অনলাইন ডেস্ক
কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যে সীমান্তে তীব্র সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৮০ জনেরও বেশি মানুষ। ওই এলাকা থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
কিরগিজস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার ভোরে বলেছে, তাজিকিস্তানের সীমান্তবর্তী বাটকেন অঞ্চলের হাসপাতালে ২৪টি মৃতদেহ পৌঁছে দেওয়া হয়েছে। এই সংঘর্ষে আহত হয়েছে ৮৭ জন।
প্রতিবেশী দুই দেশের সীমান্তে এ সপ্তাহের শুরুতে সংঘর্ষ হয়। শুক্রবারের মধ্যে সংঘর্ষটি ট্যাংক, কামান ও রকেট লঞ্চারসহ বড় ধরনের লড়াইয়ে পরিণত হয়। তাজিক বাহিনী রকেট দিয়ে আঞ্চলিক রাজধানী বাটকেনে হামলা চালিয়েছে।
কিরগিজস্তানের জরুরি মন্ত্রণালয় বলেছে, সংঘাতপূর্ণ এলাকা থেকে ১ লাখ ৩৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে রয়টার্স জানিয়েছে, মধ্য এশিয়ার এ দুটি দেশের সীমান্তে কী কারণে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শুক্রবার একটি যুদ্ধবিরতির চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। পরদিন আবার কামানের গোলাবর্ষণ শুরু হয়। কিছু এলাকায় তীব্র যুদ্ধ চলছে।
শুক্রবার এক বিবৃতিতে কিরগিজ সীমান্ত সার্ভিস বলেছে, তাদের বাহিনী তাজিক হামলা প্রতিহত করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।
এদিকে তাজিকিস্তান সীমান্ত রক্ষী বাহিনীর উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি সংবাদমাধ্যম বলেছে, কিরগিজ বাহিনী তাদের অবস্থান শক্তিশালী করছে এবং তিনটি সীমান্ত গ্রামে গুলি চালিয়েছে।
কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যে সীমান্তে তীব্র সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৮০ জনেরও বেশি মানুষ। ওই এলাকা থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
কিরগিজস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার ভোরে বলেছে, তাজিকিস্তানের সীমান্তবর্তী বাটকেন অঞ্চলের হাসপাতালে ২৪টি মৃতদেহ পৌঁছে দেওয়া হয়েছে। এই সংঘর্ষে আহত হয়েছে ৮৭ জন।
প্রতিবেশী দুই দেশের সীমান্তে এ সপ্তাহের শুরুতে সংঘর্ষ হয়। শুক্রবারের মধ্যে সংঘর্ষটি ট্যাংক, কামান ও রকেট লঞ্চারসহ বড় ধরনের লড়াইয়ে পরিণত হয়। তাজিক বাহিনী রকেট দিয়ে আঞ্চলিক রাজধানী বাটকেনে হামলা চালিয়েছে।
কিরগিজস্তানের জরুরি মন্ত্রণালয় বলেছে, সংঘাতপূর্ণ এলাকা থেকে ১ লাখ ৩৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে রয়টার্স জানিয়েছে, মধ্য এশিয়ার এ দুটি দেশের সীমান্তে কী কারণে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শুক্রবার একটি যুদ্ধবিরতির চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। পরদিন আবার কামানের গোলাবর্ষণ শুরু হয়। কিছু এলাকায় তীব্র যুদ্ধ চলছে।
শুক্রবার এক বিবৃতিতে কিরগিজ সীমান্ত সার্ভিস বলেছে, তাদের বাহিনী তাজিক হামলা প্রতিহত করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।
এদিকে তাজিকিস্তান সীমান্ত রক্ষী বাহিনীর উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি সংবাদমাধ্যম বলেছে, কিরগিজ বাহিনী তাদের অবস্থান শক্তিশালী করছে এবং তিনটি সীমান্ত গ্রামে গুলি চালিয়েছে।
ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে বৈশ্বিক জনমত গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করেছে সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
১ ঘণ্টা আগেলেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, আগামী ৫ নভেম্বরের আগেই ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি হতে পারে। গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হচস্টেইন টেলিফোনে আলাপকালে তাঁকে এই ইঙ্গিত দিয়েছেন বলেও জানিয়েছেন মিকাতি
২ ঘণ্টা আগেবাংলাদেশ-ত্রিপুরা সীমান্তে জরাজীর্ণ কাঁটাতারের বেড়ার ফায়দা তুলতে পারে স্বার্থান্বেষী মহল। এমন আশঙ্কা ব্যক্ত করেছেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী ও লোকসভা সদস্য বিপ্লব কুমার দেব। তাঁর মতে, বাংলাদেশে আইনশৃঙ্খলার ‘অস্থির’ পরিস্থিতির কারণে এই বিষয়টি থেকে ফায়দা লুটতে পারে স্বার্থান্বেষী মহল
৩ ঘণ্টা আগেকুয়েতে ঘরের ভেতরে চোখ ও হাত বেঁধে এক পুরুষকে লাঞ্ছিত ও নির্যাতনের অভিযোগে বাংলাদেশি এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
৩ ঘণ্টা আগে