঞদের নিয়ে যায় কতগুলো ছোট ছোট ডুবোজাহাজ।
ওশানগেট এক্সপিডিশন্স নামে একটি বেসরকারি কোম্পানি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নতুন একটি অভিযানের ঘোষণা দিয়েছিল। সমুদ্রের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখিয়ে আনতে পর্যটকদের খরচ বাবদ আড়াই লাখ ডলারের প্যাকেজ ঘোষণা করেছিল ওই প্রতিষ্ঠানটি।
সোমবার রাতেই ওশানগেট এক্সপিডিশন্স নিশ্চিত করেছে, নিখোঁজ হওয়া ডুবোযানটি তাদেরই। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা সম্ভাব্য সব উপায়ে যানটিকে খুঁজছি। এতে থাকা যাত্রী এবং তাদের পরিবারের ওপর এখন আমাদের প্রধান ফোকাস।’
যানটিকে খুঁজে বের করার মিশনে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
জানা গেছে, পর্যটকবাহী ওই ডুবোযানগুলোতে পাঁচজন লোক বসতে পারেন। এর মধ্যে একজন পাইলট ও তিনজন অর্থ প্রদানকারী পর্যটক ছাড়াও অভিজ্ঞতা সম্পন্ন এক গাইডও থাকেন। টাইটানিকের ধ্বংসাবশেষটি ঘুরে দেখতে অন্ত আট ঘণ্টা সময় লাগে।
বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, টাইটানিকের ডুবে যাওয়ার স্থানটি কানাডার নিউফাউন্ডল্যান্ড উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত। সচল অবস্থায় টাইটানিক ছিল পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ। ১৯১২ সালে যুক্তরাজ্যের সাউদাম্পটন বন্দর থেকে ২ হাজার ২০০ যাত্রী ও ক্রু নিয়ে জাহাজটি নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করেছিল। পরে একটি বিশাল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে এটি তলিয়ে যায়। এ ঘটনায় জাহাজে থাকা দেড় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।
১৯৮৫ সালে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। এর পর থেকেই এখানে বিভিন্ন সময়ে অভিযাত্রী ও বিশেষজ্ঞরা অভিযান চালিয়ে আসছেন।
আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে পর্যটকসহ একটি ডুবোযান হারিয়ে গেছে।
সোমবার বোস্টন কোস্টগার্ড বিবিসিকে জানিয়েছে, কানাডার নিউফাউন্ডল্যান্ড উপকূলে ওই ডুবোযানটির খোঁজে এখন উদ্ধার অভিযান চলছে। তবে নিখোঁজ হওয়ার সময় যানটিতে কতজন পর্যটক ছিলেন তা এখনো স্পষ্ট নয়।
সমুদ্রপৃষ্ঠের প্রায় ৩ হাজার ৮০০ মিটার গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখানোর জন্য মাঝে মাঝে পর্যটক ও বিশেষজ্ঞদের নিয়ে যায় কতগুলো ছোট ছোট ডুবোজাহাজ।
ওশানগেট এক্সপিডিশন্স নামে একটি বেসরকারি কোম্পানি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নতুন একটি অভিযানের ঘোষণা দিয়েছিল। সমুদ্রের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখিয়ে আনতে পর্যটকদের খরচ বাবদ আড়াই লাখ ডলারের প্যাকেজ ঘোষণা করেছিল ওই প্রতিষ্ঠানটি।
সোমবার রাতেই ওশানগেট এক্সপিডিশন্স নিশ্চিত করেছে, নিখোঁজ হওয়া ডুবোযানটি তাদেরই। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা সম্ভাব্য সব উপায়ে যানটিকে খুঁজছি। এতে থাকা যাত্রী এবং তাদের পরিবারের ওপর এখন আমাদের প্রধান ফোকাস।’
যানটিকে খুঁজে বের করার মিশনে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
জানা গেছে, পর্যটকবাহী ওই ডুবোযানগুলোতে পাঁচজন লোক বসতে পারেন। এর মধ্যে একজন পাইলট ও তিনজন অর্থ প্রদানকারী পর্যটক ছাড়াও অভিজ্ঞতা সম্পন্ন এক গাইডও থাকেন। টাইটানিকের ধ্বংসাবশেষটি ঘুরে দেখতে অন্ত আট ঘণ্টা সময় লাগে।
বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, টাইটানিকের ডুবে যাওয়ার স্থানটি কানাডার নিউফাউন্ডল্যান্ড উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত। সচল অবস্থায় টাইটানিক ছিল পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ। ১৯১২ সালে যুক্তরাজ্যের সাউদাম্পটন বন্দর থেকে ২ হাজার ২০০ যাত্রী ও ক্রু নিয়ে জাহাজটি নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করেছিল। পরে একটি বিশাল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে এটি তলিয়ে যায়। এ ঘটনায় জাহাজে থাকা দেড় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।
১৯৮৫ সালে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। এর পর থেকেই এখানে বিভিন্ন সময়ে অভিযাত্রী ও বিশেষজ্ঞরা অভিযান চালিয়ে আসছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশের হাতে ‘ব্যবহারের জন্য প্রস্তুত’ নতুন ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুত আছে। এই ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্র’কে বাধা দেওয়া যায় না। ইউক্রেনের নিপ্রো শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর গত শুক্রবার এক অনির্ধারিত টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন।
১৬ মিনিট আগেইয়াসমিন ঈদ বলেন, ‘আমার মেয়েরা ক্ষুধার তাড়নায় তাদের আঙুল চুষে, আর আমি তাদের পিঠে হাত বুলিয়ে ঘুম পাড়াই।’ গাজায় দখলদার ইসরায়েলের চলমান হামলায় জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে উঠছে। খাবারের অভাবে অনেক মানুষ দিনে মাত্র একবেলা খাচ্ছেন।
২ ঘণ্টা আগেব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
১১ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
১১ ঘণ্টা আগে