অনলাইন ডেস্ক
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া পর্যটকদের উদ্ধার অভিযান। কারণ, একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁদের ব্যবহৃত ডুবোযানটিতে থাকা অক্সিজেনের মজুত শেষ হয়ে যাবে। ফলে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে অক্সিজেনের অভাবে তাঁরা নিশ্চিত মৃত্যুর মুখে পড়বেন।
এ ধরনের ডুবোযানে যে পরিমাণ অক্সিজেন থাকে তা নিয়ে পাঁচজন মানুষ সর্বোচ্চ ৯০ থেকে ১০০ ঘণ্টা চলতে পারেন। এ হিসাবে পানিতে ডুব দেওয়ার সময় থেকে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত সময়টুকু বাদ দিলে আর মাত্র ৫০ থেকে ৫৫ ঘণ্টা সময় অবশিষ্ট আছে উদ্ধারকারীদের হাতে।
বাংলাদেশ সময় সোমবার রাতে বিবিসির বরাতে ডুবে যাওয়া যানটির খবর পায় আজকের পত্রিকা।
প্রাথমিকভাবে ওই ডুবোযানে থাকা পর্যটকদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও পরে জানা যায়, ডুবোযানটিতে পাইলট এবং একজন ক্রু ছাড়াও আরও তিনজন পর্যটক ছিলেন। পর্যটকদের মধ্যে আছেন ব্রিটিশ অভিযাত্রী হামিশ হার্ডিং, পাকিস্তানি বিলিয়নিয়ার ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তাঁর কিশোর ছেলে সুলেমান দাউদ।
পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, পর্যটক দলে থাকা শাহজাদা দাউদ পাকিস্তানের অন্যতম শীর্ষ ধনী। ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে তাঁর সখ্য রয়েছে। বিশেষ করে বর্তমান ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে তাঁর গভীর যোগাযোগ। চার্লসের একটি দাতব্য প্রতিষ্ঠানের গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ডের সদস্য তিনি।
শাহজাদা দাউদের বিপুল সম্পদের উৎস হলো দাউদ হারকিউলিস করপোরেশন লিমিটেড নামে একটি জন বিনিয়োগভিত্তিক হোল্ডিং কোম্পানি। এই কোম্পানি মূলত কৃষি, শিল্প এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ করে থাকে। এই কোম্পানিরই একটি সহযোগী প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শাহজাদা।
পাকিস্তানে জন্ম নেওয়া শাহজাদা ছাত্রজীবনেই যুক্তরাজ্যে পা রেখেছিলেন। দেশটির ইউনিভার্সিটি অব বাকিংহ্যামে আইন বিষয়ে পড়াশোনা করেন তিনি।
দ্য টেলিগ্রাফ জানায়, যুক্তরাজ্যে বসবাস করা শাহজাদার পরিবারটিকে দানশীল হিসেবে আখ্যায়িত করেছেন তাঁর এক প্রতিবেশী। তবে তাঁদের এলাকায় নতুন বসবাস শুরু করায় খুব বেশি পরিচিতি ছিল না পরিবারটির। তা ছাড়া এই পরিবারের সদস্যরা ঘন ঘন ভ্রমণেও যেতেন।
শাহজাদার পরিবার সম্পর্কে ইলেন মাবি নামের ওই প্রতিবেশী বলেন, প্রতিবেশী হিসেবে তাঁরা সবচেয়ে ভালো এবং মিষ্টি একটি পরিবার।
শাহজাদার স্ত্রী ক্রিস্টিন সম্পর্কে ইলেন জানান, বাগান করার প্রতি তাঁর এত মনোযোগ আর ভালোবাসা যে অন্যদের তা লজ্জায় ফেলে দেয়।
পর্যটক দলটিতে থাকা শাহজাদার ছেলে সুলেমান সম্পর্কে তিনি বলেন, ওই ডুবোযানে তা থাকার বিষয়টি খুব মর্মান্তিক।
৪৮ বছর বয়সী শাহজাদা দাউদ তাঁর ১৯ বছর বয়সী ছেলেকে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে নিয়ে যাচ্ছিলেন। কানাডার নিউফাউন্ডল্যান্স উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ৩ হাজার ৮০০ মিটার পানির নিচে পড়ে আছে টাইটানিকের ধ্বংসাবশেষ। একসময়ের পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী এই জাহাজটি ১৯১২ সালে ডুবে যায়।
পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদের পরিবার থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আমাদের সহকর্মী এবং বন্ধুদের উদ্বেগের জন্য অত্যন্ত কৃতজ্ঞ। এই সময়ে তাঁদের (শাহজাদা ও তাঁর ছেলে) নিরাপত্তার জন্য সবার কাছে প্রার্থনার অনুরোধ রইল।’
আরও বলা হয়, ‘এই পরিবারের প্রতি সবাই সহমর্মিতা দেখাচ্ছে। পরিবারের সবাই এখন দুই সদস্যের ফিরে আসার অপেক্ষায় আল্লাহর কাছে প্রার্থনারত।’
পর্যটক দলে থাকা অন্য ব্যক্তি হলেন হামিশ হার্ডিং। ব্রিটিশ এই মিলিয়নিয়ার একজন অভিযাত্রী হিসেবে বিশ্বখ্যাত। ৫৮ বছর বয়সী হামিশ বিমান সংস্থা অ্যাকশন অ্যাভিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২২ সালে তিনি মহাশূন্যেও ভ্রমণ করেন। অভিযাত্রী হিসেবে অন্তত তিনটি বিশ্ব রেকর্ড আছে তাঁর ঝুলিতে।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া পর্যটকদের উদ্ধার অভিযান। কারণ, একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁদের ব্যবহৃত ডুবোযানটিতে থাকা অক্সিজেনের মজুত শেষ হয়ে যাবে। ফলে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে অক্সিজেনের অভাবে তাঁরা নিশ্চিত মৃত্যুর মুখে পড়বেন।
এ ধরনের ডুবোযানে যে পরিমাণ অক্সিজেন থাকে তা নিয়ে পাঁচজন মানুষ সর্বোচ্চ ৯০ থেকে ১০০ ঘণ্টা চলতে পারেন। এ হিসাবে পানিতে ডুব দেওয়ার সময় থেকে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত সময়টুকু বাদ দিলে আর মাত্র ৫০ থেকে ৫৫ ঘণ্টা সময় অবশিষ্ট আছে উদ্ধারকারীদের হাতে।
বাংলাদেশ সময় সোমবার রাতে বিবিসির বরাতে ডুবে যাওয়া যানটির খবর পায় আজকের পত্রিকা।
প্রাথমিকভাবে ওই ডুবোযানে থাকা পর্যটকদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও পরে জানা যায়, ডুবোযানটিতে পাইলট এবং একজন ক্রু ছাড়াও আরও তিনজন পর্যটক ছিলেন। পর্যটকদের মধ্যে আছেন ব্রিটিশ অভিযাত্রী হামিশ হার্ডিং, পাকিস্তানি বিলিয়নিয়ার ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তাঁর কিশোর ছেলে সুলেমান দাউদ।
পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, পর্যটক দলে থাকা শাহজাদা দাউদ পাকিস্তানের অন্যতম শীর্ষ ধনী। ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে তাঁর সখ্য রয়েছে। বিশেষ করে বর্তমান ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে তাঁর গভীর যোগাযোগ। চার্লসের একটি দাতব্য প্রতিষ্ঠানের গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ডের সদস্য তিনি।
শাহজাদা দাউদের বিপুল সম্পদের উৎস হলো দাউদ হারকিউলিস করপোরেশন লিমিটেড নামে একটি জন বিনিয়োগভিত্তিক হোল্ডিং কোম্পানি। এই কোম্পানি মূলত কৃষি, শিল্প এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ করে থাকে। এই কোম্পানিরই একটি সহযোগী প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শাহজাদা।
পাকিস্তানে জন্ম নেওয়া শাহজাদা ছাত্রজীবনেই যুক্তরাজ্যে পা রেখেছিলেন। দেশটির ইউনিভার্সিটি অব বাকিংহ্যামে আইন বিষয়ে পড়াশোনা করেন তিনি।
দ্য টেলিগ্রাফ জানায়, যুক্তরাজ্যে বসবাস করা শাহজাদার পরিবারটিকে দানশীল হিসেবে আখ্যায়িত করেছেন তাঁর এক প্রতিবেশী। তবে তাঁদের এলাকায় নতুন বসবাস শুরু করায় খুব বেশি পরিচিতি ছিল না পরিবারটির। তা ছাড়া এই পরিবারের সদস্যরা ঘন ঘন ভ্রমণেও যেতেন।
শাহজাদার পরিবার সম্পর্কে ইলেন মাবি নামের ওই প্রতিবেশী বলেন, প্রতিবেশী হিসেবে তাঁরা সবচেয়ে ভালো এবং মিষ্টি একটি পরিবার।
শাহজাদার স্ত্রী ক্রিস্টিন সম্পর্কে ইলেন জানান, বাগান করার প্রতি তাঁর এত মনোযোগ আর ভালোবাসা যে অন্যদের তা লজ্জায় ফেলে দেয়।
পর্যটক দলটিতে থাকা শাহজাদার ছেলে সুলেমান সম্পর্কে তিনি বলেন, ওই ডুবোযানে তা থাকার বিষয়টি খুব মর্মান্তিক।
৪৮ বছর বয়সী শাহজাদা দাউদ তাঁর ১৯ বছর বয়সী ছেলেকে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে নিয়ে যাচ্ছিলেন। কানাডার নিউফাউন্ডল্যান্স উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ৩ হাজার ৮০০ মিটার পানির নিচে পড়ে আছে টাইটানিকের ধ্বংসাবশেষ। একসময়ের পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী এই জাহাজটি ১৯১২ সালে ডুবে যায়।
পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদের পরিবার থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আমাদের সহকর্মী এবং বন্ধুদের উদ্বেগের জন্য অত্যন্ত কৃতজ্ঞ। এই সময়ে তাঁদের (শাহজাদা ও তাঁর ছেলে) নিরাপত্তার জন্য সবার কাছে প্রার্থনার অনুরোধ রইল।’
আরও বলা হয়, ‘এই পরিবারের প্রতি সবাই সহমর্মিতা দেখাচ্ছে। পরিবারের সবাই এখন দুই সদস্যের ফিরে আসার অপেক্ষায় আল্লাহর কাছে প্রার্থনারত।’
পর্যটক দলে থাকা অন্য ব্যক্তি হলেন হামিশ হার্ডিং। ব্রিটিশ এই মিলিয়নিয়ার একজন অভিযাত্রী হিসেবে বিশ্বখ্যাত। ৫৮ বছর বয়সী হামিশ বিমান সংস্থা অ্যাকশন অ্যাভিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২২ সালে তিনি মহাশূন্যেও ভ্রমণ করেন। অভিযাত্রী হিসেবে অন্তত তিনটি বিশ্ব রেকর্ড আছে তাঁর ঝুলিতে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৪ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৪ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৮ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে