Ajker Patrika

এটি আপনার দেশ নয়—কিং চার্লসকে বললেন অস্ট্রেলিয়ান সিনেটর

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ২০: ৩০
এটি আপনার দেশ নয়—কিং চার্লসকে বললেন অস্ট্রেলিয়ান সিনেটর

ব্রিটিশ রাজা চার্লস ও রানি ক্যামিলা বর্তমানে এক রাজকীয় সফরে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সেখানেই ঘটল এমন অঘটন! অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসে ভাষণ দেওয়ার সময় ব্রিটিশ রাজা চার্লসকে বিরক্ত করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনেন আদিবাসী এক নারী সিনেটর। সোমবার বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ান সিনেটর লিডিয়া থর্পে ওই অনুষ্ঠানটি অন্তত এক মিনিটের জন্য বাধাগ্রস্ত করেন। পরে নিরাপত্তাকর্মীরা তাঁকে দূরে সরিয়ে নেন।

রাজা চার্লস ভাষণ দেওয়ার সময় তাঁর বিরুদ্ধে নিজের সম্প্রদায়ের মানুষদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে লিডিয়া থর্পে চিৎকার করে বলেন, ‘এটি আপনার দেশ নয়, আপনি আমার রাজা নন।’

তবে সিনেটরের এমন প্রতিবাদকে ‘অসম্মানজনক’ বলে আখ্যা দিয়েছিলেন প্রবীণ আদিবাসী আন্টি ভায়োলেট শেরিডান। এর আগে রাজধানী ক্যানবেরায় তিনি রাজা চার্লস ও রানি ক্যামিলাকে স্বাগত জানিয়েছিলেন। থর্পের বিষয়ে শেরিডান বলেছেন, ‘তিনি আমার পক্ষে কথা বলেন না।’

বিবিসি জানিয়েছে, অনুষ্ঠানটি শেষ হওয়ার পর ব্রিটিশ রাজা ও রানি তাঁদের অভ্যর্থনা জানাতে বাইরে অপেক্ষারত শত শত মানুষের দিকে এগিয়ে যান।

এদিকে প্রতিবাদের পর সিনেটর লিডিয়া থর্পের সঙ্গে কথা হয়েছে বিবিসির। ভিক্টোরিয়া থেকে নির্বাচিত থর্পে দাবি করেছেন, ওই প্রতিবাদের মধ্য দিয়ে তিনি রাজা চার্লসকে একটি স্পষ্ট বার্তা পাঠাতে চেয়েছেন। থর্পে মূলত একটি চুক্তির পক্ষে কথা বলেছেন। অস্ট্রেলিয়ার সরকার এবং আদিবাসীদের মধ্যে এই চুক্তি হওয়ার কথা ছিল। প্রতিবেশী নিউজিল্যান্ডসহ অন্য সাবেক ব্রিটিশ উপনিবেশগুলোতে এ ধরনের চুক্তি হলেও তা এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় হয়নি। তাই এই ধরনের চুক্তির বিষয়ে আলোচনাকে উৎসাহিত করার জন্য রাজার চার্লসের প্রতি প্রতিবাদের মাধ্যমে আহ্বান জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত