ভারতে মসজিদ ঘিরে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬

অনলাইন ডেস্ক
Thumbnail image
সংঘর্ষের পর সাম্ভালের নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: এএফপি

উত্তর প্রদেশের সাম্ভালে একটি মসজিদের জরিপকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। গত রোববার সকালে মুঘল যুগের শাহী জামা মসজিদে আদালতের নির্দেশে সমীক্ষা চালাতে গেলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের জেরেই ছয় মুসলিমের প্রাণহানি ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার উত্তর প্রদেশের সাম্ভাল জেলার ‘জেলা ম্যাজিস্ট্রেট’ চিরাগ গোয়েল এএফপিকে জানান, রোববারের সংঘর্ষে প্রায় ২০ জন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।

তিনি বলেন, ‘ছয়জন মুসলিম ব্যক্তি বিক্ষোভকারীদের গুলিতে নিহত হন। পুলিশ শুধুমাত্র টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে। সংঘর্ষ শুরু হলে কিছু ব্যক্তি ঘরোয়াভাবে তৈরি পিস্তল থেকে গুলি করে। এতেই ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটে।’

এর আগে রোববার দুজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। পরে আরও বিস্তারিত তথ্য পেলে জানা যায়, আহতদের মধ্যে কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গোয়েল আরও জানান, সহিংসতার ঘটনায় দুজন নারীসহ ২৫ জনকে আটক করা হয়েছে।

এই ঘটনার পর জেলা প্রশাসনের অনুমতি ছাড়া আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কোনো বহিরাগত, সামাজিক সংগঠন বা জনপ্রতিনিধি সাম্ভালে প্রবেশ করতে পারবেন না।

ভারতের ডানপন্থী হিন্দু গোষ্ঠীগুলো প্রায়ই দাবি করেন, মুঘল সাম্রাজ্যের সময়ে নির্মিত মসজিদগুলো হিন্দু মন্দিরের ওপর তৈরি করা হয়েছিল। আদালতে একজন হিন্দু পুরোহিতের আবেদনের প্রেক্ষিতে দাবি করা হয়, ওই স্থানে আগে একটি হরিহর মন্দির ছিল।

সহিংসতা সত্ত্বেও কর্মকর্তারা নির্ধারিত সময়েই জরিপ সম্পন্ন করেছেন। মামলার আবেদনকারী আইনজীবী বিষ্ণু শংকর জৈন জানান, জরিপ দল আদালতের নির্দেশ অনুযায়ী ওই স্থানের ভিডিও ও ফটোগ্রাফিসহ বিস্তারিত পরীক্ষা করেছে। জরিপের প্রতিবেদন ২৯ নভেম্বরের মধ্যে জমা দেওয়া হবে।

বিষ্ণু জৈন এবং তাঁর বাবা হরিশঙ্কর জৈন এর আগেও কাশী বিশ্বনাথ মন্দির ও বারাণসীর জ্ঞানবাপী মসজিদের মতো বহু উপাসনালয় সংক্রান্ত মামলায় হিন্দুদের পক্ষে প্রতিনিধিত্ব করেছেন।

ভারতে এমন সাম্প্রদায়িক সহিংসতা নতুন নয়। বাবরি মসজিদ নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রায় ২,০০০ জন নিহত হয়। যাদের অধিকাংশই ছিলেন মুসলিম।

২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর ভারতে হিন্দু আধিপত্য ক্রমশ বাড়ছে। যা দেশটির প্রায় ২১ কোটি সংখ্যালঘু মুসলিমকে উদ্বিগ্ন করে তুলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত