Ajker Patrika

ব্রাজিলের লেকে পাহাড়ধসে ৫ জন নিহত, নিখোঁজ ২০ 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২: ১১
ব্রাজিলের লেকে পাহাড়ধসে ৫ জন নিহত, নিখোঁজ ২০ 

ব্রাজিলের ক্যাপিটোলিও অঞ্চলের একটি পর্যটন এলাকার লেকের পাশের পাহাড়ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২০ জন। ব্রাজিলের কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে। 

স্থানীয় সময় গতকাল শনিবার দুপুরে ওই অঞ্চলের ফুর্নাস লেকের পাশের পাথরের পাহাড়ের দেয়াল ধসে নিচে ভ্রমণরত তিনটি পর্যটক নৌকার ওপর আছড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। পাথরের টুকরো নৌকাগুলোর ওপর আছড়ে পড়ার পর সেগুলো ডুবে যায়। 

এক সংবাদ সম্মেলনে মিনাস গেরাইস রাজ্যের ফায়ার সার্ভিসের কমান্ডার কর্নেল এডগার্ড এস্তেভো দা সিলভা বলেছেন, ‘এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩২ জন। আর এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ২০ জন।’ 

ফায়ার সার্ভিস জানিয়েছে, আহত ৩২ জনের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা ডুবুরিসহ বিভিন্ন উদ্ধারকারী দলের সঙ্গে নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন। 

এস্তেভো বলেছেন, গতকাল শনিবার নিরাপত্তাজনিত কারণে রাতে উদ্ধার অভিযান ব্যাহত হয়। আজ রোববার সকাল থেকে আবার নিখোঁজদের উদ্ধারে কাজ করবেন তাঁরা।

লেক এলাকায় জলবিদ্যুৎ তৈরির জন্য একটি বাঁধ রয়েছে। মূলত পর্যটকেরা সেই জলবিদ্যুৎকেন্দ্র, ফুর্নাস হ্রদের সবুজ জলকে ঘিরে এর পাথরের দেয়াল, গুহা ও জলপ্রপাত দেখতে সেখানে ভিড় করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত