অনলাইন ডেস্ক
আফগানিস্তানে ২০২১ সালে মার্কিন মদদপুষ্ট হামিদ কারজাই সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে তালেবান সরকার। আন্তর্জাতিক ঐকমত্যের সঙ্গে সংহতি প্রকাশ করে ভারত এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।
তবে এতদিন পর আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন ভারত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এই প্রথম এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো। সেই সঙ্গে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও বৈঠক করেছেন এই ভারতীয় কর্মকর্তা।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন আজ শনিবার এক প্রতিবেদনে দ্য ওয়্যারের বরাতে এ তথ্য জানায়।
শুক্রবার প্রকাশিত দ্য ওয়্যারের প্রতিবেদনে জানানো হয়, গত ৫ নভেম্বর কাবুলে তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মৌলভি মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তান, পাকিস্তান ও ইরান বিষয়ক যুগ্ম সচিব জে পি সিংয়ের মধ্যে বৈঠক হয়েছে।
এ ছাড়া জে পি সিং তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও বৈঠক করেন।
এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো কাবুল সফর করলেন জে পি সিং।
দ্য ওয়্যারের প্রতিবেদনে আরও জানা যায়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বিশেষ করে মানবিক সহযোগিতা এবং আফগানিস্তান ও ভারতের মধ্যে যোগাযোগ জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দুই পক্ষ।
২০২৩ সালের মে মাসে দ্য ওয়্যারই প্রথম প্রকাশ করে, ভারতে তৎকালীন ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রদূতকে সরিয়ে কূটনীতিক কাদির শাহকে শার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছিল তালেবান সরকার।
গত বছর আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাই ও বেশির ভাগ আফগান কূটনীতিকের ভারত ত্যাগের পর সেখানে থাকা শিক্ষার্থীসহ আফগান সম্প্রদায় অনিশ্চিত অবস্থায় পড়ে।
আফগানিস্তানে ২০২১ সালে মার্কিন মদদপুষ্ট হামিদ কারজাই সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে তালেবান সরকার। আন্তর্জাতিক ঐকমত্যের সঙ্গে সংহতি প্রকাশ করে ভারত এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।
তবে এতদিন পর আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন ভারত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এই প্রথম এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো। সেই সঙ্গে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও বৈঠক করেছেন এই ভারতীয় কর্মকর্তা।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন আজ শনিবার এক প্রতিবেদনে দ্য ওয়্যারের বরাতে এ তথ্য জানায়।
শুক্রবার প্রকাশিত দ্য ওয়্যারের প্রতিবেদনে জানানো হয়, গত ৫ নভেম্বর কাবুলে তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মৌলভি মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তান, পাকিস্তান ও ইরান বিষয়ক যুগ্ম সচিব জে পি সিংয়ের মধ্যে বৈঠক হয়েছে।
এ ছাড়া জে পি সিং তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও বৈঠক করেন।
এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো কাবুল সফর করলেন জে পি সিং।
দ্য ওয়্যারের প্রতিবেদনে আরও জানা যায়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বিশেষ করে মানবিক সহযোগিতা এবং আফগানিস্তান ও ভারতের মধ্যে যোগাযোগ জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দুই পক্ষ।
২০২৩ সালের মে মাসে দ্য ওয়্যারই প্রথম প্রকাশ করে, ভারতে তৎকালীন ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রদূতকে সরিয়ে কূটনীতিক কাদির শাহকে শার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছিল তালেবান সরকার।
গত বছর আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাই ও বেশির ভাগ আফগান কূটনীতিকের ভারত ত্যাগের পর সেখানে থাকা শিক্ষার্থীসহ আফগান সম্প্রদায় অনিশ্চিত অবস্থায় পড়ে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জর্জিয়ার সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে—তারা তাদের জনগণকে তথাকথিত ‘ইউক্রেনীয় পরিস্থিতি’ দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। জর্জিয়া জুড়ে চলমান সরকার বিরোধী প্রতিবাদ-বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দিয়েছে ইউক্রেন।
৩ ঘণ্টা আগেবিরোধী জোটের অন্যতম শরিক হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আদানি ইস্যুতে কংগ্রেসের কর্মকাণ্ড নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছে। শুধু তাই নয়, বিরোধী দলগুলোর ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকও বয়কট করেছে তৃণমূল কংগ্রেস।
৪ ঘণ্টা আগেপশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫৬ জন নিহতের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। গতকাল রোববার এনজেরেকোরে শহরে এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে আড়াই বছরেরও বেশি সময় ধরে। এই যুদ্ধকে আরও বেগবান করতে রেকর্ড পরিমাণ সামরিক বাজেট ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২৫ সালের মোট বাজেটের এক তৃতীয়াংশ বরাদ্দ রেখেছেন সামরিক বাজেটের জন্য।
৬ ঘণ্টা আগে