‘ম্যাড কাউ’ রোগ শনাক্ত হওয়ার জেরে চীনে গরুর মাংস রপ্তানি বন্ধ করেছে ব্রাজিল। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে মাংস রপ্তানি বন্ধের এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। দেশটির কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, দেশটির পারা রাজ্যে সম্প্রতি গরুর বিরল এই রোগটি শনাক্ত হয়। বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি সাধারণত ‘ম্যাড কাউ’ রোগ নামে পরিচিত। পারা রাজ্যে রোগটি শনাক্ত হওয়ার বিষয় নিশ্চিত করে সেখানকার কৃষি মন্ত্রণালয়।
ব্রাজিল ও চীনের মধ্যকার একটি রপ্তানি চুক্তির অংশ হিসেবে সাময়িকভাবে মাংস রপ্তানি বন্ধ থাকছে। তবে এটি ব্রাজিলের কৃষকদের জন্য বড় ধাক্কা। কারণ ব্রাজিলের গরুর মাংস রপ্তানির প্রধান গন্তব্য চীন।
ব্রাজিলের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী কার্লোস ফাভারো বলেন, তদন্তের প্রতিটি পর্যায়ে তাৎক্ষণিকভাবে আন্তরিকতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশ্বব্যাপী ব্রাজিলিয়ান মাংসের গুণগত মান নিশ্চিত করার জন্য সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তদন্ত পরিচালিত হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ব্রাজিলের পারা রাজ্যে একটি গরুর শরীরে প্রথমে ‘ম্যাড কাউ’ শনাক্ত হয়। সেখানকার খামারে আরও ১৬০টি প্রাণী ছিল। রোগটি শনাক্ত হওয়ার পর ওই খামারে একটি পরিদর্শক দল যায়। পরে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
এর আগে ২০২১ সালে গরুর ‘ম্যাড কাউ’ শনাক্ত হওয়ার পর চীনে মাংস রপ্তানি স্থগিত করেছিল ব্রাজিল। দুটি গরুর এই রোগ শনাক্ত হলে প্রায় তিন মাস মাংস রপ্তানি স্থগিত রাখা হয়।
‘ম্যাড কাউ’ রোগ শনাক্ত হওয়ার জেরে চীনে গরুর মাংস রপ্তানি বন্ধ করেছে ব্রাজিল। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে মাংস রপ্তানি বন্ধের এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। দেশটির কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, দেশটির পারা রাজ্যে সম্প্রতি গরুর বিরল এই রোগটি শনাক্ত হয়। বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি সাধারণত ‘ম্যাড কাউ’ রোগ নামে পরিচিত। পারা রাজ্যে রোগটি শনাক্ত হওয়ার বিষয় নিশ্চিত করে সেখানকার কৃষি মন্ত্রণালয়।
ব্রাজিল ও চীনের মধ্যকার একটি রপ্তানি চুক্তির অংশ হিসেবে সাময়িকভাবে মাংস রপ্তানি বন্ধ থাকছে। তবে এটি ব্রাজিলের কৃষকদের জন্য বড় ধাক্কা। কারণ ব্রাজিলের গরুর মাংস রপ্তানির প্রধান গন্তব্য চীন।
ব্রাজিলের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী কার্লোস ফাভারো বলেন, তদন্তের প্রতিটি পর্যায়ে তাৎক্ষণিকভাবে আন্তরিকতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশ্বব্যাপী ব্রাজিলিয়ান মাংসের গুণগত মান নিশ্চিত করার জন্য সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তদন্ত পরিচালিত হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ব্রাজিলের পারা রাজ্যে একটি গরুর শরীরে প্রথমে ‘ম্যাড কাউ’ শনাক্ত হয়। সেখানকার খামারে আরও ১৬০টি প্রাণী ছিল। রোগটি শনাক্ত হওয়ার পর ওই খামারে একটি পরিদর্শক দল যায়। পরে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
এর আগে ২০২১ সালে গরুর ‘ম্যাড কাউ’ শনাক্ত হওয়ার পর চীনে মাংস রপ্তানি স্থগিত করেছিল ব্রাজিল। দুটি গরুর এই রোগ শনাক্ত হলে প্রায় তিন মাস মাংস রপ্তানি স্থগিত রাখা হয়।
প্রবল ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের রাজধানী বেইজিং ও দেশটির উত্তরাঞ্চল। গতকাল দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ৫০ কেজির কম ওজনের মানুষ ‘সহজে এই ঝড়ে উড়ে যেতে পারে’।
৯ ঘণ্টা আগেইউক্রেনে অবস্থিত ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’ নামে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে কিছু ভিডিও ও ছবি শেয়ার করে এমন অভিযোগ করে ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস।
১০ ঘণ্টা আগেফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালানোয় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সর্বস্তরের বাংলাদেশিরা। বাংলাদেশিদের এই বিক্ষোভ নিয়ে খবর প্রকাশ করেছে প্রভাবশালী ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। সেখানে নেতানিয়াহুর ছবিতে জুতা পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে।
১২ ঘণ্টা আগেপ্রবল ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের রাজধানী বেইজিং ও দেশটির উত্তরাঞ্চল। ঝড়ের সঙ্গে বাতাসের কারণে রাজধানী বেইজিংয়ে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। এ ছাড়া দেশটির উত্তরাঞ্চলের সঙ্গে স্থগিত করা হয়েছে ট্রেন চলাচল।
১২ ঘণ্টা আগে