অনলাইন ডেস্ক
ছয় মাস বেতন না পেয়ে পদত্যাগ করলেন চীনে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত জাভিদ আহমাদ কায়েম। গতকাল সোমবার এক টুইট বার্তায় তিনি নিজেই এমনটি জানিয়েছেন।
সশস্ত্র গোষ্ঠী তালেবান গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে অর্থনৈতিক সংকট ক্রমে বেড়েই চলেছে।
পদত্যাগের বিষয় জানিয়ে চীনে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত জাভিদ আহমাদ কায়েম বলেন, দূতাবাসে দায়িত্ব পালনরত কর্মকর্তারা গত ছয় মাস ধরে কোনো বেতন পাননি। আর তাই ফোনের উত্তর দেওয়ার জন্য মাত্র একজন স্টাফকে রেখে যাওয়া হচ্ছে।
গত ১ জানুয়ারি আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পদত্যাগপত্র পাঠান কায়েম। ওই চিঠি গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। সেখানে লেখা হয়, সম্মানজনক দায়িত্বের সমাপ্তি, রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করেছি। আফগানিস্তানের পতাকা ও আফগানদের প্রতিনিধিত্ব করাটা সম্মানের।
গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর চীনে কর্মরত আফগান দূতাবাসের কর্মীদের জন্য অনেক কষ্টে অর্থ সংগ্রহ করতে হয়েছে বলে জানান জাভিদ আহমেদ কায়েম। তার পরও উত্তরসূরির জন্য কিছু অর্থ রেখে গেছেন বলে জানান কায়েম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ওই পত্রে জাভিদ কায়েম উল্লেখ করেন, ২০২২ সালের ১ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে ১ লাখ মার্কিন ডলার অবশিষ্ট আছে।
জাভিদ আহমাদ কায়েমের পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে তিনি কিছু জানাননি।
কায়েম তাঁর ওই পদত্যাগপত্রে আফগান দূতাবাসের চিত্র তুলে ধরেন। তিনি জানান, দূতাবাসের পাঁচটি গাড়ির চাবি তিনি তাঁর অফিসে রেখে দিয়েছেন এবং অন্য সব কূটনীতিক চলে যাওয়ার পর কেবল ফোনকল রিসিভ করার জন্য স্থানীয়ভাবে একজন কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ছয় মাস বেতন না পেয়ে পদত্যাগ করলেন চীনে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত জাভিদ আহমাদ কায়েম। গতকাল সোমবার এক টুইট বার্তায় তিনি নিজেই এমনটি জানিয়েছেন।
সশস্ত্র গোষ্ঠী তালেবান গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে অর্থনৈতিক সংকট ক্রমে বেড়েই চলেছে।
পদত্যাগের বিষয় জানিয়ে চীনে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত জাভিদ আহমাদ কায়েম বলেন, দূতাবাসে দায়িত্ব পালনরত কর্মকর্তারা গত ছয় মাস ধরে কোনো বেতন পাননি। আর তাই ফোনের উত্তর দেওয়ার জন্য মাত্র একজন স্টাফকে রেখে যাওয়া হচ্ছে।
গত ১ জানুয়ারি আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পদত্যাগপত্র পাঠান কায়েম। ওই চিঠি গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। সেখানে লেখা হয়, সম্মানজনক দায়িত্বের সমাপ্তি, রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করেছি। আফগানিস্তানের পতাকা ও আফগানদের প্রতিনিধিত্ব করাটা সম্মানের।
গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর চীনে কর্মরত আফগান দূতাবাসের কর্মীদের জন্য অনেক কষ্টে অর্থ সংগ্রহ করতে হয়েছে বলে জানান জাভিদ আহমেদ কায়েম। তার পরও উত্তরসূরির জন্য কিছু অর্থ রেখে গেছেন বলে জানান কায়েম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ওই পত্রে জাভিদ কায়েম উল্লেখ করেন, ২০২২ সালের ১ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে ১ লাখ মার্কিন ডলার অবশিষ্ট আছে।
জাভিদ আহমাদ কায়েমের পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে তিনি কিছু জানাননি।
কায়েম তাঁর ওই পদত্যাগপত্রে আফগান দূতাবাসের চিত্র তুলে ধরেন। তিনি জানান, দূতাবাসের পাঁচটি গাড়ির চাবি তিনি তাঁর অফিসে রেখে দিয়েছেন এবং অন্য সব কূটনীতিক চলে যাওয়ার পর কেবল ফোনকল রিসিভ করার জন্য স্থানীয়ভাবে একজন কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
৬০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে। এমন হলে ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিলিশিয়া এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ হবে। এর ফলে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে এবং ওই অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারাও অবস্থান করতে পারবে না।
৫ ঘণ্টা আগেবিশ্বে বর্তমানে ৩ হাজার ৩২৩ জন বিলিয়নিয়ার রয়েছেন। এদের মধ্যে ১৩ শতাংশ বা ৪৩১ জন হলেন নারী বিলিয়নিয়ার। সোমবার ‘আলট্রাটা বিলিয়নিয়ার পরিসংখ্যানের’ তথ্য দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি বলেছে, ধীরে ধীরে নারীরা বৈশ্বিক সম্পদের বড় অংশীদার হয়ে উঠছেন।
৫ ঘণ্টা আগেভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ে অমুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অভিযোগ করেছেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলো পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছে।
৭ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। তাদের হত্যা শেষে নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে