অনলাইন ডেস্ক
আফগানিস্তানে ২০২১ সালে মার্কিন মদদপুষ্ট হামিদ কারজাই সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে তালেবান সরকার। আন্তর্জাতিক ঐকমত্যের সঙ্গে সংহতি প্রকাশ করে ভারত এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।
তবে এতদিন পর আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন ভারত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এই প্রথম এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো। সেই সঙ্গে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও বৈঠক করেছেন এই ভারতীয় কর্মকর্তা।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন আজ শনিবার এক প্রতিবেদনে দ্য ওয়্যারের বরাতে এ তথ্য জানায়।
শুক্রবার প্রকাশিত দ্য ওয়্যারের প্রতিবেদনে জানানো হয়, গত ৫ নভেম্বর কাবুলে তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মৌলভি মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তান, পাকিস্তান ও ইরান বিষয়ক যুগ্ম সচিব জে পি সিংয়ের মধ্যে বৈঠক হয়েছে।
এ ছাড়া জে পি সিং তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও বৈঠক করেন।
এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো কাবুল সফর করলেন জে পি সিং।
দ্য ওয়্যারের প্রতিবেদনে আরও জানা যায়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বিশেষ করে মানবিক সহযোগিতা এবং আফগানিস্তান ও ভারতের মধ্যে যোগাযোগ জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দুই পক্ষ।
২০২৩ সালের মে মাসে দ্য ওয়্যারই প্রথম প্রকাশ করে, ভারতে তৎকালীন ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রদূতকে সরিয়ে কূটনীতিক কাদির শাহকে শার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছিল তালেবান সরকার।
গত বছর আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাই ও বেশির ভাগ আফগান কূটনীতিকের ভারত ত্যাগের পর সেখানে থাকা শিক্ষার্থীসহ আফগান সম্প্রদায় অনিশ্চিত অবস্থায় পড়ে।
আফগানিস্তানে ২০২১ সালে মার্কিন মদদপুষ্ট হামিদ কারজাই সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে তালেবান সরকার। আন্তর্জাতিক ঐকমত্যের সঙ্গে সংহতি প্রকাশ করে ভারত এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।
তবে এতদিন পর আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন ভারত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এই প্রথম এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো। সেই সঙ্গে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও বৈঠক করেছেন এই ভারতীয় কর্মকর্তা।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন আজ শনিবার এক প্রতিবেদনে দ্য ওয়্যারের বরাতে এ তথ্য জানায়।
শুক্রবার প্রকাশিত দ্য ওয়্যারের প্রতিবেদনে জানানো হয়, গত ৫ নভেম্বর কাবুলে তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মৌলভি মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তান, পাকিস্তান ও ইরান বিষয়ক যুগ্ম সচিব জে পি সিংয়ের মধ্যে বৈঠক হয়েছে।
এ ছাড়া জে পি সিং তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও বৈঠক করেন।
এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো কাবুল সফর করলেন জে পি সিং।
দ্য ওয়্যারের প্রতিবেদনে আরও জানা যায়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বিশেষ করে মানবিক সহযোগিতা এবং আফগানিস্তান ও ভারতের মধ্যে যোগাযোগ জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দুই পক্ষ।
২০২৩ সালের মে মাসে দ্য ওয়্যারই প্রথম প্রকাশ করে, ভারতে তৎকালীন ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রদূতকে সরিয়ে কূটনীতিক কাদির শাহকে শার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছিল তালেবান সরকার।
গত বছর আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাই ও বেশির ভাগ আফগান কূটনীতিকের ভারত ত্যাগের পর সেখানে থাকা শিক্ষার্থীসহ আফগান সম্প্রদায় অনিশ্চিত অবস্থায় পড়ে।
আগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
১ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। আজ শনিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদিত হওয়ার পর ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে তাঁরা
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাতাসের তীব্রতা কমে দাবানল দুর্বল হয়ে আসায় স্বস্তি ফিরছে উপদ্রুত এলাকার বাসিন্দাদের মধ্যে। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ২৪ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়া এই আগুনে কমপক্ষে ১২ হাজার অবকাঠামো ভস্মীভূত হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ২৭টি মরদেহের সন্ধান পেয়েছেন উদ্ধারকারীরা...
৩ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে অবশেষে কার্যকর যুদ্ধবিরতি হতে চলেছে। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। আজ শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে