অনলাইন ডেস্ক
H3 N 2 এবং H10 N 5 বার্ড ফ্লু-এরই দুটি ধরন। সম্প্রতি এই দুটি ধরনের সম্মিলিত সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন এক চীনা নারী। পরে ওই নারীর মৃত্যু হয়। আজ বুধবার তাঁর শরীরে সম্মিলিত সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ। তারা এটাও জানিয়েছে যে, সংক্রমণটি পাখি থেকে মানুষের শরীরে প্রবেশ করলেও মানুষ থেকে মানুষে এটির ছড়ানোর সম্ভাবনা খুবই কম।
চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, আনহুই প্রদেশে যৌথ সংক্রমণে মারা যাওয়া ওই নারীর বয়স ছিল ৬৩ বছর। তাঁর শরীরে আরও বেশ কিছু সমস্যা ছিল। গত ৩০ নভেম্বর তাঁর কাশি, গলা ব্যথা, জ্বর এবং অন্যান্য উপসর্গ দেখা দেয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ১৬ ডিসেম্বর।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, আক্রান্ত নারীর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের পরীক্ষার আওতায় আনা হয়েছিল। কিন্তু কারও শরীরেই ওই সম্মিলিত ধরনের সংক্রমণ শনাক্ত হয়নি।
সংস্থাটি বলছে, H10 N 5 ভাইরাসটির পুরো জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে দেখা গেছে, এটি অ্যাভিয়ান বংশোদ্ভূত অর্থাৎ পাখি থেকে এসেছে। আর কার্যকরভাবে এটি মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রাখে না। ফলে এই ভাইরাস আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।
উল্লেখ্য, চীনে খামার এবং বন্য মিলিয়ে বিভিন্ন প্রজাতির বিপুলসংখ্যক পাখি আছে। এর ফলে অ্যাভিয়ান ভাইরাসের সংমিশ্রণ এবং রূপান্তরের জন্য সেখানে একটি আদর্শ পরিবেশও রয়েছে
H3 N 2 এবং H10 N 5 বার্ড ফ্লু-এরই দুটি ধরন। সম্প্রতি এই দুটি ধরনের সম্মিলিত সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন এক চীনা নারী। পরে ওই নারীর মৃত্যু হয়। আজ বুধবার তাঁর শরীরে সম্মিলিত সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ। তারা এটাও জানিয়েছে যে, সংক্রমণটি পাখি থেকে মানুষের শরীরে প্রবেশ করলেও মানুষ থেকে মানুষে এটির ছড়ানোর সম্ভাবনা খুবই কম।
চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, আনহুই প্রদেশে যৌথ সংক্রমণে মারা যাওয়া ওই নারীর বয়স ছিল ৬৩ বছর। তাঁর শরীরে আরও বেশ কিছু সমস্যা ছিল। গত ৩০ নভেম্বর তাঁর কাশি, গলা ব্যথা, জ্বর এবং অন্যান্য উপসর্গ দেখা দেয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ১৬ ডিসেম্বর।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, আক্রান্ত নারীর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের পরীক্ষার আওতায় আনা হয়েছিল। কিন্তু কারও শরীরেই ওই সম্মিলিত ধরনের সংক্রমণ শনাক্ত হয়নি।
সংস্থাটি বলছে, H10 N 5 ভাইরাসটির পুরো জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে দেখা গেছে, এটি অ্যাভিয়ান বংশোদ্ভূত অর্থাৎ পাখি থেকে এসেছে। আর কার্যকরভাবে এটি মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রাখে না। ফলে এই ভাইরাস আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।
উল্লেখ্য, চীনে খামার এবং বন্য মিলিয়ে বিভিন্ন প্রজাতির বিপুলসংখ্যক পাখি আছে। এর ফলে অ্যাভিয়ান ভাইরাসের সংমিশ্রণ এবং রূপান্তরের জন্য সেখানে একটি আদর্শ পরিবেশও রয়েছে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
২ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৩ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৪ ঘণ্টা আগে