অনলাইন ডেস্ক
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তাঁর দেশ বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহে প্রস্তুত। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে বিশ্ববাজারে গ্যাস ও জ্বালানি তেলেরে যে সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে প্রস্তুত ভেনেজুয়েলা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্বের তেল–গ্যাস উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেকের সেক্রেটারি জেনারেল ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সফরকালে এক সংবাদ সম্মেলনে মাদুরো বলেছেন, ‘ভেনেজুয়েলা একটি স্থিতিশীল এবং সুরক্ষিত উপায়ে বিশ্ব অর্থনীতির জন্য প্রয়োজনীয় তেল ও গ্যাস বাজারজাতকরণ করতে তার ভূমিকা পালনে ইচ্ছুক এবং প্রস্তুত।’
মাদুরো আরও জানান, বিগত কয়েক বছর ধরে পর্যাপ্ত বিনিয়োগ না থাকারও পরও তাঁর দেশে জ্বালানি শিল্প আবারও ঘুরে দাঁড়িয়েছে এবং তাঁরা বিশ্বের চাহিদা পূরণেও প্রস্তুত। বিগত দুই দশকে ভেনেজুয়েলার জ্বালানি উত্তোলন অনেকটাই কমে গিয়েছে। বর্তমানে দেশটি প্রতিদিন ৭ লাখ ব্যারেল তেল উত্তোলন করে। অথচ, দেশটি ২০০২ সালে প্রতিদিন অন্তত ৩২ লাখ ব্যারেল তেল উৎপাদন করত।
২০১৩ সালে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার ক্ষমতায় আসার আগে এবং পরে দেশটির ওপর একগাদা নিষেধাজ্ঞা আরোপ করে। বিশেষ করে ক্ষমতায় আসার পর মাদুরোকে ক্ষমতা থেকে চলে যেতে চাপ দিতে আরও একগাদা নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার মধ্যে ২০১৯ সালে ভেনেজুয়েলাকে বিশ্ববাজারে তেল রপ্তানিতে বাধা দিতে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়। উল্লেখ্য, দেশটির ৯৬ শতাংশ রাজস্ব আয়ই আসে তেল রপ্তানি থেকে।
পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদার বিপরীতে সরবরাহ যথেষ্ট কমে যায়। পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরই পরিপ্রেক্ষিতে ঘোষণা দেন, ভেনেজুয়েলার ওপর থেকে তেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তাঁর দেশ বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহে প্রস্তুত। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে বিশ্ববাজারে গ্যাস ও জ্বালানি তেলেরে যে সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে প্রস্তুত ভেনেজুয়েলা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্বের তেল–গ্যাস উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেকের সেক্রেটারি জেনারেল ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সফরকালে এক সংবাদ সম্মেলনে মাদুরো বলেছেন, ‘ভেনেজুয়েলা একটি স্থিতিশীল এবং সুরক্ষিত উপায়ে বিশ্ব অর্থনীতির জন্য প্রয়োজনীয় তেল ও গ্যাস বাজারজাতকরণ করতে তার ভূমিকা পালনে ইচ্ছুক এবং প্রস্তুত।’
মাদুরো আরও জানান, বিগত কয়েক বছর ধরে পর্যাপ্ত বিনিয়োগ না থাকারও পরও তাঁর দেশে জ্বালানি শিল্প আবারও ঘুরে দাঁড়িয়েছে এবং তাঁরা বিশ্বের চাহিদা পূরণেও প্রস্তুত। বিগত দুই দশকে ভেনেজুয়েলার জ্বালানি উত্তোলন অনেকটাই কমে গিয়েছে। বর্তমানে দেশটি প্রতিদিন ৭ লাখ ব্যারেল তেল উত্তোলন করে। অথচ, দেশটি ২০০২ সালে প্রতিদিন অন্তত ৩২ লাখ ব্যারেল তেল উৎপাদন করত।
২০১৩ সালে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার ক্ষমতায় আসার আগে এবং পরে দেশটির ওপর একগাদা নিষেধাজ্ঞা আরোপ করে। বিশেষ করে ক্ষমতায় আসার পর মাদুরোকে ক্ষমতা থেকে চলে যেতে চাপ দিতে আরও একগাদা নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার মধ্যে ২০১৯ সালে ভেনেজুয়েলাকে বিশ্ববাজারে তেল রপ্তানিতে বাধা দিতে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়। উল্লেখ্য, দেশটির ৯৬ শতাংশ রাজস্ব আয়ই আসে তেল রপ্তানি থেকে।
পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদার বিপরীতে সরবরাহ যথেষ্ট কমে যায়। পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরই পরিপ্রেক্ষিতে ঘোষণা দেন, ভেনেজুয়েলার ওপর থেকে তেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।
ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
৯ মিনিট আগেট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ার পরপরই যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সরে দাঁড়াতে হলো ম্যাট গেটজকে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরোনো মিত্র পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প।
১ ঘণ্টা আগেকংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১৫ ঘণ্টা আগে